![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
E=mc² অসম্পূর্ণ???
আইন্সটাইন এর বিখ্যাত সমীকরন E=mc² সম্পর্কে আমরা সবাই ই জানি। এখানে E=শক্তি, m=বস্তুর ভর(rest mass) এবং c=আলোর বেগ
যা বস্তুর ভর ও শক্তির সম্পর্ক প্রকাশ করে। (y)
কিন্তু গল্প এখানেই শেষ নয় । এই সমীকরনটি আসলে অসম্পূর্ন!!!
>>অসম্পূর্ন কেন?? আর তাহলে সম্পূর্ণ সমীকরন কি?
.
আচ্ছা অসম্পূর্ন কেন তা পরে বলছি। সম্পূর্ণ সমীকরনটি হল আসলে E²=(mc²)²+(Pc)²
যেখানে, P হচ্ছে বস্তুর ভরবেগ।
এবার সম্পূর্ণ সমীকরনটি এখন এখন কোনো বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা যাক। ধরি বস্তুটি স্থির। স্থির বস্তুটির তো আর ভরবেগ থাকছে না অর্থাৎ p=0
তখন সমীকরনটি দাড়াবে>>
E²=(mc²)²+(pc)²
=>E²=(mc²)²+0
=>E=mc²
তাহলে আমরা আবার আগের সমীকরন ই পাচ্ছি কিন্তু সেটা স্থির বস্তুর ক্ষেত্রে। বস্তুটি যদি স্থির না হয় তবে কিন্তু E=mc² সমীকরনটি প্রযোজ্য হবে না, তখন E²=(mc²)²+(pc)² সমীকরনটি ব্যবহার করতে হবে ।
এজন্যই E=mc² সমীকরনটি অসম্পূর্ন।
আবার, যদি এই সম্পূর্ন সমীকরনটিকে [[E²=(mc²)²+(pc)²]] কোনো ভরহীন কনার উপর প্রয়োগ করি (যেমনঃ ফোটন) অর্থাৎ m=0 তাহলে যেটা দাড়াবে>>
E²=(mc²)²+(pc)²
=>E=pc
অর্থাৎ ভরহীন বস্তুর জন্য শক্তি হবে তার ভরবেগ ও আলোর বেগের গুনফলের সমান।
**আলোর ভর বেগ নির্নয়ের সুত্রঃ p=hv/c, তাই m=0 হলেও p≠0
**m সর্বদাই নিশ্চল ভর
তথ্যসুত্রঃ
>> https://m.youtube.com/watch?v=mkiCPMjpysc
>> Wiki
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১১
তানজিলা রহমান বলেছেন:
২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪
মেহে বলেছেন: কয়েক দিন পর এটাও অসম্পূর্ণ বলে প্রমাণিত হবে just wait. lol
৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
হোসেন মালিক বলেছেন: এখানে v কিসের বেগ?
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬
তানজিলা রহমান বলেছেন: p=hv/c এর কথা বলছেন? v হচ্ছে গ্রীক লেটার nu যা দিয়ে ফ্রিকুয়েন্সি প্রকাশ করে বেগ না।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
রেজা এম বলেছেন: পুরান কথা আপুমণি !! আপুনি কি আজ জানলেন ?? Quantum Physics টা ঠিক মতো পড়েন !!
সেই IFOS(2010) এক্সাম এর টাইম সুনসিলাম
২০০৯ আগস্ট টাইম এই নিয়ে খুব হান্গামা হয়
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১১
তানজিলা রহমান বলেছেন: ২০০৯ সালে আমি ৫ম শ্রেনীতে পড়তাম :/
যাই হোক আর্টিকেলটা অনেক আগে ফেসবুকে পাব্লিশ করেছিলাম সেখান থেকেই কপি পেস্ট করেছি কেবল।
আর হ্যা,নিজে জানা এবং অন্যকে জানানোর মাঝে পার্থক্য রয়েছে!
৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯
ইমরাজ কবির মুন বলেছেন:
আপনি পিচ্চি হবেন শিওর ছিলাম, কিন্তু ২০০৯ এ ক্লাস ৫ এক্সপেক্টেড ছিলনা!
