নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাবতীয় কিছু তানশাদীয়...মানে - আমি নিজে যা বলি সেগুলাই এক একটা Quotation, এক একটা কবিতা, এক একটা Status. ব্যস। এই তো। আর কি?

যাবতীয় তানশাদীয়

সবকিছু বলি না মুখে মুখে। বলি লিখে লিখে।

যাবতীয় তানশাদীয় › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা - পুরুষালী... (তানশাদ)

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪৯

***
সব ছেলেই 'পুরুষ' হয়ে ওঠে একদিন না একদিন...।


যদি আয়ুষ্কালে থাকে অন্ততঃ তিরিশ।

যদি একটা চাকরি বাঁচে দুনিয়া'র কার্যদিবসে।


যখন গোঁফ-দাড়িরা আরেকটু পোক্ত হয়,

'টাক' পায় না সামিয়ানা,

অপূর্ব যে সময়টাতে ঠিক-ঠিক মানিয়ে যায় 'ভুঁড়ি'-ও।


বলতে গ্যালে কখনো ফুরায় না -

সে এক বিরাট 'খানদানী সাইন'...!


যাদের হরমোন দ্বিধাগ্রস্থ,

তারা ব্র্যান্ডেড ঘড়ি নিয়ে সেড়ে ফেলে ব্যক্তিত্বের সাজ।

আর সেখানে 'সর্ববিদ্যাবিশারদ'রূপী চশমাটাও খুব মানিয়ে যায়,

যেখানে 'অ্যাটিটিউড' সামলে নেয় 'প্রাক-উপসংহার'।


এত্তকিছু লাগেনা,

যদি একটা 'মেয়ে' মাথায় ঘোরে।

যে ব্যস্ত মোবাইল-বোতামে,ছেলেটার খোঁজ নিতে।

যে ন্যাস্ত নিজের রুমে,তাদের স্বপ্ন নিয়ে,

ফেলে রেখে চুলা-বটি'র সংসার,

যখন গোটা পরিবার যার যার গপ্পে।


সব মেয়ে 'মেয়ে'-ই থেকে যায় ঐ একটা ছেলের জন্যে।
[ আর তখনো 'ছেলে'টা 'পুরুষ' হতে ছোটাছুটি করে,
তবুও 'মানুষ' হতে পারে না - 'মানুষের মতন'! ]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৪

হোদল রাজা বলেছেন: দারুন !!!

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৮

যাবতীয় তানশাদীয় বলেছেন: উফফ! ;) ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.