| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো
ভালবেসে যাবো ওগো যতদিন বাচবো
হেসো না হেসো না তুমি জেনে রাখো তা
বলতো দিয়েছি আমি হৃদয়ের কথা ।।
চাদের ও আলো দিয়ে মুখখানি দেখবো
পেয়ো নাকো লজ্জা খুব কাছে রাখবো ।।
না না এভাবে করোনা করুনা
লাজটুকু কেড়ে নিলে হবে যে মরন
সইতে পারবো না হারানোর ব্যথা
বলতো দিয়েছি আমি হৃদয়ের কথা
টিপটিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে
হৃদয়ের কথাগুলি শিশ দিয়ে ডাকছে ।।
এমন সুখ তুমি দিলে গো আমায়
কেড়ে নিতে পারবে না মরন ও তোমায়
শেষ করে দিয়ে আজ সব নিরবতা
বলতো দিয়েছি আমি হৃদয়ের কথা
তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো
ভালবেসে যাবো ওগো যতদিন বাচবো
হেসো না হেসো না তুমি জেনে রাখো তা
বলতো দিয়েছি আমি হৃদয়ের কথা ।।
http://www.megaupload.com/?d=4DWT0DI6
Click This Link
২|
২২ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:১০
নূর-ই-হাফসা বলেছেন: এ গানটাতো হাবীব গায়নি।মনির খান আর
আর ইভা গেয়েছে।
৩|
২২ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:৪১
আলী বলেছেন: মেয়ে কোন ভয়েস নাই
৪|
২২ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:৫৪
নূর-ই-হাফসা বলেছেন: মেয়ে ভয়েস আছে।আপনি গানটি কোথার থেকে শুনেছেন।গানটি সিনেমাতে গাওয়া হয়েছিল।আপনি শুধু গানের যে সিডি বের হয়েছে সেখানে গায়কদের নামের তালিকা
দেখলেই বুঝবেন।আর গানটি আবার শুনবেন।আশা করি তখন বুঝতে পারবেন যে এখানে মেয়ের ভয়েস আছে।
৫|
২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৮:১৪
আলী বলেছেন: গানটি আপলোড করেছি একবার শুনে বলুন
৬|
২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৮:২৩
অতিথি বলেছেন: গাধা সিঙ্গার। নকল যার সাফল্যের চাবিকাঠি। কেউ বলতে পারবেনা, অন্তত দুটা গানে তার ভয়েজের মিল আছে। ও নিজের গলার স্বর নিজেই চিনবে না। ষ্টেজ শো যে শুনেছে, সেই বুঝেছে কোন শ্রেণীর গায়ক মিষ্টার হ্যাবিব।
৭|
২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৮:২৯
নূর-ই-হাফসা বলেছেন: রাখাল ভাই মানুষকে এভাবে হেয় প্রতিপন্ন
করতে হয় না।
৮|
২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৮:৩০
আলী বলেছেন: কিন্তু এইটা জোশ লাগসে
৯|
২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৮:৩৪
অতিথি বলেছেন: NYC এর ফুয়াদ, বাংলার হাবিব সব একই শ্রেনীর। সব নকল করা, সাথে কপি-পেষ্ট।
১০|
২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৮:৩৮
অতিথি বলেছেন: হা হা হা। তবে, তার দুটা গান আমারও ভালো লেগেছে। তবে, যতটানা ভালো সিংগার তার চেয়ে পাবলিসিটি বেশি পেয়েছে। একসময় চিল্লানবাজ আসিফ নিয়ে কত মাতামাতি ছিল, অথচ যেমন উত্থান হয়েছে, তেমন পতনও হয়েছে। তাই বলি, কোয়ালিটির মৃতু্য হয়না। কোয়ালিটি পাবলিসিটিও চায়না। এটা এক শ্রেণীর শ্রোতা ঠিকই জিইয়ে রাখে।
কেমিকেল আলীর সাথে একমত।
১১|
২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৮:৪৮
অতিথি বলেছেন: আসিফ রে চিল্লানবাজ কন ক্যান? ওর একটা গান একদিন বিটিভি তে দেখছিলাম।
বাইম মাছের মত শুধু মোচড়ায়
১২|
২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৮:৫৮
শাহানা বলেছেন: হাবিবের লিরিক্সে মনে হয় অন্য ধরন এসেছে। আগেরটাই ভালো ছিল।
১৩|
২২ শে ডিসেম্বর, ২০০৬ রাত ৯:০২
অতিথি বলেছেন: হা হা হা হা হা হা
ভুল হয়ে গেছে। যান বাইন মাছই। তয়, এ বাইন মাছ ষ্টিক খায়
; কুমিল্লার ভিকটোরিয়ায় গাঞ্জাঠিঠ আসিফ রাস্তায় দাঁড়ায়া এমন টান দিতো যে রাস্তার সমস্ত ধুলবালি সহ ভেতরে হাফিস হয়ে যাইতো 
১৪|
২৩ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:১৮
পথিক!!!!!!! বলেছেন: এনিমেশন টা জটিল .লিংক টা দিবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:০৪
অতিথি বলেছেন: আমার পছন্দের গায়ক, গানটা সুন্দর।