![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উমর ফারুক নামের এক ভাইয়ের ওয়ালে পেলাম ছবিটি! থমকে গেলাম! এমন না যে এগুলো খুব নতুন কিছু! এখনো রিকশায় বসে কাজের মানুষকে পায়ের কাছে বসিয়ে নিতে দেখি! তবুও কষ্ট হয়! কতোটা খেতে পারতো এই ছোট্ট মেয়েটি? ওইটুকুন পেটে কতো হাজার টাকার খাবার আটতো? একটি শিশুকে পাশে বসিয়ে খাওয়াতে লজ্জা হতো? তার কোলে নিজের বাচ্চাকে দিতে লজ্জা হয় না? তাকে দিয়ে ঘরের সব কাজ করাতে লজ্জা হয় না? দামী রেস্টুরেন্টে নিয়ে গিয়ে না খাইয়ে বসিয়ে রাখতে লজ্জা হয় না? হায়রে বড়লোক! তোদের চেয়ে রাস্তার ফকিরও অনেক বড় মনের হয়! তারা খেতে বসলে ফুটপাতের নেড়ি কুকুরটাকে দু'মুঠো দিয়ে খায়! ছিঃ! কতোটা নীচ আর ছোট মন আমাদের! দু'মুঠো খাবার আর ক'টা টাকা বেতনের জন্য কোন দূরের গ্রাম থেকে শিশুটি কাজের জন্য এসেছে! সংসারের ঘানি টানতে না পারা বাবা মা কতো বেদনায় এমন ফুলের মতো মেয়েটিকে কাজে পাঠিয়েছে! কী দুঃখ শিশুটির মুখ জুড়ে! হয়তো মনে পড়ছিলো ওর মায়ের কথা! মা কতো আদরে সামান্য পান্তাভাত ও মুখে তুলে খাওয়াতো! আর কী ভাবছিলো শিশুটি! গালি দিচ্ছিলো না এই নিষ্ঠুর সমাজকে!? ঘৃণা ছিলো কতোটা ওর ছোট্ট মনে!?
কী সীমাহীন লজ্জা'র এই ছবিটি! দু'চোখ বেয়ে পানি গড়াচ্ছে লিখতে গিয়ে? কেমন করে পারি আমরা!? কেমন করে!?
ওরা যদি কখনো আমাদের মুখে থুতু দেয় খুব কী দোষ দেয়া যায়!? আমরা মানুষ নামের প্রাণী থেকে কবে সেরা জীব মানুষ হবো! আদৌ হবো কী!?
২| ৩১ শে মে, ২০১৬ রাত ৮:০০
সুমন কর বলেছেন: কী সীমাহীন লজ্জা'র এই ছবিটি!
৩| ৩১ শে মে, ২০১৬ রাত ৮:২৭
কুব্বত আলী বলেছেন: কেদে লাভ নেই,চোখের পানি ফেলে দিলে খুব সহজেই মনে যে বিষয় নিয়ে কাদার জন্য আগ্রহ হয়েছিল ও চোখ পানি ঝরিয়েছিল তা ভুলে যাওয়া হয়,আর পানি না ঝরিয়ে যদি বুকে কস্ট চাপিয়ে রাখা যায় এটাই ভালো, কারন এতে মনে থাকে তার কথা যার জন্য কাঁদতে ইচ্ছে হয়েছিল,
এখন মনে অবশিষ্ট রইলো কস্ট এই কস্ট দূর করতে জুরে জুরে হাঁসুন দেখুন কান্নাটা কিভাবে বেরিয়ে যায়, ও হাঁসা কিভাবে অসম্ভব হয়ে যায়,,
এখন যেমন চোখের পানি বের হলোই ঠিক তেমন দুনিয়ায় যা হওয়ার তা হবেই,
নিশ্চয় এমন একদিন আসবে যেদিন তারা খাবার পাবে, আর যারা তাদের খাওয়িয়েছিলনা নিজেরা খেয়েও, তারা থাকবে না খেয়ে,
