নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুলতানা রিজু বরিশাল

সুলতানা রিজু বরিশাল › বিস্তারিত পোস্টঃ

*কিংবদন্তি* সুলতানা রিজু।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮


আমার অদৃশ্য স্পর্শ ছুঁয়ে ছিল
'তুমি সর্বস্বকে'
আমি মগ্নছিলাম তাতেই ।
চিমনীর ধোঁয়ার মত হেমন্ত কুয়াশা তুমি
সহযে দেখি , নিমিষে হারাও।

মিষ্টি কথার মুন্সিয়ানায় আমি ছিলাম মুগ্ধ।
মিথ্যে করে বল যখন --
"শত জনমের তপস্যা তুমি "।
বিশ্বাস করে মরে যাই... আমি।
আমার মুগ্ধতার প্রতিটি প্রহর ছিল
প্রতারণার সামিল।

ভুল কিংবা শুদ্ধ ছিল আমার আবর্তের
বাইরে,
যা...এতটাই কঠিন ।
আমাকে রাখলে একটি অস্বচ্ছ কাঁচের
ঘরে।
ভালবাসলে একটি ছোট্ট বিন্দুকে
যার চোখে কোন আর্শি ছিলনা,
তাই দেখতে পেলনা ।
ভুলের তাপে গলে জড় পিন্ডের মত
পরে থাকলাম
ভেজা থকথকে মাটির উপর ।

অপেক্ষার সময়কে খুন করে,
মনেহল,
ঘরনয় , ভেঙেছে মনের দেয়াল ।

আমি পরাভূত কোন যোদ্ধা নই
আমি জানি ।
পুড়তে পুড়তে পোড়াতে শিখেছি।
তাই --
শাসন করেছি নিজেকে,
ভুলকে ভুল ভেবেই --।

তাং ২২/১/২০১৭।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.