নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য...

. আমার নাইবা হলো পারে যাওয়া...

সুরঞ্জনা

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে--- তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানস প্রতিমা ভাসিয়া বেরায় আকাশে। কিছু বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে।।

সুরঞ্জনা › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সব মায়ের জন্য, মায়ের সন্তানদের জন্য ভালোবাসা।

০৭ ই মে, ২০১১ রাত ৮:১৬







Mith Hassan

for you ammi...u r the one who i love most in the whole world,u bring my in this world, u gave me lots of love what i needed nd will need for ever..love you so much...so when i was making that project u was always in my mind...because all the words i put it through its a ll for u..and u deserve the world happiness, and i am proud to say that u r my "MOM" and i want u as my mom for ever...love u lots...and that;s the best gift i can give you in mothers day..i know its on Sunday, but my mothers day is all the day..mwwwhhz..cheek the video and do subscribed at my dsjdesign channel...




সকালে মেয়ে ফোন করে ভেজা কন্ঠে যখন বল্লো, " মা আপনার ফেসবুক ওয়াল দেখেছেন"? বুকটা কেঁপে উঠলো। ব্যাকুল হয়ে বললাম, কেনো? কি হয়েছে? মেয়ে আস্বস্থ করলো, " কিছু হয়নি। মিথুন খুব সুন্দর লিখেছে। যাক! স্বস্তির নিশ্বাষ ছেড়ে কাজ সেরে যখন ফেসবুকে ঢুকলাম তখন এই ভিডিও ও কমেন্টটা পড়লাম। এটা আমার ছেলের তৈরী করা ভিডিও।

চোখ ভিজে গেলো। সন্তানের কাছ থেকে এমন কথা শুনলে সব মায়েরই চোখে আনন্দের বান ডাকে।

এটা ছিলো আমার জন্য, পৃথিবীর সব মায়ের জন্য আমার ছেলের তৈরী করা উপহার।



আজ আমার মা এই পৃথিবীতে নেই। কিন্তু মা আছেন আমার সারা অস্তিত্ত্ব জুড়ে। মাকে মনে পড়েনা এমন কোন দিন কি সম্ভব? তবুও মনে হয় "আহা! এমনি করে আমার সহজ সরল মা'টাকে যদি আমার ভালবাসার কথা বলতে পারতাম"?

মায়ের কাছে তার সন্তানের চাইতে বড় আর কিছুই নেই। সন্তানের মুখে একফোটা অন্ন তুলে দেবার জন্য মা তার নিজের স্বত্তাকেও বিসর্জন দিতে পারেন। এমন অনেক নজির আছে।

মায়ের কাছে সন্তানই হলো তাঁর পৃথিবী, সন্তানই হলো তাঁর নিঃশ্বাষ, সন্তান হলো তাঁর বেঁচে থাকার অবলম্বন। সেই সন্তানেরা কি পারে মাকে দূরে সরিয়ে দিতে? পারে কি ভুলে যেতে?

সকল মা আর সন্তানের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।

---------------------------------------------------

মাকে নিয়ে আমার কিছু প্রিয় গান।

ও তোতা পাখীরে



মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে,



আমার মায়ের কথা পড়লে মনে



কত দিন দেখিনা মায়ের মুখ



মায়ের একধার দুধের দাম।



মেরি আওয়াজ কো মিল গ্যায়া রোশনী।



মা "" তারে জমিন পার

































মন্তব্য ১১৬ টি রেটিং +৩৬/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১১ রাত ৮:২১

সাহাদাত উদরাজী বলেছেন: মায়ের চেয়ে আপন কেহ নাই এই দুনিয়ায়। এই বয়সেও মায়ের সাথে বসে যখন আলাপ করি, মনে হয় - তিনিই একমাত্র নিশ্বার্থ ভাবে আমাকে ভালবাসেন। কিন্তু তার জন্য কিছুই করা হল না।

০৭ ই মে, ২০১১ রাত ১১:২৫

সুরঞ্জনা বলেছেন: মায়ের জন্য যতই করিনা কেনো সন্তানের জন্য মায়ের ত্যাগের কাছে তা অতি সামান্যই হবে।
সেই সামান্যটুকু দিতে যেন কোন সন্তান কার্পন্য না করে। এই কামনা করি।

ধন্যবাদ সাহাদাত ভাই। আপনার মায়ের জন্য সালাম ও ভালবাসা।

২| ০৭ ই মে, ২০১১ রাত ৮:২৯

খন্দকার প্লাবন বলেছেন: আসলে কি বলব ভাষা হারিয়ে ফেললাম.....আমি আমার মা কে এভাবে উইশ করতে চাই........

০৭ ই মে, ২০১১ রাত ১১:৩৪

সুরঞ্জনা বলেছেন: মাকে খুশী করে নিজে তার দ্বিগুন আনন্দ লাভ করবেন।

মায়ের জন্য ভালবাসা।

৩| ০৭ ই মে, ২০১১ রাত ৯:০০

নীল-দর্পণ বলেছেন: আজকে সাদাকালো থেকে আম্মাকে একটা মগ কিনে গিফট করলাম। মুখে খুব একটা প্রকাশ না করলেও আমি জানি আম্মা চরম খুশী হইসে।

সব মা'র জন্যেই রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা :)

০৮ ই মে, ২০১১ সকাল ৯:৫৯

সুরঞ্জনা বলেছেন: নীলু, মায়েদের চাওয়া পাওয়া খুবই সামান্য। সন্তানের কাছ থেকে পাওয়া সামান্য উপহার মাকে যে কতটুকু খুশী করে তা নিজে মা না হলে উপলব্ধি করা যায়না।

