![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জন্মসূত্রে মানুষ , সৃ্ষ্টির অনন্ত কাল থেকে ভিন্ন কিছু উদ্ভাবনের প্রচেষ্টায় আছে মনুষ্য জাতি ।প্রতিটি মানুষই চায় নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে ।নতুন প্রজন্মের এই প্রচেষ্টায় আমরা সকলে অ্ঙ্গিকার বদ্ধ ।
প্রাসাদ বা অট্টালিকায় নয় ছোট্ট মাটির ঘরে কপির বাতির আলোতে দেখবো তোর মুখো খানি !!
শুধু দু'হাত ভরি ভালোবাসা দিও আর পরাণ ভরি পান করিও মোর প্রেমময় আখিঁ জল খানি !!
আঁধারও চন্দ্রিমায় জায়গা করিয়ে নিও আমার চিবুক তলে !!
শুনে নিও ওগো তোমায় না বলা শব্দহীন নির্বাক প্রেমিকের আর্তনাদ ।
ভালো নাই বাসিও শুধু এক ফোটা অশ্রু উৎস্বর্গ করিও এই তৃষার্ত প্রেমেরও নামে ।
হ্যা আমি প্রেমিক এই সমাজের র্জীর্ণতায় ঠাষা শুধু এক মুঠো ভালোবাসা ভিক্ষারী !!
শত বছর পুরোনো ভালোবাসা , শুদ্ধ ভালোবাসা ভিক্ষারী আমি!!
একটাই চাওয়া একটু ভালোবাসা দিও ফুটিয়ে খাবো হৃদয় ভোরে খাবো !!
শুধু একটা বার নিভৃতে আঁখি মেলে পাঁজরে মাথা রেখে বলিও , আমি যে সেই আমি ,
শুধু তোমারি !!!
©somewhere in net ltd.