নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে মানুষ টার আশা ছিল কবি হবার, তাইতো আজও স্বপ্ন দেখে শিকল ভাঙ্গার, বাকি জীবন বাউল হয়ে পথে হাটার ।

তানভীর আহমেদ সম্রাট

যদিও এখন শীতকাল, তাই বলে কি বসন্ত খুব বেশী দূরে!

তানভীর আহমেদ সম্রাট › বিস্তারিত পোস্টঃ

হুমায়ুন আহমেদের কিছু ভালো বইয়ের নাম

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৬


আজ হুমায়ুন আহমেদের মৃত্যু বার্ষিকী। যেহেতু তিনি একজন লেখক তাই তার মৃত্যু বার্ষিকীর এই দিনে তার কিছু ভালো রচনা নিয়ে আজ আলোচনা করবো।

হুমায়ুন, আমাদের প্রজন্মের কাছে যে কতটা জনপ্রিয় তাকে নিয়ে মানুষের আবেগ দেখলেই সেটা বুঝা যায়। যদিও হিমু আর মিসির আলীর ভীরে তার অন্য রচনাগুলো অনেকটাই আড়ালে পড়ে যায়।
হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্তের জন্য বেশ কিছু ভালো সায়েন্স ফিকশন রচনা করে গেছেন। অন্য কিছু না লিখে তিনি যদি শুধু সায়েন্স ফিকশনই লিখতেন সেটাও একজন লেখকের জন্য যথেষ্ট ছিল। তার সায়েন্স ফিকশন গুলোর মধ্যে, তোমাদের জন্য ভালোবাসা, তারা তিনজন, ইরিনা, কুহক, ফিহা সমীকরন, শূন্য, ইমা, অনন্ত নক্ষত্র বীথি, ওমেগা পয়েন্ট, নিশাদ, অন্য ভ্যবন, দ্বিতীয় মানব উল্লেখযোগ্য।

ভুত প্রেত নিয়েও তার বেশ কিছু মজার বই আছে, বোতল ভূত, ভূত ভূতং ভূতৌ, ভয়, একি কান্ড, চেরাগের দৈত্য এবং বাবলু, বোকাভু, কানী ডাইনী, ভূতসমগ্র, মজার ভূত, ভয়ংকর ভূতুড়ে, অতিপ্রাকৃত, নির্বাচিত ভূতের গল্প, ভূতমন্ত্র প্রভৃতি।

ছোটদের জন্য হুমায়ুন আহমেদ রচনা করেছেন বেশ কিছু ভালো মানের শিক্ষণীয় বই, যেমন- নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগ, ছোটদের সেরা গল্প, পরীর মেয়ে মেঘবতী, তোমাদের জন্য রূপকথা, কালো জাদুকর, কাক ও কাঠগোলাম, ছোটদের জন্য এক ব্যাগ হুমায়ূন, বোকা রাজার সোনার সিংহাসন, নীল মানুষ, কুহুরানী , হলুদ পরী , বনের রাজা প্রভৃতি।

যদিও মুক্তিজুদ্ধ নিয়ে তার লেখা সেরা উপন্যাস জোছনা ও জননীর গল্প। তবুও আগুনের পরশমনি, সৌরভ, শ্যামল ছায়া, অনিল বাগচীর একদিন, ১৯৭১ এই উপন্যাস গুলিও কম ভালো না।

হুমায়ুন অসংখ্য প্রেমের উপন্যাস লিখেছেন, যারমধ্যে প্রথমেই হয়তো আসবে, “নবনী”, “তুমি আমায় ডেকেছিলে এক ছুটির নিমন্ত্রনে” আর “আয়না ঘর” এর নাম। হুমায়ুনের উপন্যাস নিয়ে এতো চলচিত্র হয় অথচ এই গল্পগুলি কারো নজরে পরেনা!