ভালো থাকুক সকল মা, আর তাদের সন্তানেরা।

৪| ০৭ ই মে, ২০১১ রাত ৯:২৫

সমুদ্র কন্যা বলেছেন: আগে আমার মামনির সাথে সবসময় খিটমিট লেগে থাকতো। মামনিও আমাকে বুঝতে পারতেন না, আমিও তাকে না। কিন্তু যখন জীবনের সবচেয়ে কঠিন সময় এল, যখন আর কোথাও আশ্রয় খুঁজে পেলাম না...তখন আমি তাঁর কাছে আশ্রয় নিলাম। মামনি এখন আমার সবচেয়ে ভাল বন্ধু। যে কথা আর কাউকে বলা যায় না, সেটা শুধু তাঁকেই বলা যায়। আর মামনিও আমার ওপর এত বেশি নির্ভর করেন। ছোটবেলায় যেমন তাঁর উপরেই সবকিছুতে নির্ভরশীল ছিলাম, এখন তিনি আমার উপরে নির্ভরশীল। এত অদ্ভুত এই অনুভূতিটা! একইসাথে আনন্দের এবং কষ্টের।

পৃথিবীর সব মায়ের জন্য শ্রদ্ধা আর ভালবাসা।

০৮ ই মে, ২০১১ সকাল ১০:০২

সুরঞ্জনা বলেছেন: ভালো থাকুন মা, ভালো থাকো কইন্যা। তোমার চারিপাশে যত মাতৃহীন শিশু দেখবে তাদেরকে মায়ের মতো ভালবাসার চেষ্টা করো। এই শুভ কামনা।

৫| ০৭ ই মে, ২০১১ রাত ৯:২৮

সায়েম মুন বলেছেন: মায়ের তুলনা একমাত্র মা। তার সাথে পৃতিবীর আর কারো তুলনা হয় না।

ভিডিওটা খুব খুব ভাল লাগলো। একদম মন ছুঁয়ে যাওয়া :)

০৮ ই মে, ২০১১ সকাল ১০:০৪

সুরঞ্জনা বলেছেন: ভালো থেকো মুন।
মায়ের ভালবাসা।

৬| ০৭ ই মে, ২০১১ রাত ১০:০৩

নীরব 009 বলেছেন: ভাল লাগা।


পৃথিবীর সব মার জন্য বুক ভর্ভি ভালবাসা আর শ্রদ্ধা জানাই।

০৮ ই মে, ২০১১ দুপুর ১:৩৪

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ নীরব।

মায়ের জন্য ভালবাসা।

৭| ০৭ ই মে, ২০১১ রাত ১০:০৩

নীরব 009 বলেছেন: ভাল লাগা।


পৃথিবীর সব মার জন্য বুক ভর্ভি ভালবাসা আর শ্রদ্ধা জানাই।

৮| ০৭ ই মে, ২০১১ রাত ১১:৩৫

ত্রাতুল বলেছেন:

পৃথিবীর সব মায়ের জন্য শ্রদ্ধা আর ভালবাসা।

০৮ ই মে, ২০১১ দুপুর ১:৩৫

সুরঞ্জনা বলেছেন: মায়ের জন্য ভালবাসা।

৯| ০৭ ই মে, ২০১১ রাত ১১:৫৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পৃথিবীর সব মা ভাল থাকুক।


আপু আগের কমেন্ট মুছে দিন।

০৮ ই মে, ২০১১ দুপুর ১:৩৮

সুরঞ্জনা বলেছেন: পৃথিবীর সব সন্তানেরা ভালো থাকলেই মায়েরা ভালো থাকবেন।

১০| ০৮ ই মে, ২০১১ রাত ১২:০১

মুকুট বিহীন সম্রাট বলেছেন:
মায়ের জন্য ভালোবাসা,মা তুমি ভালো থেকো।





কিছু বলার নেই আপু

০৮ ই মে, ২০১১ দুপুর ১:৩৯

সুরঞ্জনা বলেছেন: মায়ের জন্য ভালবাসা।

আমার ছেলের তৈরী ভিডিওটি কেমন হলো বল্লেনা সম্রাট? :)

১১| ০৮ ই মে, ২০১১ রাত ১:৩০

শত রুপা বলেছেন: মা

০৮ ই মে, ২০১১ দুপুর ১:৪১

সুরঞ্জনা বলেছেন: মা

এই একটি ছোট্ট শব্দে অনেক কিছু বলা হয়ে যায় শত রুপা।

১২| ০৮ ই মে, ২০১১ রাত ১:৪৪

নীল অ্যাপাচী বলেছেন: আমার মা-টা কোথায় গেল জানতে পারি না
আসতে পারলে মাগো, দেখে যাও তুমি-
আমি আর একটুকুও কাদিনা।

০৮ ই মে, ২০১১ দুপুর ১:৪৪

সুরঞ্জনা বলেছেন: মা যতদুরেই থাকুন না কেনো, সন্তানের অস্তিত্ত্ব জুড়েই থাকেন।

মায়ের জন্য ভালবাসা ও দোয়া।

১৩| ০৮ ই মে, ২০১১ দুপুর ১২:৩২

ডেইফ বলেছেন:
ভাল থাকুক পৃথিবীর সকল মা এবং বাবা তাঁদের সন্তানদের আগলে রেখে।
ভাল থাকবেন আপনিও।

