নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়হান চৌঃ

ইতিবাচক ভাবনায় বিশ্বাসী,মিথ্যাকে, প্রচন্ড ঘৃনা করি, Network Support (IT Department)Aramco Gulf OperationsAl KhafjiSaudi Arabia

রায়হান চৌঃ › বিস্তারিত পোস্টঃ

নির্লজ্জতার ও একটা সীমা থাকা উচিৎ

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পযর্ন্ত যতজন ক্ষমতায় এসেছে একজনও বাংলাদেশের মাটির সন্তান নয়। জিয়া-খালেদা-এরশাদ বাংলাদেশের মাটির সন্তান নয়। একমাত্র আমার বাবা এবং আমি শেখ হাসিনা বাংলাদেশের মাটির সন্তান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় রোমের একটি হোটেলে ইতালি আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলটির বর্তমান চেয়ারপার্সন খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের মাটির সন্তান নয়। তিনি বলেন, জিয়াউর রহমানের জন্ম বিহারে, এরশাদের জন্ম কুচবিহারে, খালেদা জিয়ার জন্ম শিলিগুড়িতে। একজনও এই মাটির সন্তান না............
সূত্র:
হাজারিকা অনলাইন ডেস্ক
Published : Wednesday, 5 February, 2020 at 4:20 PM

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩২

ঢাবিয়ান বলেছেন: এগুলো বিনোদন হিসেবে নেন =p~ =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৩

রায়হান চৌঃ বলেছেন: বিনোদন !!! হয়তো বা........... এবার ভেবে দেখুন আমরা জাতী হিসেবে কতটা লুল !! তা না হলে আমার দেশের প্রধানমন্ত্রীর কথায় ও আমরা অট্টহাসি দিতে বাধ্য হই। আসলেই একজন ওয়েটলেস মহিলা বলা চলে। তা না হলে কি করে এ ধরনের কথা তিনি মাইকের সামনে বলে থাকেন। বেয়াদপের নতুন ভার্সন বললেও কম হয়ে যায়।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: সব কথা ধরতে হয় না।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

একাল-সেকাল বলেছেন: গোবর না ঘিলু, পরীক্ষা প্রযোজ্য।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩

খাঁজা বাবা বলেছেন: আগামীতে হয়ত বলবেন একমাত্র তিনি ও তাহার পরিবার এদেশের, বাকি সবাই ভাড়াটিয়া।
এ দেশ তাহার পারিবারিক সম্পত্তি, এখানে তিনি যা খুশি তাই করবেন।
ইচ্ছা হলে কয়েকহাজার বর্গমাইল অন্য কোন দেশের কাছে বিক্রি করবেন বা দান করবেন।
ব্যক্তিগত সম্পত্তি যা ইচ্ছে তা করা যায়।

৫| ২৩ শে জুন, ২০২০ সকাল ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: কথাগুলো একজন প্রধানমন্ত্রীর মুখে বিদেশের মাটিতে দাঁড়িয়ে বলা মোটেই শোভন হয়নি।

৬| ২৩ শে জুন, ২০২০ সকাল ৯:৫০

কলাবাগান১ বলেছেন: ফেব্রয়ারী মাসের পোস্টে জুনে এসে মূল্যহীন কমেন্ট করে আবার সামনে আনার প্রেক্ষিতে বলছি শেখ হাসিনার এসব কথা বলার কি দরকার পাকি গ্রেনেড দিয়ে একসাথে বিরোধী দলের সবাইকে 'খতম' করার ষড়যন্ত্র করলেই আপনাদের মত 'ব্লগার' দের আর এই 'নির্দোষ' কথা নিয়ে ব্লগ গরম করার চেস্টা করতেন না

১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫১

রায়হান চৌঃ বলেছেন: অসাধারণ বলেছেন.... ধন্যবাদ

তবে কথায় কথায় কে যেন বলেছিলেন "নেকড়ের মুখে মুচকি হাঁসি", সত্যি তখন কথাটার মানে বুঝতে পারিনি, তবে এখন বুঝি।

ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.