![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা জন্মসূত্রে মানুষ , সৃ্ষ্টির অনন্ত কাল থেকে ভিন্ন কিছু উদ্ভাবনের প্রচেষ্টায় আছে মনুষ্য জাতি ।প্রতিটি মানুষই চায় নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে ।নতুন প্রজন্মের এই প্রচেষ্টায় আমরা সকলে অ্ঙ্গিকার বদ্ধ ।
জীবনের প্রতিটি নতুন পাওয়াই এক আলাদা স্বাদ একটা আলাদা আমেজ তৈরি করে ।মানুষ সেটা প্রাণপণে উপভোগের নেশায় আপ্লুত থাকে ।একটু খুশিতেই পৃথিবীর আর সব না পাওয়া আর হারিয়ে ফেলার কষ্ট গুলো সমসাময়ীক ভাবে হলেও ভুলিয়ে দেয় ।
আমরা সব সময় বলি জীবন তো একটাই , আর এই একটা জীবনে খারাপ/ব্যার্থতার দিক গুলোকে নিয়ে ভাবতে গিয়ে বোকার মত এই সংক্ষিপ্ত জীবনের অধিকাংশ মূল্যবান সময় টুকুই নষ্ট করে ফেলি ।
আমি বলি কি,তুমি যেখানে যে অবস্থানেই আছো সেটাকে একটু পরিচ্ছন্ন করেই দেখো জীবনটা কতটা সুন্দর । নিজেকে ভালো রাখার কারণ যদি নিজের চাহিদা হয় আর তাতে যদি তুমি ব্যার্থ হও তাহলে সেই উপায়কে একে বারেই বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার প্রচেষ্টা চালিয়ে যাও আর এর সামান্য সফলতাই মনের ওপর এক বিরাট প্রশান্তি বয়ে আসবে এবং সেটা সুনিশ্চিত
©somewhere in net ltd.