![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছু বলি না মুখে মুখে। বলি লিখে লিখে।
কর্কশ বায়োস আর শকুন-শাবক
ঠুকরিয়ে খায় জীবন্ত লাশ।
তাদের উৎসবের কথা -
এখানেই থাক...।
"বলবো মুখে ঘৃণা নিয়ে
রাঙাবো চোখ রক্তসাজে
জারজ-সন্তান সেই জানোয়ার
ঝলসে যাক নরকের দেহে।"
দেখবো না হায়েনার হিংস্রতা
উদরপূর্তি যেন লোভের নেশায়।
এখানে থাকুক আজ -
এসব কথা...।
"বলবো মুখে ঘৃণা নিয়ে
রাঙাবো চোখ রক্তসাজে
জারজ-সন্তান সেই জানোয়ার
ঝলসে যাক নরকের দেহে।"
২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর বিদ্রহ কবিতা । ভাল লেগেছে ।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: ঝলসে যাক নরকের দেহে! ঝলসাবেই