এটা হবে তাদের প্রতিশোধ, এটাই পরকালের কথা স্বরন করিয়ে দ্যায়, যারা আমাদের ও গরিবদের বর্তামানে কান্নার কারন, তাই পরকাল বিশ্বাস করুন, দুনিয়াতে এসব পশুদের বিচার সাধারনত হয়না,, হয়না,, হয়না,, এবং হয়না,,, আসুন কিছু বলতেও পারছিনা ও সইতেও পারছিনা, তাই যে মালিক আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, পরিক্ষা করতে, সে মালিকের কাছে বিচার দিয়ে কস্টটা সাময়িক ভাবে দূর করি ও নিজেরা শিক্ষা গ্রহন করি,,, ইমান ঠিক রেখে ইসলামের কথা স্বরন করি, ও যাকাত প্রদান করি অনাহারীকে আহার করাই ও আল্লাহর শুকরিয়া আদায় করি, ধন্যবাদ
৪| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:১২
বাংলার জামিনদার বলেছেন: টাকা পয়সা হলেই আর মানুষ থাকেনা, হয়ে যায় বড়লোক। কারন ঈশ্বর তাদের পক্ষে।
৫| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:৫০
বিপরীত বাক বলেছেন: বাংলা জাত তো।
জনমের কাংগাল
৬| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৩:০৭
বন্দী কন্ঠস্বর। বলেছেন:
ভাবছেন শিশুটির কী হয়েছে তাই না ?
না শিশুটির কোন অসুখ হয়নি বা এতিমও নয়। তার সামনে যে দরজাটা দেখছেন ওই বাসায় ওর মা কাজ করে। তবে শর্ত হলো তার ওই ১.৫ বছরের মাসুম বাচ্চাটাকে বাসার বাইরে রেখে আসতে হবে। এটা প্রতিদিনের রুটিন। মায়ের জন্য অপেক্ষা করতে করতে ক্ষুধার্ত শিশুটি তার ক্লান্ত শরীরটাকে এভাবে লুটিয়ে দিয়েছে।
বিষয়টি জানার পর একজন বিবেকবান মানুষ হিসেবে কেমন লাগছে আপনার ?
Md Fourkan এর ফেসবুক থেকে।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: এটি আমাদের সমাজের অহরহ ঘটে যাওয়া কিছু বঞ্চনার প্রতীক মাত্র। সত্যি লজ্জাজনক।
যারা এই ঘটনা গুলো ঘটায় তারা শিক্ষিত! দুঃখটা এই জন্যে বেশি!
তবে এরা যে স্বশিক্ষিত নয় এটা প্রমানিত!
ছিঃ
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের মানুষকে ক্রমেই অন্যদেশে পাঠিয়ে দিতে হবে; বিদেশে এরা ভালো থাকুক; এরা দেশকে বসবাসের অযোগ্য করে ফেলছে।
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: জয়, তারেক, জামাতি ধন কুবেরদের টাকা বাজেয়াপ্ত করে এদের প্রতি পালনের জন্য ট্রাস্টি গঠন করা উচিত।
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:০৬
অতৃপ্তচোখ বলেছেন: ওরা মানুষ নামে কলঙ্ক। ওরা জানোয়ার হওয়ারও যোগ্যতা হারিয়ে ফেলেছে। ওদেরকে বড় লোক বলি না আমি। বড়লোক শুধু টাকা পয়সা অর্থ সম্পদেই হয় না বড় একখান মনও লাগে ,লাগে বিবেকও। ওই সব কুত্তাদের আমি মানুষই ভাবি না। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে ঐটুকুন মেয়েটির কাছে। হে খোঁদা তুমি এগুলো মানুষরূপী জানোয়ারদের কেন দেখো না ,কেন শাস্তি দাও না ,কেনই বা রেখেছো বাঁচিয়ে .......
মানুষ নামের প্রাণী থেকে মানুষ হয়েই মরতে চাই....
