![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেহালার সুরে সুরে,
চলে যাব ঐ সুদূরে।
কি আছে এই ভবপারে?
মন চলে যায় শূন্যপারে!
কবিতা গুলো হাহাকার করে,
আশারা তুষার হয়ে ঝরে।
বিশাল-কঠিন পাথরের ভারে,
আনন্দরা কেবল চাপা পড়ে।
স্বপ্নরা যায় সরে সরে,
দুঃস্বপ্ন এসে চেপে ধরে।
মনের শক্তি নড়বড়ে,
চিন্তগুলোও যায় মরে।
হঠাৎ করে সব ছেড়ে,
যাব ঐ অসীম-ঘরে।
তোমরা সবে ভুলে যাবে,
আমি শুধু রব নিরবে।
২| ১৯ শে জুন, ২০১৪ সকাল ৮:১৬
সুন্দর মমিন বলেছেন: তাই নাকি! ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৪ রাত ১০:০৯
আমি দিহান বলেছেন: মমিন ভাই আপনারে ভুলে গেলেও আপ্নার এই কবিতার কথা ভুলবো না।
পিলাচ দিলাম।