![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছু বলি না মুখে মুখে। বলি লিখে লিখে।
কোথায় য্যানো পড়সিলাম, মনে নাই। তারপরেও চারপাশে ঘটে যাওয়া কিছু কঠিন-বাস্তবতার সাথে মিলে যায়।
১) " শূকর-এর বাচ্চা নাকি দাঁত বড় হলে সবার প্রথমে তার বাপের পাছায় কামড় দিয়ে পরখ করে দ্যাখে যে দাঁতে ধার আছে কি না?! "
২) " কুকুরে কামড় দিলে এখন আর কুকুরকেও কামড়ানোর প্রশ্ন ওঠে না, বরং আশেপাশে লাঠি থাকলে সেই লাঠি দিয়ে কুকুরের গায়ে জোড়ে একটা বাড়ি দিতে হয়। "
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৯
ভ্যাম্পায়ার রনি বলেছেন: অনেক পুরান প্রবাদ