১১| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনি বাংলার সবচেয়ে দু:খজনক ছবিটা পোস্ট করার পর থেমে গেলেন কেন?
আপনার দেয়া এই ছবিটা আমি হয়তো পোস্ট দেবো একদিন!
১৭ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৭
তপোবণ বলেছেন: আমি ধন্য হবো যদি আপনি ছবিটা পোস্ট করে কিছু লিখে দেন। যদি কারো বিবেক জাগ্রুত হয়, যদি বুঝতে সক্ষম হয় মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার।
১২| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০১
খায়রুল আহসান বলেছেন: এ ছবিটা দেখে একজন মানুষ হিসেবে নিজে লজ্জিত হ'লাম। হায় মানবিকতা!
মেয়েটাকে এভাবে পাশে অভুক্ত বসিয়ে রেখে কিভাবে তারা পারলো নিজের পেটে কিছু দিতে?
মেয়েটার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামীন যেন দ্রুত মেয়েটির একটা সুব্যবস্থা করে দেন, যেন তাকে এই পিশাচদের ঘরে আর কাজ করতে না হয়। তার ক্ষন্নিবৃত্তির ব্যবস্থা যেন সে নিজেই করতে পারে। আর এই দুর্ব্যবহার সবর এর সাথে সহ্য করার পুরস্কার হিসেবে আল্লাহ যেন তার সকল অভাব দূর করে দেন!
এই পোস্টে মেয়েটির জন্য পাঠকদের সহানুভূতি দুর্যোগের কাল মেঘের মাঝে যেন বিজলীর ছটা!
আপনার আরো লেখা পড়ার প্রত্যাশায় রইলাম।
১৩| ২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩০
রিফাত হোসেন বলেছেন: জানি না কি বলা উচিত, মর্মাহত হলাম
১৪| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৮
নতুন নকিব বলেছেন:
//১২. ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০১ ০
খায়রুল আহসান বলেছেন: এ ছবিটা দেখে একজন মানুষ হিসেবে নিজে লজ্জিত হ'লাম। হায় মানবিকতা!
মেয়েটাকে এভাবে পাশে অভুক্ত বসিয়ে রেখে কিভাবে তারা পারলো নিজের পেটে কিছু দিতে?
মেয়েটার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামীন যেন দ্রুত মেয়েটির একটা সুব্যবস্থা করে দেন, যেন তাকে এই পিশাচদের ঘরে আর কাজ করতে না হয়। তার ক্ষন্নিবৃত্তির ব্যবস্থা যেন সে নিজেই করতে পারে। আর এই দুর্ব্যবহার সবর এর সাথে সহ্য করার পুরস্কার হিসেবে আল্লাহ যেন তার সকল অভাব দূর করে দেন!
এই পোস্টে মেয়েটির জন্য পাঠকদের সহানুভূতি দুর্যোগের কাল মেঘের মাঝে যেন বিজলীর ছটা!
আপনার আরো লেখা পড়ার প্রত্যাশায় রইলাম।//
-সহমত ভাই খায়রুল আহসান সাহেবের সাথে।
১৫| ১২ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
ইসফানদিয়র বলেছেন: ছিঃ! ছিঃ! ছিঃ!
১৬| ২৫ শে মে, ২০১৭ রাত ২:৪৭
সালমান মাহফুজ বলেছেন: এইরকম ছবি আমরা অহরহ দেখি । দেখেও যেন না দেখার ভান করি ।
সত্যি দিলে ঘা মারার মত !
১৭| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট ছিল
আর কোনো পোস্ট নাই কেনো?
