নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশুর ব্লগে স্বাগতম :D

তানজিলা রহমান

তানজিলা রহমান › বিস্তারিত পোস্টঃ

E=mc² অসম্পূর্ণ!!!! ;)

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

E=mc² অসম্পূর্ণ??? B:-)

আইন্সটাইন এর বিখ্যাত সমীকরন E=mc² সম্পর্কে আমরা সবাই ই জানি। এখানে E=শক্তি, m=বস্তুর ভর(rest mass) এবং c=আলোর বেগ
যা বস্তুর ভর ও শক্তির সম্পর্ক প্রকাশ করে। (y)
কিন্তু গল্প এখানেই শেষ নয় ;) । এই সমীকরনটি আসলে অসম্পূর্ন!!!

>>অসম্পূর্ন কেন?? আর তাহলে সম্পূর্ণ সমীকরন কি? B:-/
.
আচ্ছা অসম্পূর্ন কেন তা পরে বলছি। সম্পূর্ণ সমীকরনটি হল আসলে E²=(mc²)²+(Pc)²
:)
যেখানে, P হচ্ছে বস্তুর ভরবেগ।
এবার সম্পূর্ণ সমীকরনটি এখন এখন কোনো বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা যাক। ধরি বস্তুটি স্থির। স্থির বস্তুটির তো আর ভরবেগ থাকছে না অর্থাৎ p=0
তখন সমীকরনটি দাড়াবে>>
E²=(mc²)²+(pc)²
=>E²=(mc²)²+0
=>E=mc²
তাহলে আমরা আবার আগের সমীকরন ই পাচ্ছি কিন্তু সেটা স্থির বস্তুর ক্ষেত্রে। বস্তুটি যদি স্থির না হয় তবে কিন্তু E=mc² সমীকরনটি প্রযোজ্য হবে না, তখন E²=(mc²)²+(pc)² সমীকরনটি ব্যবহার করতে হবে ।
এজন্যই E=mc² সমীকরনটি অসম্পূর্ন।
আবার, যদি এই সম্পূর্ন সমীকরনটিকে [[E²=(mc²)²+(pc)²]] কোনো ভরহীন কনার উপর প্রয়োগ করি (যেমনঃ ফোটন) অর্থাৎ m=0 তাহলে যেটা দাড়াবে>>
E²=(mc²)²+(pc)²
=>E=pc
অর্থাৎ ভরহীন বস্তুর জন্য শক্তি হবে তার ভরবেগ ও আলোর বেগের গুনফলের সমান।


**আলোর ভর বেগ নির্নয়ের সুত্রঃ p=hv/c, তাই m=0 হলেও p≠0

**m সর্বদাই নিশ্চল ভর

তথ্যসুত্রঃ
>> https://m.youtube.com/watch?v=mkiCPMjpysc
>> Wiki

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ইয়া মা'বুদ! :|

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১১

তানজিলা রহমান বলেছেন: :||

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

মেহে বলেছেন: কয়েক দিন পর এটাও অসম্পূর্ণ বলে প্রমাণিত হবে just wait. lol

৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

হোসেন মালিক বলেছেন: এখানে v কিসের বেগ?

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

তানজিলা রহমান বলেছেন: p=hv/c এর কথা বলছেন? v হচ্ছে গ্রীক লেটার nu যা দিয়ে ফ্রিকুয়েন্সি প্রকাশ করে বেগ না।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

রেজা এম বলেছেন: পুরান কথা আপুমণি !! আপুনি কি আজ জানলেন ?? Quantum Physics টা ঠিক মতো পড়েন !!
সেই IFOS(2010) এক্সাম এর টাইম সুনসিলাম :P
২০০৯ আগস্ট টাইম এই নিয়ে খুব হান্গামা হয় B-) X(

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১১

তানজিলা রহমান বলেছেন: ২০০৯ সালে আমি ৫ম শ্রেনীতে পড়তাম :/
যাই হোক আর্টিকেলটা অনেক আগে ফেসবুকে পাব্লিশ করেছিলাম সেখান থেকেই কপি পেস্ট করেছি কেবল।
আর হ্যা,নিজে জানা এবং অন্যকে জানানোর মাঝে পার্থক্য রয়েছে!

৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনি পিচ্চি হবেন শিওর ছিলাম​, কিন্তু ২০০৯ এ ক্লাস ৫ এক্সপেক্টেড ছিলনা! :|

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২১

তানজিলা রহমান বলেছেন: পিচ্চি এর কি আছে আমি ক্লাস ১১ এ পড়ি B:-)

৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ক্লাস ১১ এ থাকাকালীন সময়ে আমার একা একা বাসা থেকে বেরোতেও ভ​য় লাগতো :-&

২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৯

তানজিলা রহমান বলেছেন: আপনি ভীতু ছিলেন :P

৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

দরবেশমুসাফির বলেছেন: বিজ্ঞানের সকল সুত্রই অসম্পূর্ণ। E²=(mc²;)²+(Pc)² ও অসম্পূর্ণ। কোন অর্থে অসম্পূর্ণ সেটা আশা করি আপনি জানেন।
বাই দা ওয়ে আমি আপনার থেকে ১ বছরের সিনিওর কিন্তু আমাকেও পিচ্চি অভিধায় ভূষিত করা হয়ে থাকে। কবে যে এইসব বৃদ্ধ লোকদের মতিগতি ঠিক হবে কে জানে।

২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৮

তানজিলা রহমান বলেছেন: :P :) নিজেদের অনেক বড় ভাবে :/

৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আমাদের সম​য়ে ঐ ব​য়সে ভীতু হওয়াই নরম্যাল ছিল​ /:)

২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

তানজিলা রহমান বলেছেন: ঐ বয়স মানে? ক্লাস ১১ এ কি ছোটরা পড়ে নাকি! -_-

৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
২০০৯ এ ক্লাস ৫ সাউন্ডস ছোট :)

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

তানজিলা রহমান বলেছেন: :P

১০| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

উদাসী স্বপ্ন বলেছেন: এতো দেখি পিচকি!

কিন্তু পুস্ট সুস্বাদু হইছে!

১১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

রক্তিম দিগন্ত বলেছেন: পিচ্চি হলেও বিজ্ঞানের প্রতি আগ্রহ আছে দেখে ভাল লাগলো। আপনার সাথে ইনশাল্লাহ্‌ ব্যস্ততা কম থাকলে কথা হবে এসব নিয়ে।

১২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

নীলসাধু বলেছেন: আমি বুড়া মানুষ। এসব কবে কি পড়েছিলাম সব ভুলে গেছি!! :D
আবার জানা হল। অবশ্য তেমন কিছু বুঝিনি! :(


শুভেচ্ছা রইলো। ভালো থাকুন তানজিলা রহমান

১৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

গেম চেঞ্জার বলেছেন: এইগুলা ২০০৮-৯-১০ এ ভাবতাম। এখন আর ভাবি না। টাইম নাই। এখন কোডিং দিয়া মাথাডারে ফাটাই। ;)

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

তানজিলা রহমান বলেছেন: কোডিং :(

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

ঈশান আহম্মেদ বলেছেন: আমি অনেক আগে থেক্কাই এইটা জানি ।যদিও আমি এইখানকার সবার থেকে মনে হয় পিচ্চি।সবে ক্লাস ১০ এ পড়ি।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

তানজিলা রহমান বলেছেন: পিচ্চি :P

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

তাল পাখা বলেছেন: লেখক বলেছেন: :P :) নিজেদের অনেক বড় ভাবে।

তানজিলা রহমানের মনের অবস্থা দেখে কষ্ট লাগছে সাথে হাসিও পাচ্ছে।
ভাই ইমরাজ কবির মুন ছোট্ট বোনটি আমার খুব কষ্ট পাইছে। আপনি সরি বলুন ভাই।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

তানজিলা রহমান বলেছেন: :/

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

জে.এস. সাব্বির বলেছেন: আপুকে ওভারস্মার্ট মনে হচ্ছে ।চুনেন , ক্লাস ১১তে বুড়িরা পরেন না ,বাচ্চারাই ।এখানে অনেক বড়দের পথচলা ,সো বি কেয়ারফুল ।
[একটা কথা ,এই সাবধানটা আমি করছি কারণ আমিও বাচ্চাদের মধ্যে গন্য ।বিঞ্জরা তাদের অঞ্জতার জোরেও এনিয়ে ডিবেট করতে আসবে না ।আমি বাচ্চা তাই করছি]

১৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

হোসেন মালিক বলেছেন: এই মেয়ে কলেজে পরে? তাও ফাস্ট ইয়ারে? বাচ্চা মেয়ে
আমি ভাবলাম ভার্সিটিতে পিওর ফিজিক্সে শেষ বর্ষের স্টুডেন্ট , পোস্ট পরে সেই রকমই মনে হয়েছিলো
মনে মনে প্রেম করার কুসুম কুসুম কল্পনাও এসেছিলো
ধুর বাল

১৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯

খেপাটে বলেছেন: আমি তো ভাবছিলাম আমাদের ভার্সিটির স্টুডেন্ট, ,,, ঢাবির পুলাপান এসব নিয়াই দিন কাটায় ত

১৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৫

রুদ্র জাহেদ বলেছেন: যাক চালিয়ে যান... :-B

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৮

আজমান আন্দালিব বলেছেন: জ্ঞানী পোস্ট।

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫৭

ফুয়াদ আল আবীর বলেছেন: পিচ্চিদের কমেন্ট পড়ে পিচ্চি হইতে মন চায়...!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.