নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনার অতলে কল্পনাতে বসবাস !!\n

তন্ময় সরকার (কল্পপ্রেমিক)

আমরা জন্মসূত্রে মানুষ , সৃ্ষ্টির অনন্ত কাল থেকে ভিন্ন কিছু উদ্ভাবনের প্রচেষ্টায় আছে মনুষ্য জাতি ।প্রতিটি মানুষই চায় নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করতে ।নতুন প্রজন্মের এই প্রচেষ্টায় আমরা সকলে অ্ঙ্গিকার বদ্ধ ।

তন্ময় সরকার (কল্পপ্রেমিক) › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধা !! বিনম্রতা !!

২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৯

স্বাধীনতা মানেই সাজসজ্জা আর দলে দলে সংগঠনের মিছিল মিটিং ?? মন থেকে কত জন শ্রদ্ধা !! বিনম্রতার সাথে ফুল দিতে যাই ?? যেই মানুষ গুলো সত্যি কারের পরিবার-পরিজন হারিয়েছে তারাও ৩৬৪ দিন বেশ ভালোতেই বাস করে । -_-

বিশেষ একটা দিনে কেনো ??? বাকি দিন গুলোতে শ্রদ্ধা !! বিনম্রতা !! কোথাই হারিয়ে যাই । প্রতিটা দিনই আমরা বাংলায় কথা বলি । বাংলা আমাদের রক্তের সাথে মিশে আছে । শ্রদ্ধা বা বিনম্রতা বোধটা আমাদের সেখান থেকেই আসা উচিত প্রতিটা মুহূত্বে ।

প্রতিটা বিশেষ দিনেই উপচে পড়া ভিড় থাকে স্মৃতিসৌধে , শহীদ মিনারে !!
আর বাকি ৩৬৪টা দিনের কথা কি বলবেন????

প্রতিটা মানুষই তাদের স্বচেতনা থেকে দেশের প্রতি ভালোবাসা দেখাতে চান !!
আসুন নিজ জায়গা থেকে প্রতিদিন একটা ভালো কাজ করি ও একটা মানুষকে উৎসাহিত করি । ভেবে দেখবেন এই ষোল কোটি মানুষ বিশেষ দিন সহ ৩৬৫ দিনে দেশের ও জাতির রুপটাই বদলে দিতে পারবে ।প্রতিবেশি দেশগুলোর কাছে আর জিম্মি হয়ে থাকতে হবে না আমার সোনার বাংলাকে ।

সত্যি কারের বাংলার সুবিশাল দেশে তৈরি হবে আমাদের সোনার বাংলাদেশ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.