০৮ ই মে, ২০১১ দুপুর ১:৪৫

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ ডেইফ।

তুমিও ভালো থেকো।

১৪| ০৮ ই মে, ২০১১ দুপুর ১:১৬

সরলতা বলেছেন: মা দিবসের শুভেচ্ছা দিদি। ভিডিও টা দেখা শুরু করলাম। :)

০৮ ই মে, ২০১১ দুপুর ১:৪৭

সুরঞ্জনা বলেছেন: তোমাকেও জানাই শুভেচ্ছা।

আমার বাবুটা কেমন সুন্দর কথা লিখেছে এই ভিডিওটিতে। দেখে বলো, কেমন লাগলো।

১৫| ০৮ ই মে, ২০১১ বিকাল ৪:১৭

মাহী ফ্লোরা বলেছেন: সকল মায়ের জন্য ভালবাসা। আপনাকে আনন্দ ছুঁয়ে থাক আজীবন!

০৯ ই মে, ২০১১ বিকাল ৩:০৪

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ মাহী।
পৃথিবীর সব সন্তান ভালো থাকলেই মায়েরা ভালো থাকবেন।
আর সন্তানের আনন্দতেই তো মায়ের আনন্দ।

১৬| ০৯ ই মে, ২০১১ দুপুর ২:১৩

রাষ্ট্রপ্রধান বলেছেন: সকল মায়ের জন্য ভালবাসা






নারী মানেই মা, নারী মানেই বোন, নারী মানেই কারো সহধর্মীনী

০৯ ই মে, ২০১১ বিকাল ৩:০৮

সুরঞ্জনা বলেছেন: মায়ের জন্য ভালবাসা।

মাতৃত্ত্ব নারীর অন্য সব রুপের মাঝে উজ্জ্বল।
শুধু সন্তান জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায়না।
এক বুক নির্স্বার্থ ভালবাসা বুকে নিয়ে যে কোন নারীই মা হয়ে উঠে।

১৭| ০৯ ই মে, ২০১১ দুপুর ২:১৯

শ্রাবনসন্ধ্যা বলেছেন: মা দিবসের শুভেচ্ছা দিদি।
পৃথিবীর সকল "মা" ভাল থাকুন।

০৯ ই মে, ২০১১ বিকাল ৩:০৯

সুরঞ্জনা বলেছেন: আমার জাফনা পরীর মায়ের জন্যও এক পৃথিবী ভালবাসা।

ভালো থেকো দিদিভাই।

১৮| ০৯ ই মে, ২০১১ দুপুর ২:২৭

রেজোওয়ানা বলেছেন: সুরঞ্জনা আপু, তোমার মতো মাদারলি মানুষ আমি খুব কম দেখেছি এই জীবনে। একজন মা' পৃথিবীর মা', সার্বজনীন......... তোমার মধ্যে সেই জিনিসটা আমি দেখেতে পাই! তুমি, পারভিন আপা, উপরের জাফনার মা (সে আমার সোহার অসুখ এটা এফবিতে পড়ে আমার ফোন নম্বর ম্যানেজ করে আমাকে ফোন করেছিল, আমি আপ্লুত হয়েছিলাম অনেক), নাজনীন খলিল আপা কিংবা আমাদের পিচকি নীল দর্পন বা রক্তিম কৃষ্ণচূড়া (যদিও এই দুইটা এখনও মা হয় নাই :) )...............এমনই তো হবে একজন মা' তাই না?


পৃথিবীর সকল "মা" ভাল থাকুন।

০৯ ই মে, ২০১১ বিকাল ৩:১৪

সুরঞ্জনা বলেছেন: সোহামনির মায়ের জন্য অনেক অনেক অনেক ভালবাসা।

যে কারো, যে কোন বয়সের মানুষের দুঃখ, কষ্ট দেখলে আমার মনে হয় মায়ের মতো আঁচল দিয়ে তার দুঃখ-কষ্ট গুলো মুঁছে দেই। অনেকেই হয়তো এ কারনে ভুল বুঝতে পারে আমায়।
কিন্তু কি করবো? আমি এমন কেনো? :(

১৯| ০৯ ই মে, ২০১১ বিকাল ৩:৩৮

শোশমিতা বলেছেন: আপু আমার যে কুনো কারনে মন খারাপ থাকলে মার সাথে রাগ করতে ইচ্ছা করে, অনেক রাগ করি, অভিমান করি আর মা খালি হাসে :( তবে একটু পরে মন ভালো হয়ে যায়:)
মাকে অনেক অনেক ভালোবাসি , ‘মা’ সে তো শান্তির নিকেতন
দুঃখে দূর্দিনে মাথা গোঁজার একমাত্র ঠাঁই!!!

সকল মায়ের জন্য ভালবাসা।

ভিডিওটা খুব সুন্দর, ভালো লাগলো।
কেমন আছেন আপু?

