নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুক্ষ করতল

আমি তো কেও নই,কিছু পারিনি কোন কালে !

তাসনিম রিফাত

কবি ও লেখক

তাসনিম রিফাত › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫



তাসনিম রিফাত

======================

মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশ ।

সময় বাড়ছে,ভয়ংকর ভাবে যাচ্ছে ঘড়ির কাটা।

আমি মিশে যাচ্ছি নদীর আর্তনাদে ,

তরুলতার কান্নায়,প্রজাপতির দুঃখে ,

ঊশৃঙ্খল ঘোড়ার কামনায়,

এবং রমণীর উষ্ণ ঠোঁটে অন্তরঙ্গ ।



মিশে যাচ্ছি ব্লেডে ক্ষত-বিক্ষত ত্বকের রক্তে,

প্রাচীনতম শিকড়ে ক্ষণে ক্ষণে ,

পোড়া নিকোটিনের উত্তেজক গন্ধে ,

ধ্যানী বকের নিঃসঙ্গতায় ,

এগুচ্ছি মৌলিক মাটির ঘরের দিকে ।

আমার কানে স্পর্শ করছে মৃত্যুময় কলিং-বেলের শব্দ,

আমাকে গ্রাস করছে ল্যাম্পপোস্টবিহীন রাস্তার অন্ধকার ।



মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে ,

সে অভিজাত সজ্জিত,রাজবেশ ,

আমার নিঃশ্বাসে-নিঃশ্বাসে,প্রতিটি স্পন্দনে

ছড়াচ্ছে ভৌতিক চেতনা ,

মৃত্যু আমার সন্নিকটে,আমি তাকে চুম্বন করব !



আমি এখন জেগে উঠছি ভুল সময়ে,

আবার ঘুমিয়ে যাচ্ছি ভুল ঘুমে ,

বীভৎস মায়া আমাকে তারা করে বেড়াচ্ছে

চিতার মতো ।

সহস্র পোড়া চোখের দৃষ্টিতে আমার হৃদয় দাহ হচ্ছে ,

মানুষের কাঁচের মতো ফেটে যাওয়া বিশ্বাস

এবং বান্ধবহীনতা,একাকীত্ব আমাকে তাড়াচ্ছে ,

নিয়তির কালো গোখড়া ছোবলে আমি আক্রান্ত হচ্ছি !



দূর্বাঘাসের মৃত্যুতে আমি অনুতপ্ত হয়ে পরছি ,

মাটির পরতে পরতে মিশে যাচ্ছি ,

আশেপাশে ডাকছে কয়েকটি চিল ,কি বিষণ্ণ !

আমার সর্বশরীর ঢেকে যাচ্ছে মৃত্যুর প্রলেপে ।

মাঝখানে এক ব্রিজ,ব্রিজের ওপারে মৃত্যু ,

আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে,

সামনেই মৃত্যু,আগামী আর ভবিষ্যতই মৃত্যু,

আর আমি সে মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৩

জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর লিখেছেন ৷















মঙ্গলে থাকুন কবি ৷

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯

তাসনিম রিফাত বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.