নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গোধূলি বেলার মেয়ে

শাহানাজ সুলতানা অধরা

গোধূলি বেলার মেয়ে

শাহানাজ সুলতানা অধরা › বিস্তারিত পোস্টঃ

একটি কবিতা লিখবো বলে

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫১



একটি কবিতা লিখবো বলে বসে থাকি জানালায়
না জানি এ পথ ধরেক কবে এসে চলে যাও।
প্রতিক্ষায় থেকে থেকে ফিরে আসে ফাল্গুন;
বনে বনে ফোটে কত ফুল, কোকিল কণ্ঠে ওঠে সুমধুর গান-

সে গানের তালে তালে চৈত্রের খরা,
চৈতালি ফসলের সমরহ শেষে
মাঠঘাট চৌচির করে আসে বৈশাখ।
উদাস দুপুর, ক্লান্ত বিকেল, শুনশান নীরবতায়-
ঈশান কোন কালো করে আসে বৈশাখী মেয়ে।
তোলপাড় লন্ড ভন্ড করে দিক বিদিক
তারপর নয়ন ভরা জল নিয়ে আসে আষাঢ় শ্রাবণ।
কবির ভাষায় যাকে বৃষ্টির গান বলে
ধুকে ধুকে কেঁদে কেঁদে সে কান্নাও থেমে যায়
শিশিরের স্বচ্ছজলে স্নান করে আসে শরৎ কন্যা
চাঁদ জোছনার স্নিগ্ধ হাসিতে শিউলির লুটোপুটি
স্বারণীর তীরে তীরে বসে কাশফুল মেলা
নীল আকাশের কোন ঘেঁষে উড়ে যায় দুধ সাদা মেঘ।
একে একে চলে যায় শীত হেমন্ত
গাছের পাতা ঝরে গিয়ে ফের নতুন পাতা জেগে ওঠে
ঋতু গিয়ে ঋতু আসে ফুল ফুটে ফুল ঝরে যায়;★
তবু একটি কবিতা লিখবো বলে মনে অটুট বিশ্বাস নিয়ে তোমারি অপেক্ষায় বসে থাকি।
না জানি কবে আসো,কবে আসো এই পথে।

১ মার্চ ২০১৮
সময় বেলা ৪.২০

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতার থিমটা দারুন।

ঋতু বর্ণনা, অপেক্ষার চক্র অবিরাম, তবুও আশা বুকে অপেক্ষা...
ভাল লাগল। টাইেপার দিকে নজর দিয়েন :)

++++

২| ০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৫

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: প্রেরণা পেলাম, আমি ব্লাগে নতুন। থেকে গেলাম।পাতা খোলার পরপর অসুস্থ হয়। তারপর আর তেমন আসা হয়নি। মিস করি আবাইকে ইচ্ছে করে সবার লেখা পড়তে।

৩| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর লিখেছেন।।


লিখতে থাকুন।

০৯ ই মে, ২০১৮ সকাল ৮:১০

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক অনেক বন্ধু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.