১৮| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:২৮
খরতাপ বলেছেন: ঐ মেয়েটির পেট ভরতে হয়তবা ৬০/৭০ টাকার বেশি খাবার লাগতনা, কিন্তু ঐ রেস্টুরেন্টে একটা অতিরিক্ত মেন্যু মানে মিনিমাম ৩০০/৪০০ টাকা+সার্ভিস চার্জ+ভ্যাট, যা অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে। আমি আমাদের কাজের মেয়েকে নিয়ে এরকম এক রেস্টুরেন্টে নিয়ে ব্যাপক বিপদে পড়েছিলাম। খেতে তো পারেনি কিছুই, উল্টো বাসায় ফিরে বমি টমি করে হুলস্থুল। আমার বউয়ের অফিস হাফ বেলা কামাই দিতে হয়েছিল ওর সেবা শশ্রুসা করতে।
১৯| ৩০ শে মে, ২০১৭ দুপুর ২:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক লজ্জার তাতে কোন সন্দেহ নেই। ছবিটি গতবছর দেখেছিলাম ফেসবুকে। আজ আপনার কথাগুলো দারুণ বলেছেন।
মানুষের মাঝে মানুষ থাকুক।
২০| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৩৭
বিজন রয় বলেছেন: আমরা মানুষ তো তাই সব পারি।
দুঃখজনক।
২১| ০৫ ই জুন, ২০১৭ রাত ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সীমাহীন নিষ্ঠুরতা ।
২২| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৭:২৩
ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ হয়েছে লেখাটি ।
প্রিয়তে গেল ।
শুভেচ্ছা রইল ।
২৫ শে জুন, ২০১৭ রাত ১:৪৭
তপোবণ বলেছেন: স্যার আপনি অসাধারণ বলেছেন আর আমি শামুকের মতো গুটিয়ে গেলাম। বলে রাখি আপনার লেখার অসম্ভব একজন ভক্ত আমি।
ধন্যবাদ মন্তব্যে আসায়।
২৩| ২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনি তো আপনার নিজের পোস্টে আসেন না, মনে হয়।
২৫ শে জুন, ২০১৭ রাত ১:৪৮
তপোবণ বলেছেন: খুব কম আসা হয় কথা সত্য। সময় করে উঠতে পারিনা আসলে। আর ব্লগে এলেও কিছু প্রিয় মানুষের লেখা আতি-পাতি করে খুঁজি পেলে পড়ে ফেলি। ধন্যবাদ মন্তব্যে আসায়।
২৪| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:০৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । একটি ছোট অনুরোধ,
সকল মন্তব্যগুলিকে সিরিয়ালী উত্তর দিলে ভাল হয় ।
অগ্রীম ঈদ মোকারক রইল
২৬ শে জুন, ২০১৭ রাত ৯:৫৫
তপোবণ বলেছেন: ঈদ মোবারক আপনাকেও। সত্যিই বেলেছেন। আমার অনেকগুলো প্রতিউত্তর দেয়া হয়নি। এবার থেকে দেব। ধন্যবাদ স্যার।
২৫| ২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৫২
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন।
২৬ শে জুন, ২০১৭ রাত ৯:৫২
তপোবণ বলেছেন: ঈদ মোবারক আপনাকেও বিজন দা। সুস্থ্য থাকুন।
২৬| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
আপনার ১ম লেখাটা বেশ ভালো; আরো লিখুন
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৫
তপোবণ বলেছেন: আপনার মন্তব্যে অণুপ্রানিত হলাম। কারো লেখায় মন্তব্য করতে আমার কোন সমস্যা হয়না। নিজে কিছু লিখতে গেলেই যতসব বিপত্তি ঘটে। ১ম লেখাটা হয়ে গিয়েছিল ঐ ছবিটার কারণে। মনের মধ্যে অনেক কষ্ট এবং ক্ষোভ জমেছিল সেদিন। আপনার লেখা কিন্তু আমি মিস করিনা। বাস্তবতার নিরীখে আপনি যা লিখেন তা সত্যি অসাধারণ। এসব লেখায় যদি জাতির বোধগম্য হতো তাহলে সুখী হতাম।
২৭| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৮
সাহিদা সুলতানা শাহী বলেছেন: মর্মাহত হলাম
১২ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৬
তপোবণ বলেছেন: তপোবণ বলেছেন: মানুষের মানবিক বোধগুলো জাগলে এই সমাজ আরো কতো সুন্দর হতো তাইনা? ধন্যবাদ মন্তব্যে আসায়।
২৮| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই লজ্জার শেষ নেই ভাই!! মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু বিবেকবোধ হারিয়ে যাচ্ছে!!
