নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৈয়দ আসাদুজ্জামান সুহান

সৈয়দ আসাদুজ্জামান সুহান › বিস্তারিত পোস্টঃ

যৌবনবতী বিধবা ও তালাকপ্রাপ্তা নারী মানেই পতিতা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

আমার লেখার শিরোনাম দেখে অনেকেই হয়তো গালাগালি করে আমার চৌদ্দ গুষ্টি উদ্ধার করছেন, আর কারো কারো চোখ কপালে উঠে গেছে।
দয়া করে শান্ত হয়ে চোখ নামিয়ে আমার লেখাটা পড়ে শেষ করুন।
আমাদের সমাজে কারণে-অকারণে, দোষে-বিনা দোষে অনেক নারী তালাকপ্রাপ্তা হচ্ছেন আর কেউ কেউ নিয়তির নির্মম কষাঘাতে হচ্ছেন বিধবা।
এরপর তাদের অনেকের আমাদের সমাজের ভেতর জীবন যাপন করা কতোটা কঠিন হয়ে উঠে, তা কেবল সেই ভুক্তভোগী নারীরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না।

সাধারণত কি কি ঘটনা ঘটে থাকে এর অতি সংক্ষিপ্ত রূপ তোলে ধরছিঃ-

---< মহল্লার দুধওয়ালা, সবজিওয়ালাদের কাছে হঠাৎই আপনার কদর বেড়ে যাবে। এমনকি মহল্লার দোকানদার রাতে মোবাইলে ফোন করে লম্বা সালাম দিয়ে বলবে, ভাবি আপনার সদাই পাতি নিয়ে বাসায় আসবো নাকি, ভাই তো আর নাই, যদি আপনার কিছু লাগে।

---< মহল্লার যে পুরুষ গুলোকে পূর্বে কখনও দেখেন নাই, হঠাৎই তারা আপনার অতি আপনজন হয়ে যাবে। সবাই আপনার খুঁজ খবর নিবে। যেকোন প্রয়োজনে তাদের ডাকতে বলবে। কেউ কেউ অতি উৎসাহী হয়ে আপনার এতিম সন্তানের হাতে বড় একটা বাজারের ব্যাগ ধরিয়ে বলবে, তোমার আম্মুকে বলো আজকে রাতে তোমাদের বাসায় ডিনার করবো।

----< হঠাৎই আপনার মোবাইলে বিভিন্ন অপরিচিত পুরুষদের রং নাম্বার কল আসা বেড়ে যাবে। কেউ কেউ বারবার চেষ্টা করে যাবে রং নাম্বার থেকে রাইট নাম্বার হয়ে যেতে। বিষয়টা হলো এমন, যদি লাইগ্যা যায়।

----< যেসব পরিচিত পুরুষ মানুষ গুলো আপনার বাসায় খুব একটা আসা যাওয়া ছিলো না, হঠাৎই তাদের দরদ অনেক বেড়ে যাবে। তারা আপনার অতি আপনজন হয়ে উঠবে। আপনি বিরক্তি দেখানোর পরেও তারা নির্লজ্জের মতো আপনার খুঁজ খবর নিতে বারবার আপনার বাসায় আসবে।

----< আপনার চেহারা যেমন হোক না কেন, হঠাৎই আপনি অনেক পুরুষের চোখে হয়ে উঠবেন বিশ্ব সুন্দরী। তারা আপনাকে জানাবে, আপনাকে দেখার পর তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আপনাকে প্রতিদিন অন্তত একবার না দেখলে তাদের শ্বাস কষ্ট বেড়ে যায়, উনারা হার্টের নয়তো হাঁপানি রোগে আক্রান্ত হয়ে পড়েন।