০৯ ই মে, ২০১১ বিকাল ৪:৩৫

সুরঞ্জনা বলেছেন: কি সুন্দর করে বললে শোশমিতা, "মা সে তো শান্তির নিকেতন"

সন্তানের রাগ, অভিমানে মা কখনই রাগ করতে পারেন না।
আবার আমার যত রাগ, তাও কিন্তু ওদের উপরই ঝাড়ি।

ভিডিও ভালো লেগেছে শুনে আমি কি খারাপ থাকতে পারি?
আমার ছেলের কর্ম না? :)

২০| ০৯ ই মে, ২০১১ বিকাল ৩:৫২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: মায়েদের দোয়ায় সব সন্তানরাই ভাল থাকে। কিন্তু আমরা মায়েদের দোয়ায় ভাল থাকার মাঝে সেই মায়েদের কখনো কখনো ভুলে যাই। এমনটি যেনো আমাদের কখনোই নাহয়।

০৯ ই মে, ২০১১ বিকাল ৪:৩৬

সুরঞ্জনা বলেছেন: কু সন্তান যদিবা হয়
কু মাতা কদাপি নয়

২১| ০৯ ই মে, ২০১১ রাত ৯:২৯

সকাল রয় বলেছেন:

"মা"
সবচেয়ে মধুর শব্দ

১০ ই মে, ২০১১ রাত ৮:২৪

সুরঞ্জনা বলেছেন: "মা" কথাটি মধুর।

২২| ১০ ই মে, ২০১১ ভোর ৫:০৪

গানচিল বলেছেন: গানের লিংকগুলো কাজ করেনা দিদি।

১০ ই মে, ২০১১ রাত ৮:২৬

সুরঞ্জনা বলেছেন: তাই নাকি?
দেখছি গানচিল।

২৩| ১০ ই মে, ২০১১ সকাল ৭:৫৭

অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: আপু, ভিডিওটা অনেক বেশি সুন্দর।কথাগুলো চমৎকার.
loving you is like food to my soul.......
অনেক সুন্দর আপু।
এর চেয়ে সুন্দর গিফট মা দিবসে আর কিছু হতে পারে কিনা জানিনা।
ভাল লাগা রইল।
মা দিবসের শুভেচ্ছা রইল। সব মায়ের জন্য ভালবাসা।

১০ ই মে, ২০১১ রাত ৮:৩০

সুরঞ্জনা বলেছেন: সত্যি কথাগুলো অনেক সুন্দর।

আর এই যে তুমি আমার সন্তানের কাজের প্রশংসা করলে, এর চাইতে বড় আর কোন খুশী কোন মায়ের জীবনে হতে পারে কিনা আমি জানিনা। আমার সন্তানেরা ভালো থাকলে আমার মন ভালো থাকে। আর যদি একটু মেঘের আভাস পাই, আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে।

তোমার জন্যও রইলো অনেক অনেক শুভেচ্ছা।

২৪| ১০ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২৬

জিসান শা ইকরাম বলেছেন:
মা দিবসের বিলম্বিত শুভেচ্ছো। জগতের সব মা ভালো থাকুক।

শুভকামনা দিদি।

১০ ই মে, ২০১১ রাত ৮:৩১

সুরঞ্জনা বলেছেন: শুভেচ্ছা কখনোই বিলম্বিত হয়না। আর মায়ের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা, সেতো জীবন-ভর।

ভালো থেকো ভাই।

২৫| ১০ ই মে, ২০১১ রাত ৮:৫৫

মোঃমোজাম হক বলেছেন: আজ বাংলাদেশে দিবসে দিবসে ভরপুর।দিবসগুলি এভাবে পালিত হয় জানতামনা।কারন অনেকদিন দেশের বাইরে।যদি সৌদি না থেকে অন্য দেশে থাকতাম তবে হয়তো সব জানতে পারতাম।

মা দিবসের কথা বলি।সারা দিনের পর বাংলাদেশের রাত দশটার খবরে দেখাচ্ছিল বৃদ্ধাশ্রমে মায়েদের আহাজারি।

আমি তখনি বাসায় আম্মাকে ফোন দিলাম।তিনিও অভিযোগ সারাদিন পর তোমার মনে পড়লো আমাকে! হায়রে বলে কি মা আমার,আমি এই বয়সেও মাকে নিয়ে যা করি ছেলে মেয়েরা দেখে বলে ফানি!
যাইহোক শুনলাম আমার অন্যান্য সব ভাই বোনেরা গিফটসহ আম্মাকে দেখে গিয়েছেন।দুপুরে রান্না করে খাইয়েও গিয়েছেন।

কামনা করি এই একদিন যেন প্রতিদিন হয়।

১১ ই মে, ২০১১ রাত ৯:৪০

সুরঞ্জনা বলেছেন: অনেকেই এই একটি বিশেষ দিন পালনের বিরোধিতা করে থাকেন। কিন্তু আমি একজন বয়স্ক মা হিসেবে এ দিন পালনে কোন খারাপ দিক দেখিনা। হোকনা একটি দিন। অন্তত একটি দিনও যদি সন্তান মায়ের খোঁজ করে তবে সে মায়ের মনে যে কতটুকু আনন্দ হয় তা একজন মা ছাড়া আর কেউ বুঝতে পারবেনা।

এই যে আমার ছেলের মন্তব্যে যা লিখেছে, তা যদি সত্যি নাও হয়ে থাকে তবুও এটা পড়ে আমার মনের আনন্দটুকু তো মিথ্যে হয়ে যাবেনা।

তবে মনে প্রানে আশা করবো সন্তানেরা মা, বাবার মর্যাদা সব সময় যেন বুঝতে পারে। তাদেরকে যেন শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না হয়।

২৬| ১০ ই মে, ২০১১ রাত ৯:৩৯

কবির চৌধুরী বলেছেন: মা আমার পৃথিবীর সেরা। সব দিক দিয়ে। :D :D

১২ ই মে, ২০১১ রাত ১২:৪২

সুরঞ্জনা বলেছেন: ঠিক বলেছেন কবির চৌধুরী।

সব সন্তানের কাছে তার মা-ই সেরা।

২৭| ১১ ই মে, ২০১১ সকাল ১০:৩৬

জুল ভার্ন বলেছেন: ? !

