![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...
“বাংলাদেশ-ভারত : রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প চুক্তি সই”
আচ্ছা শুনুন এই কয়লা বিদ্যুত হলে কি কি পরিবেশ বিপর্যয় হবে তার কয়েক্ টি নমুনা শুনুনঃ
১. সারা দেশে এসিড বৃষ্টি হবে
২. সুন্দরবন ধ্বংস হবে
৩. এখন ইউনিট প্রতি ৮ টাকা হলেও অচিরেই ভারত কয়লার দাম বৃদ্ধি করে ১৪ টাকা ইউনিট প্রতি করবে।
৪. ধান ও চিংড়ি সমৃদ্ধ রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে ১৮ হাজার একরের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানে ইতিমধ্যেই ১৮৩৪ একর জমি অধিগ্রহন করা হয়েছে। এর মধ্যে খাস জমি মাত্র ৮৬.১৬ একর বাদে বাকী সবটাই ব্যক্তি মালিকানাধীন জমি।
অথচ এই সরকারই জেল জরিমানার বিধান রেখে “কৃষি জমি সুরক্ষা ও ভূমি জোনিং আইন” তৈরি করেছে। নতুন এ আইনে কৃষি জমিতে বসতবাড়ি বা শিল্প কারখানাসহ যেকোন প্রতিষ্ঠান স্থাপনে সরকারের অনুমতি বাধ্যতামূলক করা হচ্ছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে দু’বছরের কারাদন্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক দন্ডের বিধান থাকছে।
কি রকম তামাশা জনগনের সাথে।
আচ্ছা এইবার চলুন দেখি এই বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ভারতেও বিদ্যুত যাবে তা হলে এটা ভারতে স্থাপিত হ্লনা কেন?
ভারতীয় রাষ্ট্রায়ত্ত কোম্পানি এনপিটিসি’র ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যম সূত্র জানাচ্ছে, মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার ঝিকলি ও তুমরা গ্রামে এনপিটিসি রামপাল কেন্দ্রের মতোই ১০০০ একর জমির ওপর ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২টি ইউনিট নির্মানের প্রস্তাব দিয়েছিল। ভারতের পরিবেশ মন্ত্রনালয়’র এক্সপার্ট এ্যাপ্রাইজাল কমিটি’র এ প্রসঙ্গে দেয়া প্রতিবেদন থেকে জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রটির জন্য নির্ধারিত স্থানটি মুলতঃ কৃষিপ্রধান এবং এ বিষয়ে প্রকল্পের স্বপক্ষের লোকদের দেয়া তথ্য গ্রহনযোগ্য নয়। প্রতিবেদনে আরো বলা হয়, শহরের এত কাছে এরকম বিদ্যুৎ কেন্দ্র কাঙ্খিত নয়। এছাড়াও নর্মদা নদী থেকে প্রকল্পের জন্য প্রতিদিন ৩২ কিউসেক পানি টেনে নেয়াও বাস্তবসম্মত নয়। তাছাড়া প্রস্তাবিত ঐ প্রকল্পের ১৫ কিলোমিটারের মধ্যে রয়েছে সংরক্ষিত বনাঞ্চাল। ভারতীয় পরিবেশ আইনে সংরক্ষিত বনের ১৫ কিলোমিটারের মধ্যে কোন তাপ বিদ্যুৎ কেন্দ্র করা যাবেনা।
অথচ বাংলাদেশে সেই একই কোম্পানিকে একই ধরনের ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানে বাংলাদেশ-ভারতের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশে ক্ষতির পরিমাণ দাঁড়াবে সবচেয়ে বেশি। কোন রকম পরিবেশ-প্রতিবেশগত বিবেচনা ছাড়াই সুন্দরবনের কোলের মধ্যেই নির্মান করা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র।
প্রিয় জন্মভূমি তুমি আর একবার ধর্ষিত হলে। ক্ষমতার ৫ বছর এভাবে বিভিন্ন ইস্যু নিয়ে সাধারন মানুষের দৃষ্টি বিভিন্ন দিকে সরিয়ে দিয়ে গোপনেও ধর্ষিত হচ্ছে এই মাতৃভূমি।
আপনারা কি একবার এই ব্যাপারটা নিয়ে কথা বলার সময় হবে?
............
কপি
২| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২
দীপ্তপন বলেছেন: সুন্দরবনের রামপালে আজ পরিবেশ ছাড়পত্র ছাড়াই কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ভারতের সাথে তিনটি চুক্তি হয়ে গেল!
এগুলো হচ্ছে-
# বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ);
# চুক্তির বাস্তবায়ন (আইএ); এবং
# সমতাভিত্তিক (৫০:৫০) যৌথ চুক্তি (জেভিএ)
এই সংকটময় মূহূর্তে যে দেশপ্রেমিক মানুষটি লেখালেখি করে বিষয়টি প্রিন্ট মিডিয়ায় আনতে পারতেন তাঁকে গ্রেফতার ও নির্যাতন করে সেই পত্রিকাটিও বন্ধ করে রাখা হয়েছে।
এখন প্রকৃত দেশপ্রেমিক ও দালাল চিনে নিন।
---- Akm Wahiduzzaman
কপি।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮
ভ্রমন কারী বলেছেন: বেড়া যখন খেত খেয়ে ফেলে, তখন আমাদের মত নগন্য ঘাস বা আগাছা আর কি করেতে পারে
এর চেয়ে অনেক ছোট, গুরুত্বহীন বিষয় নিয়া দেশপ্রেমিক, প্রগতিশীলরা বিভিন্ন জায়গায় ফেনাউঠায় ফালায়। অথচ সুন্দর বন ধংস করার প্রতিবাদে কিউ একটা শব্দ পর্যন্ত করলো না।
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১
শিব্বির আহমেদ বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, আন্তর্জাতিক সব মান রক্ষা করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এতে পরিবেশের কোন ক্ষতি হবে না।
চারদিক বালের রামছাগলে ভরে গেছে । গাধা দিয়ে হালচাষ হয়না এটা হাসিনা কবে বুঝবে ?
৫| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২
আমি হনুমান বলেছেন: আপনের সমস্যা কি? ২০০১ এ আপনাদের জ্বালায় গ্যাস দিতে পারি নাই এখন লাগছেন কয়লা নিয়া....
৬| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
বোকা_ছেলে বলেছেন: india amader frnd. r frnd re sahte sex korle setake rape bole na...... ebar bujha geche jinis ta........
joy bangla
৭| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭
একাকী বাংলাদেশি বলেছেন: ইন্ডিয়া আমাদের দেশ-কে ৭১'এ ধর্ষনের হাত থেকে বাচাইছে তাই এখন নিরবিচ্ছিন্নভাবে ধর্ষন করে যাবে। আর ধর্ষনের হাত থেকে বাচঁতে না পারলে তা উপভোগ করাই শ্রেয়। আসেন উপভোগ করি।
৮| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১
স্বাধীন জামিল বলেছেন: একাকী বাংলাদেশি বলেছেন: ইন্ডিয়া আমাদের
দেশ-কে ৭১'এ ধর্ষনের হাত থেকে বাচাইছে তাই
এখন নিরবিচ্ছিন্নভাবে ধর্ষন করে যাবে। আর
ধর্ষনের হাত থেকে বাচঁতে না পারলে তা উপভোগ
করাই শ্রেয়। আসেন উপভোগ করি।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১
অলস আমি বলেছেন: ভাই এসব নিয়ে বলার কেউ নাই....।