এভাবে অনেক কথা বলা যাবে কিন্তু শেষ হবেনা। এইসব কিছুর মূল কারণ হলো আপনার যৌবনবতী দেহ। অনেকেই আপনার নিঃসঙ্গতা ও অসহায়ত্বের সুযোগের সদ্ব্যবহার করতে চাইবে। তারা আপনাকে তখন একজন মেয়ে, বোন, ভাবি, বন্ধু, প্রেমিকা বা অসহায় নারীর নজরে নয়, কেবল একজন পতিতা হিসেবে দেখতে চায়। আপনি তাদের দৃষ্টিতে কেবলই একজন পতিতা, তারা শকুনের মতো আপনার যৌবন ঠুকরে ঠুকরে খেতে চায়। আপনিও হয়তো কোন একদিন সেই সব যৌন ক্ষুধার্ত শকুনদের খাদ্যে পরিণত হবেন স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় আবার কখনও হবেন ভুল প্রেমের ফাঁদে পড়ে। এক সময়ে আপনি হয়ে উঠবেন সত্যি সত্যিই পতিতা।
তাই প্রথম থেকেই আপনাকে হতে হবে বিচক্ষণ ও আপনার যৌবনের বিশ্বস্ত রক্ষিতা।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪

অগ্নি সারথি বলেছেন: আপনি কোনটা- যৌবনবতী বিধবা নাকি তালাকপ্রাপ্তা?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭

সৈয়দ আসাদুজ্জামান সুহান বলেছেন: এটা জেনে আপনি কি করবেন ভাইয়া???
আমার নাম কি দেখতে পান নাই???

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪

নতুন নকিব বলেছেন:



"যৌবনবতী বিধবা ও তালাকপ্রাপ্ত নারী মানেই পতিতা"

-শিরোনামটাই আপনাকে পরিমাপ করার জন্য যথেষ্ট নয় কি?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬

সৈয়দ আসাদুজ্জামান সুহান বলেছেন: শিরোনাম পড়ে আমাকে বিচার না করে পুরো লেখাটি মন দিয়ে পড়ার আহ্বান রইলো।
আশাকরি, আপনি তখন বুজতে পারবেন আমি আমাদের সমাজের কিছু কলাংগার পুরুষদের মানসিকতা আমার শিরোনামে তুলে ধরেছি, ধন্যবাদ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৯

মানবী বলেছেন: খুব সম্ভবত অধিকাংশ পাঠক এই পোস্টের সারকাজমটা বুঝতে অক্ষম হবেন! অত্যন্ত কঠোর ও তিতকুটে বাস্তবতা তবে অসম্পূর্ণ কারন কেউ যদি মনে করেন শুধু এই দু শ্রেনীর নারী আমাদের দেশে পতিতা তাহলে ভুল। সময় ও ঘটনা স্বাপেক্ষে বাংলাদেশের বারনিতা থেকে প্রধানমন্ত্রী সকল নারীই পতিতা হয়ে উঠেন একপাল নরাধমের কাছে।

অনকে ভাবছেন আমার কন্যা, আমর বোনটা ফুলের মতো পবিত্র। পবিত্র অবশ্যই শুধু তা যতোক্ষণ তিনি কোন নরাধমকে প্রত্যাখ্যান না করছেন অথবা কোন নরাধম তার সম্ভ্রম নষ্টে ব্যর্থ না হচহচে। এমনকি অফিস আদালতেও কাজে টেক্কা দিয়ে নারী সহকর্মি সামনে এগিয়ে গেলে তাঁর চরিত্র হননের চেষ্টা করে এমন কুলাঙ্গারের সংখ্যা আমাদের দেশে নিতান্ত কম নয়।
বাবার সাথে শত্রুতা, কন্যা অথবা তার স্ত্রীকে পতিতা ট্যাগ দিয়ে দেয়া যায়।

ধর্ষন করে হত্যা করা হয়েছে এমন নারীদের তো কথাই নেই, তাঁদের অধিকাংশকে পতিতা প্রমানে মরিয়া নরপশুর দল।
ইভটিজিং এর প্রতিবাদ? ঐ মেয়েটিই নষ্টা তাই ওর সাথে এমন আচরন করা হয়।
শুধু তাই নয়, নর পশু স্বামী খুবলে খে্য়েছে স্ত্রীকে, শারিরিক নির্যাতন করে অর্ধমৃত আর বিকলাঙ্গ করে দিয়েছে- সেসময়ও এক দল কুলাঙ্গারের পাল সেই নারীকেই ভ্রষ্টা বলতে দ্বিধাবোধ করেনা।

