![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের টেন্ডেসি হল নিষিদ্ধ বস্তুর উপর আকর্ষিত হওয়া। আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশ, কোন মতবাদ, কোন আইন এই আকর্ষণ থেকে তাদেরকে শতভাগ রুখতে পারে নাই। একটাতে সে বাঁধা পেলে অন্যটাতে ঝুঁকবে। কিছু না পেলে সবশেষে টিকটিকির লেজ খাবে, নইলে খাবে জামবাগ।
আমি মনে করি, মাদক থেকে মানুষকে মুক্ত করতে চাইলে আমাদের আউট অব বাউন্ডারি চিন্তা করতে হবে। নইলে ফেন্সিডিলের জায়গায় স্থান নিবে ইয়াবা; ইয়াবার জায়গায় স্থান নিবে জুতার চামড়ায় লাগানো সলিউশন। কিছু না পেলে সুপারির রস খাবে যা এনার্জি ড্রিঙ্কস নামে যা পরিচিত।
আমি একসময় সিগারেট খেতাম প্যাকেট দরে। ২০১০ সালের আগস্টে আমি এক টোকায় ছেড়েছি। আর কোন প্রলোভনই আমাকে ওমুখো করতে পারেনি। তাই বলতে পারি নেশা ছড়াতে চাইলে লাগে স্রেফ ইচ্ছা শক্তি আর বিবেচনা বোধ!
২৪/০৩/২০১৫
২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৬
সুকান্ত কুমার সাহা বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৯
তুষার কাব্য বলেছেন: ভালো বলেছেন...নেশা ছাড়ার জন্য প্রবল ইচ্ছেশক্তিই যথেষ্ট।