আমার মা নেই............

২০ +

১২ ই মে, ২০১১ রাত ১২:৪৮

সুরঞ্জনা বলেছেন: ভাইয়া, মা' কে চোখে দেখেন নি, মায়ের বুকের উষ্ণতা পাননি, এই পরিনত বয়সেও সে দুঃখ আপনার এতোটুকুও যায়নি। আপনি তো মাতৃরুপে বুবুকে পেয়েছিলেন। ভাবুন তো সেসব শিশুর কথা যারা মা, বাবা, ভাই বোন কারোর চেহারাও মনে করতে পারেনা। রাস্তায় শেয়াল, কুকুরের মতই এই মানুষ্য জীবন কাটিয়ে দিয়েছে বা দিচ্ছে।

আপনি তবুও মায়ের ছবি দেখেছেন। অকাল প্রয়াতা বুবুর স্মৃতি আর মায়ের ছবি নিয়ে তবুও তো আপনি তাদের তুলনায় ভাগ্যবান।

এভাবে ভাবলে আপনার কষ্ট হয়তো কিছুটা কম হবে।

ভাইয়া, আমার ছেলের তৈরী ভিডিওটার কথা কিছু বললেন না যে?

২৮| ১১ ই মে, ২০১১ বিকাল ৩:২৮

ক্ষুধিত পাষাণ বলেছেন: পৃথিবীর সব মায়ের জন্য শ্রদ্ধা আর ভালবাসা। +

১২ ই মে, ২০১১ রাত ১২:৫১

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ ক্ষুধিত পাষান।

জগতের মায়েরা ভালো থাকুক।

২৯| ১২ ই মে, ২০১১ রাত ১০:২৪

বড় বিলাই বলেছেন: অনেকক্ষণ ধরে বসে রইলাম কিছু লিখব বলে, কিছুই পারলাম না।

১৩ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২১

সুরঞ্জনা বলেছেন: এই যে নীরবতা? এই নীরবতার ভেতরেও কিন্তু অনেক না বলা কথা থাকে, যা বুঝে নিতে হয়।

শুভেচ্ছা বিলাইমনি।

৩০| ১৩ ই মে, ২০১১ সকাল ৭:৩৪

ইসরা০০৭ বলেছেন: আপু, ভিডিওটা অনেক বেশি সুন্দর।কথাগুলো চমৎকার একজন মায়ের জন্য আর কি হতে পারে।

মাকে চেরে অনেক দূরে সত্যি গানগুলো মন ছোয়া...আজ কদিন থেকে গানের এই কথাটা মনে পড়ছে বার বার মধুর আমার মায়ের হাসি,চাদের মুখে ঝরে,মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে.......

মায়ের কাছে সন্তানই হলো তাঁর পৃথিবী, সন্তানই হলো তাঁর নিঃশ্বাষ, সন্তান হলো তাঁর বেঁচে থাকার অবলম্বন। সেই সন্তানেরা কি পারে মাকে দূরে সরিয়ে দিতে? পারে কি ভুলে যেতে?

সকল মা আর সন্তানের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।

১৩ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২৪

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ ইসরা। মায়েরা তো কখনো সন্তানের কাছে কিছু আশা করেন না। অপ্রাত্যাশিত উপহার পেলে কতটুকু যে খুশী হন, তা বোধহয় ভাষায় বোঝানো যাবেনা।

মা থাকে প্রতিদিন, প্রতিক্ষন সন্তানের অন্তরে।

তোমার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা।

৩১| ১৩ ই মে, ২০১১ সকাল ৭:৫৭

ফাইরুজ বলেছেন: কি কমেন্ট করব বুঝতে পারছিনা।তবে এ টুকু বলতে পারি মাকে কখনো মুখ ফুটে বলতে পারানি ভালবাসি।তারপরো মা জানে পৃথিবীতে সব চাইতে আমি তাকেই বেশী ভালবাসি।

১৩ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩১

সুরঞ্জনা বলেছেন: নাড়ি ছেড়া সন্তানের মনের কথা তো মা ঠিকই বুঝতে পারবেন ফাইরুজ।

অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা।

৩২| ১৩ ই মে, ২০১১ সকাল ৮:০৩

জানপাখি বলেছেন: খুব খুব ভাল লাগল। আপনার অন্যান্য লেখাগুলিও পড়লাম। খুব ভাল লাগল।

১৩ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩২

সুরঞ্জনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানপাখি।

৩৩| ১৪ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:০২

জুন বলেছেন:
অপুর্ব সুন্দর কথার সমাহারে তৈরী ভিডিও মনের নিংড়ানো কথামালায় সাজিয়ে মাকে ছেলের উপহার এর চেয়ে দামী এর চেয়ে সুন্দর আর কিছুই হয়না সুরন্জনা।

ভালোলাগলো...

১৫ ই মে, ২০১১ রাত ১১:০০

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ জুন। ঠিক বলেছ, এর চেয়ে দামী উপহার আর কি হতে পারে?

আমার ছেলের জন্মদিনেও শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ তোমায়।

ভালো থেকো।

৩৪| ১৪ ই মে, ২০১১ রাত ৮:৩০

শায়মা বলেছেন: আপু তোমার বাবুরা এত ভালো !!!!!!!!!!!