আর খালেদা জিয়া বা শেখ হাসিনার তো কথাই নেই।
তাঁদের পছন্দ নয় ভালো কথা, অধিকাংশ বাংলাদেশী তাদের দুজনকে পছন্দ করেনা। তবে একপাল ঘৃন্য নরাধমের দল বরার তাঁদের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলে, ইনিয়ে বিনিয়ে তাঁদেরও পতিতা বলতে পিছপা হয়না।

তাহলে এই পোস্টের শিরোনামে সমস্যা কোথায়?

পোস্টের জন্য ধন্যবাদ সৈয়দ আসাদুজ্জামান সুহান।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪২

সৈয়দ আসাদুজ্জামান সুহান বলেছেন: আমাদের সমাজের কিছু কুলাঙ্গার পুরুষদের মানসিকতা আমার শিরোনামে তুলে ধরেছি, যারা যৌবনবতী বিধবা ও তালাকপ্রাপ্ত নারী দেখলেই মনে করে এটা হলে নিরেট পতিতা, খুব সস্তা, চাইলেই ওদের শরীর শকুনের মতো ঠুকরে ঠুকরে খাওয়া যাবে। আমার এই লেখাতে ওই সকল অসহায় নারীদের সচেতন করতে চেষ্টা করেছি।
সুন্দর মন্তব্য করে উতসাহিত করার জন্য আপনাকেও ধন্যবাদ মানবী।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪২

অ‌প্রিয় সত্য বলেছেন: শুন‌তে খারাপ এটাই অামা‌দের সমা‌জের বাস্তবতা,

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮

সৈয়দ আসাদুজ্জামান সুহান বলেছেন: আমাদের সমাজের কিছু কুলাঙ্গার পুরুষদের মানসিকতা বদলে দেয়া হয়তো অনেক কঠিন কিন্তু নারীরা আর বেশি সচেতন হলে নিজেদের ওই সব কুলাঙ্গার পুরুষদের হাত হতে নিজেকে রক্ষা করতে পারবে, আপনাকে ধন্যবাদ অ‌প্রিয় সত্য।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২

মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: যৌন সম্পর্ক একটি আদিম মানবিক সম্পর্ক। এটাকে খারাপ চোখে না দেখাই ভাল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩২

সৈয়দ আসাদুজ্জামান সুহান বলেছেন: আপনি আমার লেখাটি খুব সম্ভব না পড়েই মন্তব্য করেছেন, পড়ে দেখার আহবান রইলো।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

কানিজ ফাতেমা বলেছেন: আরো আছে অনুঢ়া ! তাদেরকেও এভাবে ট্রিট করা হয় ।
অনেকে হয়তো লেখাটি ঠিক মত পড়েননি । শিরোনাম দিয়ে লেখাটি বিশ্লেষন না করে পড়ার জন্য অনুরোধ করা হলো ।
আর লেখকের প্রকৃতি নিয়ে প্রশ্ন - বিষয়টা খুবই অপ্রত্যাশিত । বিধবা বা তালাকপ্রাপ্তা হলে সমস্যা কোথায় ?
সিলি....................

