![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছু বলি না মুখে মুখে। বলি লিখে লিখে।
[ পবিত্র 'ঈদ-উল-ফিতর' উপলক্ষ্যে অনেকেই তো কতো গল্প-উপন্যাস-ফিচার-কলাম-নিবন্ধ লেখে, কতো গান গায়, একে ঘিরে কতো অভিনয়-ডিরেকশন! সে যাই হোক না ক্যানো... আমার ব্লগের জন্য আমারই একটি ভিন্নধর্মী প্রচেষ্টা। সবাইকে "ঈদ মুবারক"। ]
আকাশ-টা কতোদূরে, উঁচুতে
দেখে দেখে যাও ।
যে মাটিতে দাঁড়িয়ে তুমি
সেদিকে একটু তাকাও ।
এখনো শুনতে পারো,
নিঃশ্বাস-ও আছে
তবু চলতে পথ হারাও ।
এসবের মালিক আছেন, খুব কাছে
তবে হাত-টা বাড়াও ।।
ইয়া রাহীম, ইয়া কারীম, ইয়া রাব্বী, আযীযুল গাফফার
ইয়া খালিক, ইয়া মা-লিক, আল্লাহু আকবার ।
©somewhere in net ltd.