নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুলতানা রিজু বরিশাল

সুলতানা রিজু বরিশাল › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিরা এখন একা

২৭ শে মার্চ, ২০১৯ রাত ১১:৩৯

সুলতানা রিজু

এখনও
কৃষ্ণচূড়ার ডালে মরেনি আগুন
মরেছে হৃদয়ের ছোট বাতিঘর ।
মেঘেমেঘে ঢেকে থাকে বুকের আকাশ
তবুও সে আগুনে পুড়ে যায় বুকের জমিন।
বৃষ্টি ঝেঁপে আসে পোড়া দুটি চোখে
নোনা জলে নেভেনা বুকের আগুন
কূহূপাখী কেঁদে মরে বন্ধি খাঁচায়
মরমিয়া বাঁশী বাঁজে অবিরত বুকের ভেতর ।
ভালবাসা বিশাল বড় , জীবনটা তত বড় নয়
পাওয়া নাপাওয়ার ব্যথা যত লেখা হয়
এটুকু পাতায়।
স্মৃতিরা একা থাকে একাকী বেলায়
ছোট্ট জীবনখানি থেমে যায় দমকা হাওয়ায়
মনটা হারিয়েছিল, কোন এক দুষ্ট মনের ঘরে
তাই,
মরনের হাতছানি দেখতে পেলোনা সে ।
হারিয়ে ফেলেছে সব, চাওয়া পাওয়ার স্বপ্নগুলো
যাছিল হৃদয়ের পাত্রে ভরা ।
এতকিছু হারালো----
তবুও কৃষ্ণচূড়ার ডালে মরেনি আগুন
জ্বলজ্বলে রোদ মেখে চেয়ে থাকে সারাক্ষণ
পোড়া দুটি চোখ ।
যদি ফিরে আসে বৃষ্টি ভেজা আকাশটা
এখন ।

তারিখ-০৮/৮/২০১৭।........................ রিজু।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১২:০৫

মাহমুদুর রহমান বলেছেন: মন ছুঁয়ে গেল।

২| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ! পাহারাদার লজ্জার চোখ ফাঁকি দিয়ে কোকিলের মিনতি সেও শ্রদ্ধার কারণ।

৩| ২৮ শে মার্চ, ২০১৯ সকাল ৭:১১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৪| ২৮ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! সুন্দর কবিতায় মুগ্ধতা । তবে কিছু টাইপো চোখে পরলো ।

অনিঃশেষ শুভেচ্ছা রইল।

৫| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৭

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতায় মুগ্ধতা।
হ্যাপি ব্লগিং........................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.