নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গোধূলি বেলার মেয়ে

শাহানাজ সুলতানা অধরা

গোধূলি বেলার মেয়ে

শাহানাজ সুলতানা অধরা › বিস্তারিত পোস্টঃ

সারশূন্য

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

৪০.সারশূন্য
****************
জীবন থেমে যায় একদিন,
হিসাবের খাতাটারও শেষ আছে- শেষে হয় গণিত
তবু মেলে না গাণিতিক হিসেব।
হৃদয়ের তক্তাপোসে জমে থাকে স্মৃতির বিম্ব
দিনের আলোর গভীরে যেমন লুকিয়ে থাকে তারা-
ঝিনুকের বুকে মুক্ত
ঝরা শিউলি মলাটের অন্তরে অন্তরালে শিশির ভেজা আশ্বিন
শুষ্ক শীতের শেষে বাহারি ফাল্গু প্রার্থনায় ব্রহ্মরমণী
চৈতি বেলার চৌচির মাঠঘাট মাড়িয়ে
কালবৈশাখী মেয়ের আগমন।
একদিন সেখানেই ফিরে যেত হয়,
ফিরে যেতে হবে সব খেলা ফেলে রেখে!
ফেরাটাই চুড়ান্ত হিসেব-
ডাইনে-বায়ে,উপরে-নিচে,উত্থানে-পতনে শূন্য খাতা।
তবু প্রসারিত শাসনের=
বানোয়াট নিয়ম নীতির তাড়নায়
রজ্জুবদ্ধ করে রাখি গিলোটিনে।
অট্টহাসিতে ফেটে পড়ে মাদবর-
সমাজদার দলপতির দল
শুষে নিতে চায় তারা জরা জল-জলজ!
চলে নীতির অতরান্তে অনীতির বিভৎস চেহারা
সভ্য সত্য বলে আর কোন কিছুনেই।
কে শিখাবে সু? কে দেখাবে সবুজ সুন্দর পথ?
কোন পথে ফিরে গেলে পেতে পারি নিয়ত নিয়তি?
কে শুনাবে সেই অদৃশ্য সাদৃশ্যের অমোঘ বাণী!
সারশূন্য জীবন পাতার হিসেবের খাতায়।

৪ সেপ্টেম্বর ২০১৮

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.