নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আকাশ এমন আকাশ, কখনো ছায় মেঘে- সে আবার সুখেই ভাসে, দখিন হাওয়া লেগে

কে আই তাজ

মানুষ পুরো খাঁটি হয় না, হলে সে ফেরেশতা। তবুও কারণে- অকারণে নিজেকে নিত্য মনে হয়, বিশুদ্ধতার প্রতীক।

কে আই তাজ › বিস্তারিত পোস্টঃ

এখন থেকে ব্লগিং করতে রেজিস্ট্রেশন লাগবে?

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:০০

দেশে প্রকাশিত পত্রিকার অনলাইন সংস্করণসহ সব ধরনের অনলাইন রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। সে লক্ষ্যে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করছে তথ্য মন্ত্রণালয়। নীতিমালার পরিপন্থী কোনো ধরনের সংবাদ, কার্টুন, ছবি, বিজ্ঞাপন, ধর্ষণের দৃশ্য ধারণ, প্রচার ও অশোভন দেহভঙ্গিসহ অমানবিক বিষয়গুলো প্রচার করা যাবে না। তবে এগুলো প্রচার করলে কি ধরনের শাস্তি দেয়া হবে সে বিষয়ে খসড়া নীতিমালায় কিছু বলা নেই। এছাড়া নামমাত্র ফি নিয়ে অনলাইন রেজিস্ট্রেশনের কথা বলা হলেও ফি কত হবে তা উল্লেখ করা হয়নি। আইন ও বিধিবিধান তৈরি পর্যন্ত তথ্য মন্ত্রণালয় এবং তথ্য অধিদফতর অনলাইন কার্যক্রম তদারকি করবে। অনলাইনে প্রকাশিত সংবাদসহ সব বিষয় তদারকির জন্য একটি অনলাইন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার। তথ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া তৈরি করেছে আইটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারের নেতৃত্বে একটি কমিটি। এখন সব সুপারিশ যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। খসড়া নীতিমালা প্রণয়নে সম্পৃক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রযুক্তির অভাবনীয় উন্নতিতে যেখানে-সেখানে অনলাইন সংবাদ সংস্থা গড়ে উঠেছে। ফলে অনলাইন গণমাধ্যম সুষ্ঠু নীতিমালার আওতায় না আনা গেলে অশুভ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। তারা আরও জানান, একটি প্রতিষ্ঠানের নামে অপর প্রতিষ্ঠান (ডোমেইন) রেজিস্ট্রেশন দেয়া যাবে না। রেজিস্ট্রেশন দেয়ার আগে তা জাতীয় অনলাইন গণমাধ্যম কমিশন থেকে যাচাই করে নিতে হবে। একই নামে দেশে কোনো দৈনিক কিংবা সপ্তাহিক পত্রিকা নেই। তাই একই নামে কোনো অনলাইন প্রতিষ্ঠানও রাখা ঠিক হবে না। ব্লগারদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। রেজিস্ট্রেশন ছাড়া কাউকে অনলাইনে পোর্টাল, ব্লগ নির্মাণ, সংবাদ ফিচার কিংবা কোনো লেখা, ছবি ও কার্টুন প্রকাশ করা যাবে না। অনলাইনে জনবল নিয়োগের নির্দিষ্ট কাঠামো থাকবে। নির্দিষ্টসংখ্যক জনবল থাকলেই রেজিস্ট্রেশন পাওয়ার উপযুক্ত হবে। নির্দিষ্ট অফিস স্পেস থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করতে হবে। জাতীয় ওয়েজ বোর্ড রোয়েদাদ মেনেই তাদের বেতন-ভাতা নির্ধারণ ও পরিশোধ করতে হবে। এসব শর্ত মানলেই কেবল রেজিস্টার্ড অনলাইন প্রতিষ্ঠানগুলো সরকারি বিজ্ঞাপন প্রকাশের অনুমতি পাবে। তাছাড়া বাধ্যতামূলক হচ্ছে অনলাইন লাইসেন্স গ্রহণ। লাইসেন্স ফি হবে নামমাত্র। সব প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে আলাপ-আলোচনা করে ফির পরিমাণ নির্ধারণ করা হবে। লাইসেন্সপ্রাপ্ত সব প্রতিষ্ঠান সরকারের কাছে স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের আদর্শ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রীয় আদর্শ এবং নীতিমালা সমুন্নত রাখতে হবে। অনলাইনে বিজ্ঞাপন প্রচারেও কঠোর নিয়মনীতি আরোপ করা হচ্ছে। ৫ বছরের নিচে কোনো শিশুকে বিজ্ঞাপনের মডেল করা যাবে না। শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই এ কথাটি গুরুত্বসহকারে ৫ সেকেন্ড এবং গুড়াঁ দুধ এক বছরের কম বয়সী শিশুর জন্য নয়- এ বিজ্ঞাপনটি ৫ সেকেন্ড করে প্রচার করতে হবে।

যে কারণে নীতিমালা দরকার : গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, আন্তর্জাতিক নীতি, নিরপেক্ষতা, ব্যক্তির ব্যক্তিগত অধিকারের গ্যারান্টি নিশ্চিত করা এবং অনলাইন গণমাধ্যমের মানোন্নয়নের জন্য নীতিমালা দরকার। সরকারি-বেসরকারি অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠায় উন্মুক্ত ও সুষম প্রতিযোগিতা সৃষ্টি। রেজিস্টার্ড অনলাইন গণমাধ্যম একটি কাঠামোতে নিয়ে আসা। সেই ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম বলতে বাংলা, ইংরেজিসহ অন্য কোনো ভাষায় জনগণের জন্য ইন্টারনেটের মাধ্যমে ভিডিও, অডিও, টেক্সট অথবা মাল্টিমিডিয়ায় তথ্য-উপাত্ত প্রকাশ কিংবা সম্প্রচারকারী সংস্থাকে বোঝাবে।

খবর সূত্র- আলোকিত বাংলাদেশ পত্রিকা

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


বউ এর সাথে ভালোবাসার জিং জিং খেলতে রেজিস্ট্রেশন করতে হবে সরকারের স্বাস্হ্য মন্ত্রনালয়ের সাথে।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

কে আই তাজ বলেছেন: হা হা পো গে- গাজি ভায়া

২| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৬

ফেরদাউস আল আমিন বলেছেন: তা হ'লে কথা বলার জন্য ও নিবন্ধন অতি আবশ্যকীয় করা উচিত।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৫

কে আই তাজ বলেছেন: জী হ্যাঁ! অনেক ক্ষেত্রে সেটাই, নচেৎ অহেতুক বাকযুদ্ধ সৃষ্টি হয়।
আমরা আবার কথায় নয়, কাজে বিশ্বাসী কিনা!

৩| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:২০

বিলোয় বলেছেন: এটা কি ভালো না খারাপ?

২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫

কে আই তাজ বলেছেন: মন্দ ভালো যুগপৎ :)

৪| ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪০

রবি কিরণ বলেছেন: এরপর বাথরুম এ গেলেও অনুমতি লাগবে ......... এ ভাবেই চলতে থাকবে।

২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫

কে আই তাজ বলেছেন: রবি দা! ব্যক্তিগত কাজে এসব লাগবে না :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.