![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছু বলি না মুখে মুখে। বলি লিখে লিখে।
এই কাব্য আরেক বিরোধীচক্র ।
যাচ্ছে বিজয়পূর্ব ‘চৌদ্দ-বারো’ উপত্যকায়...!
আর আমি ‘কবি’ এখানে এখনো চিন্তাভগ্ন,
যেখানে আস্তে আস্তে ধনাঢ্য হতে যাচ্ছে বুদ্ধিখরচে-রা ।
তখনো বিক্ষিপ্ত থাকি আমি আর আমরা
ইতিহাসের হাসাতে থাকা উপহাসে,
যদি সেখানে একটু ভাসতো কান্নার ফোয়ারা ।
অবজ্ঞা করি... মুখর ‘কলাম-নিবন্ধ’,
অপমান করি... সব চ্যানেলবন্দি আতিথেয়তা ।
তবুও ‘ভোঁতা’
আমাদের কলমচারীতা
থাকবেনা অবরুদ্ধ ।
©somewhere in net ltd.