![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জন্মসূত্রে মানুষ , সৃ্ষ্টির অনন্ত কাল থেকে ভিন্ন কিছু উদ্ভাবনের প্রচেষ্টায় আছে মনুষ্য জাতি ।প্রতিটি মানুষই চায় নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে ।নতুন প্রজন্মের এই প্রচেষ্টায় আমরা সকলে অ্ঙ্গিকার বদ্ধ ।
চলতি পথে কতই না , নানান রঙের মানুষ মেলে , চোখে দেখা যাই । একটু কাছে গেলেই মনের রঙেরও দেখা মিলে !! কিছু মনের রঙের সাথে জীবনের বৈসাদৃশ্য দেখতে পাওয়া যায় । প্রতিটা পদক্ষেপই জীবন মানুষকে নতুন করে নতুন কিছু শেখায় । ভাবনার সীমাও যে খুবই ক্ষীণ জীবন আজ শিখিয়ে দিলো । যাইহোক , প্রতিটা মুহূত্বের মূল্যটা অনেক , নির্ভর করে মুহূত্ব গুলো আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন । নিজেকে জীবনকে আর জীবনের প্রতিটা দামী মুহূত্ব গুলোর মূল্য বুঝতে শিখলেই জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায় । কোন কাজ/সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বেই সেই অবস্থানে গিয়ে আগে ভালো-মন্দের বিচারটা করুণ সব কিছুই ভালো হবে । অবশ্যই স্বার্থপর হন , না হলে অবিশ্বাসের পায়ের নিচে দুমড়ে মুচড়ে আপনার সত্যের মৃত্যু নিশ্চিত । জীবনের কাছে বেশি কিছু আশা করবেন না , জীবনকে অল্পতেই তুষ্ট রাখুন !! মনকে শেকলে বাঁধা সেই বোকা পাখির মত বদ্ধ করে রাখুন , নিশ্চিত ভালো থাকবেন ।
আজ প্রভাতের সূর্যালো পৃথিবীর সকল মানুষের মনকে আলোকিত করুক , পৃথিবীর প্রতিটা মানুষ ভালো থাকুক , শুধু এতটুকুই কামনা করি
©somewhere in net ltd.