তোমার জন্য আর তোমার বাবুদের জন্য অনেক অনেক ভালোবাসা আপুনি।

১৫ ই মে, ২০১১ রাত ১১:০২

সুরঞ্জনা বলেছেন: সব মায়ের বাবুরাই ভালো হয় শায়মামনি।

১৪ই মে আমার ছেলের জন্মদিন গেলো।

তোমার জন্যও অনেক অনেক ভালোবাসা।

৩৫| ১৬ ই মে, ২০১১ সকাল ১১:৪০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: মনটা খুব উদাস হয়ে গেলো। মা পড়ে আছেন কত দূরে !

১৭ ই মে, ২০১১ রাত ৮:৩৯

সুরঞ্জনা বলেছেন: মা কখনো কি দূরে থাকেন মোস্তফা ভাই? মা তো থাকেন বুকের গভীরে।

ব্লগে আসা হয়না। তাই দেরীতে উত্তর দিলাম বলে দুঃখিত।

৩৬| ১৭ ই মে, ২০১১ দুপুর ১:৩৯

anisa বলেছেন: সত্যি খুব দুঃখিত সুরন্জ্জনা আমি দেখিনি ওসবের পর কম আসি
একটা পোস্ট দিলেও দেখতেও আসিনা এখন মন মরে গেছে
যেদিন মা হয় সেদিন এই বুঝে মা কি..............
সকল মায়ের জন্য রইলো আমার শুভেচ্ছা.........

১৭ ই মে, ২০১১ রাত ৮:৪০

সুরঞ্জনা বলেছেন: ব্লগে আমিও আসিনা আনিসা। ভালো লাগেনা।

ভালো থেকো তুমি।

৩৭| ১৯ শে মে, ২০১১ সকাল ১১:৩৩

সুচিন্তিত মতবাদ বলেছেন: আপু, আমার ডিমোশন হয়েছে। "জেনারেল" থেকে আজ "সেইফ" হয়েছি! ছোটবেলা থেকে আর্মী অফিসার হবার স্বপ্ন দেখতাম। কিন্তু প্রাকৃতিক কারনে টাইন্যা টুইন্যাও ৫'-৪" হতে নাপারায় সেই স্বপ্ন পুরন নাহলেও সামু আমাকে এক লাফে অনেকবার "জেনারেল" করেও আবার সেই অধিরকার খর্ব করেছে-আজও করলো! জেনারেল থাকা অবস্থায় নিজের মধ্যে অন্যরকম একটা "ভাব" থাকে-আজ থেকে সেই ভাবটাও আর থাকলোনা! জানিনা কি অপরাধে আমার এহেন দূর্গতি! আমার অপরাধ একটাই-আমি নিয়মিত জুলভার্ণ এর পোস্টে মন্তব্য করি।


আপনার পোস্টেও মন্তব্য করি-তার জন্য আপনাকেও কি কার কাছে কৈফিয়ত দিতে হয়? আপনাকেও কি জুলভার্ণ এর পোস্টে মন্তব্য করার জঙয় "কিল মারার ঘোষাই"র ধাতানী খেতে হয়! এখন আপনিই বলেন-আমার মন্তব্য পেয়ে ধাতানি খাবেন নাকি "ধাতানী" খাবেন্না?
আমি যাদের পোস্টে সাধাররনত মন্তব্য করি তাঁদেরকে এই বিষয়টা জানাচ্ছি।


আপু, আপনার লেখা, ভিডিও মন ছুঁয়ে যায়!!! + ২৮

২০ শে মে, ২০১১ দুপুর ২:৩৯

সুরঞ্জনা বলেছেন: জেনারেল??? বাব্বাহ!!! খুব ভারী শব্দ ও পদ।

আমি কার ব্লগে মন্তব্য করবো কি করবোনা সেটা সম্পুর্ন আমার নিজস্ব ইচ্ছা। এখন পর্যন্ত কারোর সাহস হয়নি এ নিয়ে আমায় কিছু বলার।
আর আমার পোস্টে কেউ কমেন্ট করলে আপত্তি থাকলে আমি জানাবো, অন্যে জানানোর কে?
ব্লগে আসি নিজের মনের কথা প্রকাশ করতে, ভালো কিছু পড়তে। এখানে তো আমি বেতনভুক কর্মচারী নই যে ধাতানি খাবো।
এমনিতেই সামুতে প্রবেশ করতে যুদ্ধ করতে হয়, কারো পোস্টে যাওয়া বা কমেন্ট করা তো আরো দুরহ ব্যাপার।
ভালো থাকবেন।

৩৮| ২০ শে মে, ২০১১ দুপুর ২:২২

মুকুট বিহীন সম্রাট বলেছেন:


kemon acho apu tumi?

২০ শে মে, ২০১১ দুপুর ২:৫০

সুরঞ্জনা বলেছেন: ভালো আছি সম্রাট।

তোমার খবর কি?

৩৯| ২২ শে মে, ২০১১ বিকাল ৪:১০

লেখোয়াড় বলেছেন: দিদি, আপনার ১০০তম পোস্টা থুব ভালো লাগল। কারন মা কে নিয়ে লিখেছেন। সব মা-ই তার সন্তানকে ভালবাসুক চিরদিন।
আপনি ভাল থাকবেন দিদি।

২২ শে মে, ২০১১ বিকাল ৪:২২

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ লেখোয়াড়। আমার পোস্টের শততম সংখ্যাটি শুধু আপনার চোখেই পড়েছে। :)
পোস্টটি আমি একজন মা হিসেবে সন্তানের ভালোবাসা প্রকাশে আমার অনুভুতির কথাই লিখেছি।

আপনিও অনেক অনেক ভালো থাকবেন।

৪০| ২৩ শে মে, ২০১১ বিকাল ৫:১১

কি নাম দিব বলেছেন: ভালো থাকুক সকল মা, সকল বাবা ও তাদের সন্তানেরা। :)

কেমন আছেন আপুনি?