নতুন পোষ্ট কই, নতুন পোষ্ট চাই ভাই।
১৭ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৪
তপোবণ বলেছেন:
আমার ব্লগে কবি তোমায় সাদর সম্ভাষণ,
প্রাণের আলোয় খাকুক ভরে কবির অনুক্ষণ।
সদাচারে মুন্ধ মোরা নুতন কবির তরে,
মানবতার কল্যাণ হোক অনাদি কাল ধরে।
নতুন পোষ্ট চেয়েছেন আর আমি গুটিয়ে যাচ্ছি, ওসব আমাকে দিয়ে হবেনা। পড়তে ভাল লাগে, কিন্তু লিখতে পারিনা। মন্তব্যে আসায় ধন্যবাদ।
২৯| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর একটা কাব্য রচনা করেছেন প্রতিমন্তব্যে। কৃতজ্ঞতা রইল ভাই।
যে এত সুন্দর প্রতিমন্তব্য করতে পারে তার দ্বারা কি হবে আর হবেনা তা জানা হয়ে গেছে। আপনি লেখেন না, কিন্তু লেখতে পারেন আপনি। দেখেন ভাই, কেউ লেখক হয়ে জন্মায় না, সবাই লেখতে লেখতে লেখক হয়েছে। সব লেখাই যে ভালো হবে তার কোন নিশ্চয়তক কেউ দিতে পারেনা। তাই লিখতে হবে ভাই। যতো লিখবেন তত আপনার শব্দ ভাণ্ডার প্রসারিত হবে, শব্দ ক্ষুধা বাড়বে।
শুভ রাত্রি।
৩০| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ২:২১
উম্মে সায়মা বলেছেন: এ ছবিটা দেখেছিলাম ফেসবুকে। এ লজ্জা আমাদের। আমরা বড়লোক হয়েছি, শিক্ষিত হয়েছি কিন্তু সুশিক্ষিত হতে পারিনি। মানবিকতা শিখতে পারিনি
২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৮
তপোবণ বলেছেন: মানুষ বড়লোক হলে তার অনেকানেক বোধের মৃর্ত্যু ঘটে। ধন্যবাদ।
পিঁপড়ের সাথে আপনার কথোপকথন দারুণ উপভোগ করেছি।
৩১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১:৪১
ব্লগ মাস্টার বলেছেন: ওরা বড়লোক নামের আসল ছোটলোক।
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৪
তপোবণ বলেছেন: এমন যদি হতো, একদিন সকালে ঘুম ভেঙ্গে দেখি যে মানুষের জিনন থেকে কুৎসিত, যঘন্যতা গুলো, অন্তরে যত্ব সব কলঙ্ক আছে সব কি কারণে যেন ডিলিট হয়ে গেছে। প্রত্যুষে ঘুম থেকে উঠে কাজের মেয়েটিকে মেঝেতে শুয়ে থাকতে দেখে বুকে টেনে নিয়ে বলে 'কিরে মা এখানে শুয়ে আছিস কেনো?' আহ মানুষের শুকুমার বৃত্তিগুলো যদি জেগে উঠতো!
হায়, আমার স্বপ্ন..
৩২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আর লেখা কই?
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৯
তপোবণ বলেছেন: লিখতে পারিনা। চেষ্টা করে দেখেছি, আমাকে দিয়ে হয়না। পড়তে ভালবাসি। আমার শূন্য ব্লগটা ঘুরে যাবার জন্য ধন্যবাদ, মনে হলো যেন আমার বাড়িটাই ঘুরে গেলেন।
৩৩| ৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিজের কাছেই নিজেকে অশুচি লাগছে................
৩৪| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: লেখা চালিয়ে যান। একদিন সাফল্য আসবেই। ধন্যবাদ।
১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯
তপোবণ বলেছেন: ধন্যবাদ সুহৃদ।
৩৫| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
এগুলো হল শয়তানের বাচ্চা !!
