নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতঃপর আমিও একদিন মারা যাবো...

মুহাম্মদ সুমন মাহমুদ

আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!

মুহাম্মদ সুমন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ডায়লগ...

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫


মেডাম- কি ব্যপার অনিতা! তুমি পরীক্ষার খাতায় লিখছনা কেন? তুমি কি অসুস্থ সোনা?

অনিতা- জি না অসুস্থ নয়, এইত লিখছি মেডাম।

মেডাম- ধন্যবাদ লিখ।(কিছুক্ষন পর অনিতার খাতার ভাজে নকল টের পেয়ে)
কি অনিতা তোমার খাতার ভেতর কিছু আছে নাকি?

অনিতা- (ভয় পেয়ে) জি না মেডাম।

মেডাম- তাহলে দেখি তোমার খাতা।(নকল পেয়ে)
অনিকা!! তুমি কেন এসব করলে। তোমাকে আমি কী কম পড়িয়েছি সোনা!!

অনিতা- ভুল হয়ে গেছে মেডাম। আর করব না।

মেডাম- তোমার বাবা কত আশা করে আমাদের স্কুলে তোমাকে দিয়াছেন। এখন নকল করলে তোমার বাবা মা কে আমরা কী জবাব দেব?

অনিতা- জীবনে আর এসব করবনা মেডাম। মাফ করে দেন।
মেডাম- তোমাকে ক্লাসে আমি এত আদর করি তুমি কিন্ত এর মর্যাদা রাখনি বরং তোমার মা বাবার কাছে আমাকে ছোট করলে। ওরা ভাববেন,আমরা তোমাকে পড়াই নাই।

অনিতা- মাফ করুন মেডাম। আর এসব হবেনা।

মেডাম- কথা দিলেত তুমি? এখন থেকে আমার সম্মান রাখবি?

অনিতা- জি মেডাম।

মেডাম- (অনিতার মাথায় হাত বুলিয়ে)গুড! আমিও দোয়া করি তোমি মানুষের মত মানুষ হবি।আমার ইজ্জত রাখবি।

অনিতা জীবনে আর নকল করেনি। মেডামের উৎসাহজনক কথায় আজ সে এখন বড় ন্যায়বান অফিসার। মেডাম তার আদর্শ শিক্ষক।

লেখক- মোঃ ফুল মিয়া
প্রধান শিক্ষক
রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
দিরাই, সুনামগঞ্জ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

বেনামি মানুষ বলেছেন: স্যার, আপনি বলেননি অনিতা কোন ক্লাসের ছাত্রী!

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: এরকম টাও হওয়া উচিত।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

Monthu বলেছেন: !যাই হোক ম্যাডামের স্টাইল টা ভালো ছিল। আসলে এমন ই হওয়া দরকার। (আমাদে স্কুলে একজন স্যার ছিল। এই রকম নকল পেলে তার লকলের কাগজ নিয়ে নিত আর ওই প্রশ্নটা নিজে নিজে লিখতে বলতো। দেখে লেখার পেইজ ছিরে নিয়ে নিত। বাহিরে বের করত না। বা ক্লাসে চিৎকার চেঁচামিচি করতোনা।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


শিক্ষক হিসেবে ভাবনাটা সঠিক হয়েছে; তারপরও সমস্যা রয়ে গেছে! ম্যাডাম যখন জানে যে, অনিতা নকল করছে, উহা চেক করার দরকার ছিলো না; শুধু বলার দরকার ছিলো, "অনিতা নকল পকেটে রেখে দাও, আমি চাইনা তুমি নকল কর"।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

তার ছিড়া আমি বলেছেন: নকল। আফসোস! নকল কারকদের জন্য।
আমি জীবনে কোন দিন নকল করিনি। নকল করার কথা চিন্তাও করতে পারতাম না। নকল করা তো দুরে থাক, পাশের কাউকে নকল করতে দেখলে আমার হাত-পা কাঁপা শুরু হয়ে যেত।
সময়কে কাজে লাগিয়ে ঠিক-ঠাক পড়া-লেখা করলে নকল করার দরকার হবে কেন? সারাক্ষণ মোবাইল মোবাইল মোবাইল। ফেসবুক, ইউটিউব, চ্যাটিং, পেরেম-পিরিত আর পরীক্ষার সময় আসলে নকল করার পদ্ধতি আবিস্কার। বাহ্ দারুন!

আলালের ঘরের দুলাল, কিচ্ছু কওন যাইবো না। কইলে চাকরি থাকবো না। সত্যিই সেলুকাস...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.