২৪ শে মে, ২০১১ দুপুর ১:১৬

সুরঞ্জনা বলেছেন: ভালো থেকো কিনাদি।

ভালো আছি।

৪১| ২৪ শে মে, ২০১১ সকাল ১০:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপু লিঙ্কগুলা কাজ করছে না - একটু কি চেক করবেন প্লিজ-

২৪ শে মে, ২০১১ দুপুর ১:১৮

সুরঞ্জনা বলেছেন: এখুনি দেখছি মাসুম।

৪২| ২৪ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:২৮

ভুভুজিলা বলেছেন: নানি আর লিখছেন না কেন?

২৪ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:৪৯

সুরঞ্জনা বলেছেন: সামুতে ঢুকতেই পারিনা। তো লিখবো কেমন করে?

৪৩| ২৫ শে মে, ২০১১ ভোর ৪:০৮

গানচিল বলেছেন: ঠিক করে দিয়েছি।

৩১ শে মে, ২০১১ বিকাল ৩:২৪

সুরঞ্জনা বলেছেন: অসংখ্য ধন্যবাদ গানচিল।

৪৪| ২৯ শে মে, ২০১১ দুপুর ১২:৩৭

রেজোওয়ানা বলেছেন: আমি "ডিং ডং" লেখা একটা কমেন্ট করছিলাম, পাজি সামু সেটা খেয়ে ফেলেছে X((

তুমি কেমন আছো এখন, ভাল তো?

৩১ শে মে, ২০১১ বিকাল ৩:২২

সুরঞ্জনা বলেছেন: আজই সামুতে এলাম। আজ একটু ভালো।

জানিনা টেষ্টের রিপোর্ট পেয়ে কেমন থাকবো।
দোয়া কোরো রেজুমনি।

৪৫| ৩১ শে মে, ২০১১ বিকাল ৩:১৪

হুপফূলফরইভার বলেছেন: আমার মা আমার পৃথিবীতে শ্রেষ্ঠ বন্ধু, এখনো মায়ের সাথে গল্পে বসলে রাত পার হয়ে যায়, গল্প শেষ হয়না~ প্রতি সপ্তাহান্তে মায়ের হাতের রান্না না খেলে পেটের কোন খাবারই হজম হয়না~

৩১ শে মে, ২০১১ বিকাল ৩:২৩

সুরঞ্জনা বলেছেন: আমার ছেলেও এমন করে বলে, "আমার মা আমার পৃথিবীতে শ্রেষ্ঠ বন্ধু,"

শুনলে প্রানটা জুড়িয়ে যায়।

৪৬| ৩১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

আরিয়ানা বলেছেন: আর এই মা'টি যেমন ভাগ্যবতী তেমনই ভাগ্যবান তার ছেলেটি !! x x

০১ লা জুন, ২০১১ সকাল ১১:৫০

সুরঞ্জনা বলেছেন: রাজকন্যা, মা'টি সত্যি ভাগ্যবতী এমন সন্তান পেয়ে।

কিন্তু ছেলেটি ভাগ্যবান হলে কি মা'কে ছেড়ে মন খারাপ করে এতো বছর দূরে থাকতে পারে?

তার অসহায়, অভাগী মা ছেলের জন্য নিরাপদ, নিশ্চিত ভবিষ্যতের আশ্বাষ দিতে পারেনা।
এমন মায়ের শাস্তি পাওয়া উচিত। :(

৪৭| ০১ লা জুন, ২০১১ রাত ২:২৩

কাব্য বলেছেন: :) :)

০১ লা জুন, ২০১১ সকাল ১১:৫৩

সুরঞ্জনা বলেছেন: তোমাকে তো দেখাই যায়না!! :(

৪৮| ০১ লা জুন, ২০১১ দুপুর ১২:১৭

করবি বলেছেন: সন্তানের কাছ থেকে ছোট ছোট পাওয়া গুলো অনেক সুখের আপু। আর মাকে এমন সুখ দিতে পারাও সন্তানদের ভাগ্য। অনেক ভালো থেকো এই সব সুখী সুন্দর ভালোবাসার উষ্ণতায়।


জগতের সব মায়েরা ভালো থাকুক।


১২ ই জুন, ২০১১ রাত ১:৪৬

সুরঞ্জনা বলেছেন: প্রথমেই ক্ষমা চাইছি দেরীতে উত্তর দেবার জন্য।

অনেক দিন পরে করবিকে দেখে খুব ভালো লাগছে।

ভালো আছো তো?

৪৯| ০১ লা জুন, ২০১১ রাত ৯:১৭

মহাবিশ্ব বলেছেন:
অসাধারণ ভিডিওটা, আপ্লুত হলাম দিদিভাই।
মা আর সন্তানের সম্পর্কটা এই নীল গ্রহের সবচেয়ে দৃঢ় বন্ধনে আবৃত, যা চিরন্তন, যা অনির্বাণ।
সব মা আর সব সন্তানেরা ভালো থাকুক।
আপনিও ভালো থাকবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন। শুভকামনা রইল।

১২ ই জুন, ২০১১ রাত ১:৪৭

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ মহাবিশ্ব।
আপনিও ভালো থাকবেন।

৫০| ০২ রা জুন, ২০১১ রাত ৮:৫৭

নাআমি বলেছেন: ও তোতা পাখীরে ......আমার খুবই প্রিয় গান.......বাকীগুলিও.....