১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫
তপোবণ বলেছেন: ওরা মানুষ হোক।
৩৬| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৭
প্রামানিক বলেছেন: ছবি দেখে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না।
১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬
তপোবণ বলেছেন: নিষ্ঠুরতা মানুষকে ভাষাহীনও করে। ধন্যবাদ কবি।
৩৭| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৬
বিজন রয় বলেছেন: আপনি নতুন পোস্ট দিচ্ছেন না কেন??
৩৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
পাটনি বলেছেন: আধুনিক-উন্নত, জীবন-যাপন মানুষের মনবিক গুনকে খেয়ে হজম করে ফেলে।। মানুষ কখনো বুঝতে পারে না তার শরীরে চর্বির মত একপ্রকার অমানবিকতার আস্তরন পড়েছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১
তপোবণ বলেছেন: কিছু ব্যতিক্রম ছাড়া জোর জুলুম আর অমানবিকতা এটা বোধ হয় মানুষের স্বভাবেরই অংশ। তা না হলে মানুষ এমন অমানবিক হয় কি করে!
ধন্যবাদ ভাই পাটনি আমার ছোট্ট ব্লগ বাড়িটি ঘুড়ে যাবার জন্য। ভালো থাকুন।
৩৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১
মলাসইলমুইনা বলেছেন: এই ছোট মেয়েটাকে একই সাথে বসিয়ে বা নিতান্তই পাশের টেবিলে বসিয়ে খেতে দেবার মতো মানসিকতা শেখানোর জন্য যা করা দরকার সেগুলো আমরা কি দেশে স্কুল, কলেজে বা বাসায় শেখাই? আমারতো মনে হয় না | আমরা যা আশা করি তা করার ধরে কাছেও যাই না |কিন্তু তবুও আশা করি |আমাদের দেশে এখন যে পরিস্থিতি তাতে আমি খুব একটা অবাক হইনি এই ফটোটা দেখে |
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
তপোবণ বলেছেন: আপনি পারিবারিক শিক্ষার কথা বলেছেন। এটা স্কুলের শিক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ। সর্বোপরি মানবিকতার শিক্ষা ঘর থেকেই শুরু করতে হয়।
ধন্যবাদ মন্তব্যে আসায়।
৪০| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনার নতুন পোষ্ট দেয়া দরকার।
৪১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:২৪
শামচুল হক বলেছেন: ছবি দেখে মর্মাহত হলাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:২৮
তপোবণ বলেছেন: আপনার মন আছে বলে মর্মাহত হয়েছেন। লেখার সময় আমার কাঁদতে হয়েছে।
৪২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৪
কানিজ রিনা বলেছেন: ওরা নিজের বাসায়ও কাজের মেয়েকে সবার
শেষে খেতে দেয়। মুর্খদের বিবেক আসেনা।
সুন্দর পোষ্টের জন্য আন্তরিক ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৪
তপোবণ বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকেও। বিবেকহীনেরা সমাজের উপরতলায় থাকেন। আসলে বিবেকটাতো ঘরের শিক্ষা বাবা মা হলেন বিবেক শিক্ষার প্রধান গুরু।
৪৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছবিটা দেখতে চেয়েছিলাম।
৪৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
আপনি নতুন পোষ্ট লিখুন।
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৭
তপোবণ বলেছেন: লেখার চেষ্টা করেছিলাম। এক বেলায় লিখে আরেক বেলায় নিজের লেখা পড়ে দেখি ছাইপাশ লেখা হয়েছে। তাই আর পোস্টে দেইনি।
৪৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পাছায় লাথি মারতে পারলে খুশি হতাম।
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৩
তপোবণ বলেছেন: চরম বলেছেন। অর্থ বিত্ত্ব মানুষকে অমানুষও করে।
ধন্যবাদ।
৪৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৭
খায়রুল আহসান বলেছেন: যদিও নিজের পোস্টের উপর লেখা পাঠকের সবার মন্তব্যের উত্তর দিতেই হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই, লক্ষ্য করে দেখলাম, আপনি কিছু মন্তব্যের উত্তর দেয়া এড়িয়ে গেছেন। এটা মনে হয় অশোভন।
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩
তপোবণ বলেছেন: সঠিক কথাটি বলেছেন। একটা বোকামি করা হয়েছে। মন্তব্যের উত্তর দেয়াটা জরুরী এবং ভদ্রতাতো বটেই। বিবেক তাড়িত হয়ে এই ছোট্ট লেখাটি লিখে ফেলেছিলাম, এর এক বছর পরে আমার পোস্টে এসে দেখি অনেকে মন্তব্য রেখে গেছেন। তখনই দরকার ছিল পুরনো মন্তব্য গুলোর উত্তর দেয়া। ধন্যবাদ আপনাকে খুব যতন করে ভুলটি ধরিয়ে দেয়ার জন্য।
৪৭| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২২
কাওসার চৌধুরী বলেছেন:
২ বছর ১ মাস, পোস্ট ১টি......!!!
