![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জন্মসূত্রে মানুষ , সৃ্ষ্টির অনন্ত কাল থেকে ভিন্ন কিছু উদ্ভাবনের প্রচেষ্টায় আছে মনুষ্য জাতি ।প্রতিটি মানুষই চায় নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে ।নতুন প্রজন্মের এই প্রচেষ্টায় আমরা সকলে অ্ঙ্গিকার বদ্ধ ।
সরল সীমা রেখায় বদ্ধ জীবন ক্ষীণ গতি সম্পন্ন ও স্বাদহীন হওয়াই একাকিত্ত নামক দমকা হাওয়াই সেই সরল পথ চলাকে চরম ভাবে নিয়ন্ত্রনহীন ও পথ ভ্রষ্ঠ করে তোলে । সরল সীমা রেখায় বদ্ধ জীবন মিশ্র অনুভূতিতে অবরুদ্ধ থাকায় এর সঠিক সমীকরণ খুজে না পাওয়ায় জীবন সীমা জটিল থেকে আরও জটিলতায় রুপ নেয় । দিশেহারা ও সিদ্ধান্তীনতার ফলে মনোস্তাস্তিক ভাবে বিপর্যয় ঘটায় ধৈর্য শক্তি একটা সময়ে আয়ত্বহীন হয়ে পরে । যার ফলশ্রুতিতে পারিবারিক ও পারিপার্শিক সম্পর্কের ওপর নিন্দনীয় আঘাত হানে । এমন একটা সময়ে মানুষ তাদের চাওয়া-পাওয়ার মত ব্যাপারে বিচ্ছিন্ন হয়ে পড়ে । প্রতিটা সময়েই মানুষের জীবনের রং বদলায় আর এই মুহূত্ব গুলোর অবমূল্যায়ন করেই মানুষ জীবনে একাকিত্তের মত যন্ত্রনাকে আমন্ত্রন করে আনে !! এমন একটা সময় হইত সব প্রকৃতির মানুষের জীবন কালে , কালো এক দমকা হাওয়ার মত সময়ের চাদরে মোড়ো কষ্টের ঋতু বয়ে যায় । এলোমেলো করে দিয়ে যায় জীবনের প্রতিটি পাতাকে আর পড়ে থাকে জীবনের না চাওয়া খড়-খুটো । সরল সীমা রেখায় বদ্ধ জীবন বা জটিল মানুষে ঘেরা জীবন কোনটাই মানুষের জীবনকে পরিপূর্ণতা দিতে পারে না , যতক্ষণ না জীবনকে চালনা করার জন্য জন্ম নেয় বা অবস্থান ঘটে কোন অস্তিত্বের ।
©somewhere in net ltd.