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২১
তানজিলা রহমান বলেছেন: পিচ্চি এর কি আছে আমি ক্লাস ১১ এ পড়ি
৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯
ইমরাজ কবির মুন বলেছেন:
ক্লাস ১১ এ থাকাকালীন সময়ে আমার একা একা বাসা থেকে বেরোতেও ভয় লাগতো
২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৯
তানজিলা রহমান বলেছেন: আপনি ভীতু ছিলেন
৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
দরবেশমুসাফির বলেছেন: বিজ্ঞানের সকল সুত্রই অসম্পূর্ণ। E²=(mc²²+(Pc)² ও অসম্পূর্ণ। কোন অর্থে অসম্পূর্ণ সেটা আশা করি আপনি জানেন।
বাই দা ওয়ে আমি আপনার থেকে ১ বছরের সিনিওর কিন্তু আমাকেও পিচ্চি অভিধায় ভূষিত করা হয়ে থাকে। কবে যে এইসব বৃদ্ধ লোকদের মতিগতি ঠিক হবে কে জানে।
২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৮
তানজিলা রহমান বলেছেন:
নিজেদের অনেক বড় ভাবে :/
৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
আমাদের সময়ে ঐ বয়সে ভীতু হওয়াই নরম্যাল ছিল
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
তানজিলা রহমান বলেছেন: ঐ বয়স মানে? ক্লাস ১১ এ কি ছোটরা পড়ে নাকি! -_-
৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
ইমরাজ কবির মুন বলেছেন:
২০০৯ এ ক্লাস ৫ সাউন্ডস ছোট
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
তানজিলা রহমান বলেছেন:
১০| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
উদাসী স্বপ্ন বলেছেন: এতো দেখি পিচকি!
কিন্তু পুস্ট সুস্বাদু হইছে!
১১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
রক্তিম দিগন্ত বলেছেন: পিচ্চি হলেও বিজ্ঞানের প্রতি আগ্রহ আছে দেখে ভাল লাগলো। আপনার সাথে ইনশাল্লাহ্ ব্যস্ততা কম থাকলে কথা হবে এসব নিয়ে।
১২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
নীলসাধু বলেছেন: আমি বুড়া মানুষ। এসব কবে কি পড়েছিলাম সব ভুলে গেছি!!
আবার জানা হল। অবশ্য তেমন কিছু বুঝিনি!
শুভেচ্ছা রইলো। ভালো থাকুন তানজিলা রহমান।
১৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১
গেম চেঞ্জার বলেছেন: এইগুলা ২০০৮-৯-১০ এ ভাবতাম। এখন আর ভাবি না। টাইম নাই। এখন কোডিং দিয়া মাথাডারে ফাটাই।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
তানজিলা রহমান বলেছেন: কোডিং
১৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
ঈশান আহম্মেদ বলেছেন: আমি অনেক আগে থেক্কাই এইটা জানি ।যদিও আমি এইখানকার সবার থেকে মনে হয় পিচ্চি।সবে ক্লাস ১০ এ পড়ি।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
তানজিলা রহমান বলেছেন: পিচ্চি
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০২
তাল পাখা বলেছেন: লেখক বলেছেন:
নিজেদের অনেক বড় ভাবে।
তানজিলা রহমানের মনের অবস্থা দেখে কষ্ট লাগছে সাথে হাসিও পাচ্ছে।
ভাই ইমরাজ কবির মুন ছোট্ট বোনটি আমার খুব কষ্ট পাইছে। আপনি সরি বলুন ভাই।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
তানজিলা রহমান বলেছেন: :/
১৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
জে.এস. সাব্বির বলেছেন: আপুকে ওভারস্মার্ট মনে হচ্ছে ।চুনেন , ক্লাস ১১তে বুড়িরা পরেন না ,বাচ্চারাই ।এখানে অনেক বড়দের পথচলা ,সো বি কেয়ারফুল ।
[একটা কথা ,এই সাবধানটা আমি করছি কারণ আমিও বাচ্চাদের মধ্যে গন্য ।বিঞ্জরা তাদের অঞ্জতার জোরেও এনিয়ে ডিবেট করতে আসবে না ।আমি বাচ্চা তাই করছি]
১৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
হোসেন মালিক বলেছেন: এই মেয়ে কলেজে পরে? তাও ফাস্ট ইয়ারে? বাচ্চা মেয়ে
আমি ভাবলাম ভার্সিটিতে পিওর ফিজিক্সে শেষ বর্ষের স্টুডেন্ট , পোস্ট পরে সেই রকমই মনে হয়েছিলো
মনে মনে প্রেম করার কুসুম কুসুম কল্পনাও এসেছিলো
ধুর বাল
১৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯
খেপাটে বলেছেন: আমি তো ভাবছিলাম আমাদের ভার্সিটির স্টুডেন্ট, ,,, ঢাবির পুলাপান এসব নিয়াই দিন কাটায় ত
১৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৫
রুদ্র জাহেদ বলেছেন: যাক চালিয়ে যান...
২০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৮
আজমান আন্দালিব বলেছেন: জ্ঞানী পোস্ট।
২১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৭
ফুয়াদ আল আবীর বলেছেন: পিচ্চিদের কমেন্ট পড়ে পিচ্চি হইতে মন চায়...!
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
ইমরাজ কবির মুন বলেছেন:
ইয়া মা'বুদ!