![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্য সময় সে শুধু নিরবেই বিকশিত হয়,
সহজে তাই যায় না পাওয়া তার পরিচয়।
সন্ধ্যা রাতে সে প্রকাশিত হয় পরিপূর্ণ ধারায়,
মায়াময় এ সময়ে মনোমুগ্ধকর মিষ্টি সুবাস ছড়ায়।
সে সুবাস ছড়িয়ে দেয় শুধুমাত্র লায়লায়।
এর টানেই হয়ত অনেকে মজনু হয়ে যায়।
শুনেছি এ সুবাসের টানে আসে নাগ-নাগিনী!
সত্য-মিথ্যা জানি না তবে এ ঘ্রাণ মনোহারিণী।
চাঁদের আলোয় ধরার বুকে সে করে ওঠে চিকমিক!
মনে হয় এ ভূমি ভরে গেছে তারায় চারিদিক।
তারার মত সে জ্বল জ্বল করে সারাটি নিশি ধরে,
শেষ রাতে আবার সে কোন কষ্ট নিয়ে ঝরে?
ভোরে সাদা বিছানা পেতে শুয়ে থাকে অপলক দৃষ্টিতে,
রাতের রাণী কি বিষ্মিত হয় এ রহস্যময় সৃষ্টিতে!
©somewhere in net ltd.