ক্লাসিক্যাল লেখা হুমায়ুন আহমেদ লিখেন নি যারা এই অপবাদ দিতে পছন্দ করেন, তাদের বলবো অচিনপুর, নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার উপন্যাস গুলি একটু পড়ে দেখতে।

ছোট গল্পে হুমায়ুনের দক্ষতা সম্পর্কে যারা অবগত নন তারা “প্রিয়তমেসু”, “চোখ”, “আয়না” অন্তত এই তিনটি গল্প পড়ে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে, একটি নীল বোতাম, রুপা, বুড়ী, পিপড়া, কুকুর, একজন সুখি মানুষ, জুয়া, জীবন জাপন, সে, খেলা, কল্যাণীয়াসু, নিমধ্যমা, শিকার, অসুখ, খালক, ফেরা, সাদা গাড়ি, অসময়, পাপ ইত্যাদি গল্প গুলি পড়ে দেখতে পারেন।

পরিশেষে হুমায়ুন আহমেদের সেরা উপন্যাস “কবি” নিয়ে দুটি কথা বলি, বাংলা সাহিত্তের শ্রেষ্ঠ ঔপন্যাসিক তারাশঙ্কর “কবি” নামে তার বিখ্যাত উপন্যাসটি লিখেছেন। এরপরেও হুমায়ুন আহমেদ সাহস করে একই নামে তার সেরা লেখা লিখতে সাহস করেছেন, এথেকেই বোঝা যায় তিনি কবির ব্যাপারে কতটা আত্তবিশ্বাসী ছিলেন !

হুমায়ুন তার লেখার মাধ্যমে বেচে থাকুন আরো বহুদিন এই কামনা করি…

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৪

শাহ আজিজ বলেছেন: ১৯৭৭ সালে হোস্টেলে (এখন শাহনেওয়াজ হল) নন্দিত নরকে পড়ে মনে হল এসব নিয়েও গল্প লেখা যায়। ভাল লাগলো । হুমাউন তখনো বিখ্যাত কেউ নন। তার ছোট ভায়ের সাথে আড্ডা মারি কিন্তু জানিনা আহসান হুমায়ুন আহমেদের ভাই। ক্রমশ হুমায়ুন মঞ্চে উঠলেন । আমার মেয়েকে দুই ভাইয়ের ৩৫০ খানা বই কিনে দিয়েছি । জীবিত কোন লেখকের সফলতা কি পাঠকের সংখ্যায় কি অর্থ বিত্তে কি হিংসায় , উপভোগ করেছেন হুমায়ুন । কেয়ারলেস হুমায়ুন ভাইকে স্যালিউট ।

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১২

তানভীর আহমেদ সম্রাট বলেছেন: নন্দিত নরকে তার সেরা লেখা গুলির মধ্যে একটা। আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।

২| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫০

মোস্তফা সোহেল বলেছেন: হুমায়ূন স্যারের অনেক বই এখনও পড়া হয় নাই।

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৪

তানভীর আহমেদ সম্রাট বলেছেন: তার ভালো বই গুলি একটু খোজ করে পড়ে নিলে আশা করি নিরাশ হবেন না।

৩| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১১

রমিত বলেছেন: সুন্দর লিখেছেন।
হুমায়ুন আহমেদ-এর 'নন্দিত নরকে' পড়ে অভিভূত হয়েছিলাম।
আবেগ আপ্লুত হয়েছিলাম উনার রচিত 'সবাই গেছে বনে' পড়ে।
সেই যে হুমায়ুন ভক্ত হলাম, আর নড়লাম না।
কি নিয়ে লেখেন নি বলেন তো? প্রেম, ফিলোসফি, সামাজিক দোষ-ত্রুটি-জটিলতা, সায়েন্স ফিকশন, মুক্তিযুদ্ধ, সাইকোলজি, কৌতুক, কবিতা, গান, নাটক, সিনেমা, আরো কত কিছু!
শক্তিমান ও জনপ্রিয় এই লেখককে স্যালুট।

২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৮

তানভীর আহমেদ সম্রাট বলেছেন: রমিত দা, হুমায়ূনের লেখার মান নিয়ে অনেকেই কথা বলে। হয়তো তাকে ছোট করে কিছুটা আনন্দও পায় ! কিন্তু দুই বাংলার অগনিত তরুন তরুনীর হাতে বাংলা উপন্যাস পড়ার আগ্রহটা নতুন করে তৈরি করেছেন তিনিই। আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.