![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের কথা নয়, অনেক বছর আগে...
এরিস্টেটল স্যার বলেছিলেন পরম অনুরাগে,
"আমাদের এ ধরনী মহাবিশ্বের
রানী,কেন্দ্রে সে বসে আছে তাহা আমি
জানি,
চন্দ্র, সূর্য,গ্রহ,তারা তাকে ভালোবেসে,
ঘূরিতাছে গোল পথে নিজ অভিলাষে।"
এরিস্টেটল জ্ঞানী লোক, সবাই তা জানে।
তাই বাধ্য ছেলের মত, সবে তারে মানে।
অনেক বছর পর হল ঘটনা এক, বড়ই উদ্ভট!
অবাধ্য এক ছেলে হল প্রকট!!!
এরিস্টেটলের থিওরি সে দেখে বলে, "ভাই!
এই তত্ত্বে আমি অনেক ভুল খুজে পাই।
সন্দেহ নাই পৃথিবীকে আমিও ভালোবাসি,
কিন্তু নই আমি ভুল তত্ত্বে বিশ্বাসী।
কেন্দ্রে থাকেন সূর্যিমামা, মহাগৌরবে,
পৃথিবী ও গ্রহরা ঘোরে তার চারপাশে
নিরবে।"
একথা শুনে বাধ্য ছেলের দল, দিল হুংকার,
"গুরুকে ভুল বলে এত সাধ্য কার???!!"
একজন বলে,"কোপার্নিকাস সে অবাধ্য
ছেলে।"
সবে বলে ওঠে, "তারে এখনই দাও জেলে"
শত বাধার পরেও সে বলে বলবৎ,
"কেন মানছো না? এটাই সৌরজগৎ"
তবুও কভু কেহ তারে নাহি করে বিশ্বাস,
শত সংগ্রামের মাঝেই অবশেষে সে ফেলে
শেষ নিঃশ্বাস।।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮
তানজিলা রহমান বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭
রুদ্র জাহেদ বলেছেন: ছড়ায় ছড়ায় চমৎকারভাবে দার্শনিক চিন্তার প্রকাশ।ভালো লেগেছে।+
২৫ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৮
তানজিলা রহমান বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৪
রক্তিম দিগন্ত বলেছেন: আগেও পড়েছি পড়েছি মনে হচ্ছে। ফেসবুকে ইতিপূর্বে প্রকাশিত কি এইটা?
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:০০
তানজিলা রহমান বলেছেন: হ্যা! রহস্যময় বিজ্ঞান জগত পেজ এবং গ্রুপে দিয়েছিলাম।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২১
শাহরিয়ার কবীর বলেছেন: শুভ ব্লগিং......................। পোষ্টের জন্য ধন্যবাদ দিতে পারলাম না আন্তরিক সরি। ফেসবুকে পড়েছিলাম মনে হয়!!
২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:০১
তানজিলা রহমান বলেছেন: হুম ফেসবুকে পাব্লিশ করেছিলাম রহস্যময় বিজ্ঞান জগত পেইজ এবং গ্রুপে
সেখানে কার্টেসীতেও আমার নাম দেওয়া আছে
৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
সামিআশিক বলেছেন: মজা পাইলাম =D
২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
তানজিলা রহমান বলেছেন:
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৫
আজমান আন্দালিব বলেছেন: বাহ্ ছন্দে ছন্দে বিজ্ঞান!
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, বেশ মজা পাইলাম।
ওয়েল রিটেন |`