বিষ্মিত হলাম। নিয়য়মিত লেখেন, ভাল লাগবে।
শুভ কামনায়।
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৪
তপোবণ বলেছেন: বিষ্ময় আমারও কম নয়! আমার মনে হয়েছিল আমি লিখতে পারব, চেষ্টাও করেছিলাম পোস্টে ছাড়ার আগে আবার পড়ে দেখি আমার নিজের লেখা আমারই ভাল লাগছেনা তাই আর হলোনা।
তবে বলে রাখি আপনার লেখা খুব ভালো হচ্ছে, মান খুব ভালো। আপনার সবগুলো লেখাই পড়ব ইনাশায়াল্লাহ।
৪৮| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, বিনা প্রতিবাদে মন্তব্যটিকে গ্রহণ করার জন্য।
১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৭
তপোবণ বলেছেন: স্যার আপনি যা বলেছেন তা মাথায় হাত বুলিয়ে ভুল শুধরানোর মতো, এখানে কি আর কোন প্রতিবাদ চলে? বরং আমি কৃতার্থ হয়েছি।
৪৯| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে আবারো প্রীত হলাম।
শুভেচ্ছা---
৫০| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০
কাওসার চৌধুরী বলেছেন:
আপনার মন্তব্য পড়ে খুব ভাল লাগল। আমিও এক সময় পারতাম না। চেষ্টা করতে করতে হয়েছে। আপনি পারবেন, লেগে থাকুন। মনমতো লেখা না হলেও পোস্ট করুন। দেখবেন মাত্র কয় মাসেই ঠিক হয়ে যাবে। প্লীজ শুরু করুন। আজ থেকেই।
শুভ কামনা রইল।
১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১১
তপোবণ বলেছেন: অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যে। একবার শুরু করে দিলে হবার তো কথা। চেষ্টা টা আছে ভাই।
৫১| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
আর্কিওপটেরিক্স বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
ঘটক কাজী সাহেব বলেছেন: হায়রে বড়লোক! তোদের চেয়ে রাস্তার ফকিরও অনেক বড় মনের হয়! তারা খেতে বসলে ফুটপাতের নেড়ি কুকুরটাকে দু'মুঠো দিয়ে খায়!
চোখের জলে ভাসিয়ে দিলেন কবি, জল আমারও থুঁতনি বেয়ে গড়িয়ে পড়ছে... তবুও বলবো কোন লাভ নেই, এই সমাজে নীতির কথা বলে, জীবন এমনই, আমারা যতই চিৎকার করে কাদিনা কেন, লিখে লিখে পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরিয়ে ফেলিনা কেন, তা তাদের আত্মাকে কখনো স্পর্শ করবে না;
ভালো থাকুন কবি, আর কাঁদুন, অনেক কাঁদুন কারন ব্যর্থতা আমাদের নিজেদেরই গড়া।