বরাবের মতই দারুন লিখেছেন আপু !!

১২ ই জুন, ২০১১ রাত ১:৪৮

সুরঞ্জনা বলেছেন: গানের পছন্দের বেলায় তোমার সাথে আমার অনেক মিল আছে নাআমি।

অনেক অনেক ধন্যবাদ।

৫১| ০৩ রা জুন, ২০১১ রাত ১:৪২

শুকনা মরিচ বলেছেন: অনেকদিন পর ব্লগে এসে তোমার লেখা পড়লাম ।

তোমার মতো আমিও একজন মা - কি যে গর্ব হয় আমার ।
এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে । এখন আমার পুরো পৃথিবী জুড়ে শুধুই আমার ছেলে ।

অনেক শুভেচ্ছা মিথি'র জন্য ।

তুমি কেমন আছো আপু ? শরীর কেমন এখন ?

১২ ই জুন, ২০১১ রাত ১:৪৯

সুরঞ্জনা বলেছেন: ঠিক বলেছ আপু। মায়ের কাছে তার সন্তানের চাইতে আর কিছুই বড় হতে পারেনা।

এখন আগের চাইতে ভালো আছি। আলহামদুলিল্লাহ!!!!

৫২| ০৩ রা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৫৬

রিতা ইসলাম বলেছেন: খুভ ভাল গানের সংগ্রহ। মা কে মনে পরলো খুব।

দিদি আপনি এখন কেমন আছেন? ডা: এর পরামর্শ মত চলবেন। প্রয়োজনে সামু থেকে কিছুদিনের জন্য বিশ্রাম নিন।

১২ ই জুন, ২০১১ রাত ১:৫০

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ রিতা।

বিশ্রাম নিতে গিয়েই তো তোমাদের উত্তর দিতে দেরী হলো।

ভালো থেকো আপু।

৫৩| ০৪ ঠা জুন, ২০১১ রাত ১২:৫০

ক্ষুধার্ত বলেছেন: এমন করে মা'এর জন্য ভালোবসা প্রকাশ করতে পারা ভাগ্যর ব্যপার।


অসাধারণ

১২ ই জুন, ২০১১ রাত ১:৫১

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ ক্ষুধার্থ।

৫৪| ০৬ ই জুন, ২০১১ দুপুর ১২:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: লিঙ্কগুলা কাজ করছে। ধন্যবাদ আপনাকে

১২ ই জুন, ২০১১ রাত ১:৫২

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদের হকদার গানচিল।

৫৫| ০৮ ই জুন, ২০১১ রাত ১:০৪

পাহাড়ের কান্না বলেছেন: 'মা'

১২ ই জুন, ২০১১ রাত ১:৫৩

সুরঞ্জনা বলেছেন: মা, মা, মা...

৫৬| ০৮ ই জুন, ২০১১ রাত ১০:৪৬

সত্যবাদী মনোবট বলেছেন:
দিদি কেমন আছো..........??

শরীর ভালো আছে তো??

তোমার জন্য................মা.......শুধু তোমার জন্য

১২ ই জুন, ২০১১ রাত ১:৫৪

সুরঞ্জনা বলেছেন: আগের চাইতে ভালো আছি মনোবট।

দেখবো তোমার লিঙ্কটি।

ভালো থেকো।

৫৭| ০৯ ই জুন, ২০১১ রাত ১:৫৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: নতুন লেখা নেই কেনো???

১২ ই জুন, ২০১১ রাত ১:৫৫

সুরঞ্জনা বলেছেন: এখন আর ঐ কথার উত্তর নেই। :)

৫৮| ০৯ ই জুন, ২০১১ রাত ৮:৪৫

সুচিন্তিত মতবাদ বলেছেন: আপু, আমার ৩৭ নম্বর মন্তব্যের জবাবে বলছি। আপনার প্রতি অনেক শ্রদ্ধা। আপনার নিকট থেকে এমন একটা রিপ্লাই আশা করেছিলাম।

"জেনারেল" হয়ে ভালোই লাগছে। কিন্তু "সামু"র জেনারেলের 'বেইল' নাই সেনাবাহিনীর ধুপীখানার ধোপার কাছেও!

খুব টাচী একটুকরো ভিডিও'র জন্য ধন্যবাদ ভাগ্নেকে।

আপনার অসুস্থ্যতার কথা জেনেছি।সুস্থ্যতা কামনা করি।

১২ ই জুন, ২০১১ রাত ১:৫৬

সুরঞ্জনা বলেছেন: ধন্যবাদ সুচিন্তিত মতবাদ।

দোয়া করবেন আমার সন্তানদের জন্য।

আপনার জন্য শুভ কামনা।

৫৯| ০৯ ই জুন, ২০১১ রাত ৮:৪৯

নীল-দর্পণ বলেছেন: নতুন লেখা চাই....নইলে হর-তাল কর্বো....

১২ ই জুন, ২০১১ রাত ১:৫৭

সুরঞ্জনা বলেছেন: ওরে নীলু, টানা ৩৬ ঘন্টার হরতাল তো শুরু হয়ে গেলো।

৬০| ৩০ শে জুন, ২০১১ রাত ১০:৪০

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: অনেক সুন্দর আপু। মা, বাচ্চা সবার জন্য প্রাণঢালা দোয়া রইলো।

০৩ রা জুলাই, ২০১১ দুপুর ১:২৭

সুরঞ্জনা বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.