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩

সৈয়দ আসাদুজ্জামান সুহান বলেছেন: বিধবা বা তালাকপ্রাপ্তা হলে সমস্যা নেই, কিন্তু তাদের প্রতি আমাদের সমাজের কিছু কুলাঙ্গার পুরুষদের মানসিকতা এমন, ওই কুলাঙ্গার পুরুষদের প্রথম ও সহজ টার্গেট থাকে এই অসহায় নারীরা।ওরা মনে করে, যৌবনবতী বিধবা ও তালাকপ্রাপ্ত নারী দেখলেই মনে করে এটা হলে নিরেট পতিতা, খুব সস্তা, চাইলেই ওদের শরীর শকুনের মতো ঠুকরে ঠুকরে খাওয়া যাবে এবং সেটা বাস্তব করতে তারা খুব কৌশল ওই অসহায় নারীদের সাথে ওদের উদ্দেশ হাসিল করে।

৭| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১০:২১

নতুন নকিব বলেছেন:



সৈয়দ আসাদুজ্জামান সুহান,
দু:খিত! পূর্বের মন্তব্যের পূর্বেই আপনার লেখাটি আমি পড়েছি। আপনার লেখার মিথ ভাল। কিন্তু আর কিছু না করলেও অন্তত: শিরোনামটার শেষে যদি একটা ? (প্রশ্নবোধক) চিহ্নও জুড়ে দিতে পারতেন, তবুও না হয় মেনে নেয়া যেত। এখনতো এটাকে আপনার বক্তব্য ধরে নিতে হয়। যা দু:খজনক।

ভাল থাকবেন।

৮| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:১৭

কানিজ রিনা বলেছেন: যাবলেছেনসত্যবলেছেন।

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫

সৈয়দ আসাদুজ্জামান সুহান বলেছেন: আপনাকে ধন্যবাদ :)

৯| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৫

টারজান০০০০৭ বলেছেন: অগ্নি সারথি বলেছেন: আপনি কোনটা- যৌবনবতী বিধবা নাকি তালাকপ্রাপ্তা? :D
রাগ কইরেন না ভাইজান। পোস্টটা নারীদের কাছ থেকে আসাটাই কাম্য ছিল , আপনার কাছ থেকে আসাটা বিস্ময়কর বটে ! যাই হোক , এটা বাস্তবতা। ফুল ফুটিলে ভ্রমর আইবই ! ফুলরে ঘেরা দিয়ে নিরাপত্তা দেওয়াই কর্তব্য। আর রিলিফের মাল বন্টন হইলে ধনীরাও লাইন দেয়, হইবোনা জাইনাও সরকারি চাকুরীর জন্য সবাই টেরাই করে। সুতরাং বাস্তবতা মাইনাই প্রতিকারের ব্যবস্থা লইতে হইবো।

১০| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাস্তবতা। নোংরা সমাজ আর সামনে আসছে নোংরা প্রজন্ম। সবাইকে সচেতনতা শুরু করতে হবে নিজের পরিবার থেকেই...

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫

সৈয়দ আসাদুজ্জামান সুহান বলেছেন: আপনাকে ধন্যবাদ :)

১১| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:০৭

রিফাত হোসেন বলেছেন: বিয়ে নামক একটা শব্দ আছে শব্দকোষে(বাংলা)!

তা পুনরায় হতে আপত্তি দেখছি না। এতে ঐ পরিস্থিতির স্বীকার হতে হবে না। শয়তান সুযোগ খুজে ভর হবার।:) এটা পৃথিবীর তাবত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য।

১২| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:৩৫

শাহরিয়ার হাসান চৌধুরী বলেছেন: সুহান ভাইকে ধন্যবাদ.. এই ঘৃন্য বাস্তবতাটাকে তুলে ধরবার জন্য! কিন্তু আমার মনে হয় আপনার লেখার নারীদের থেকে সুযোগ গ্রহনের মধ্যে সীমাবদ্ধ নেই ওই কুলাংগারগুলো এগিয়ে যাচ্ছে বুক ফুলিয়ে আরো সামনে। কারন তারা হয়তো তারা কোনোদিনো নারীদের মানুষের কাতারে ফেলতে পারবেনা। :( আর কমেন্টে কয়েকজনকে দেখলাম পুরো বিষয়টা না বুঝে মন্তব্য করতে... এটাই মনে হয় আজকাল বাঙ্গালীর স্বভাব হয়ে দারিয়েছে!!

১৩| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৪

সৈয়দ আসাদুজ্জামান সুহান বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.