নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

My sound

I would like to continue with all of here

রােশদ সুলতান তপু

I am Rashed Sultan Tapu. I am living in dhaka but my home district is Jessore. I love my mother and my country very much.

রােশদ সুলতান তপু › বিস্তারিত পোস্টঃ

সাহায্য করুন ব্লগার বন্ধুরা- চট্টগ্রাম থেকে বান্দরবন অথবা উল্টোটা

২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৮

একটা টু্্যর প্রোগ্রাম করতে চাই- ঢাকা টু কক্সবাজার টু বান্দরবন। কয়েকটা জিনিস জানতে চাই ব্লগার বন্ধুদের কাছে- প্লিজ সাহায্য করুন।



কক্সবাজার থেকে বান্দরবন যাবার কোন বাস সার্ভিস আছে কিনা। থাকলে সেটা কি ডাইরেক্ট? কোন এসি সার্ভিস আছে কি?



ঢাকা থেকে বান্দরবন কোন এসি সার্ভিস আছে কি?



ঈদের পর পরই যেতে হলে কি আগে থেকে হোটেল বুকিং দিতে হবে? যদি দিতে হয় তাহলে সেটা কত আগে থেকে দেয়া যায়?



কক্সবাজার থেকে বান্দরবান মাইক্রোবাস-এর ভাড়া কত হতে পারে?



বান্দরবান-এ যদি সারাদিনের জন্যে একটা জীপ ভাড়া করি- টু্রিস্ট স্পটগুলোর জন্যে- তাহলে কত ভাড়া পড়তে পারে



বান্দরবন প্লাজা ছাড়া বান্দরবনে অন্য কোন ভাল হোটেল আছে কি?



সবাইকে আগাম ধন্যবাদ। আমাকে দয়া করে তথ্য দিয়ে সাহায্য করুন ব্লগার বন্ধুরা।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৯

ইসপাত কঠিন বলেছেন: ঢাকা থেকে কক্সবাজার সরাসরি এসি বাস আছে শ্যামলী পরিবহনের।

বান্দরবানে টুকটাক ভালোই হোটেল/রিসোর্ট আছে। সেই তুলনায় অন্যান্য পার্বত্য জেলাগুলোতে থাকার সমস্যা বেশী।

ঈদের পরে যেতে হলে অবশ্যই এখনই বুকিং দিয়ে রাখবেন।

২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:০০

রােশদ সুলতান তপু বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৩

টাক্কা বলেছেন: কক্সবাজার বাস টার্মিনাল থেকে বান্দরবান এর বাস পাবেন। এসি বাস নেই।

আমরা এপ্রিলের প্রথমদিকে গিয়েছিলাম কক্সবাজার থেকে বান্দরবান। কক্সবাজার টার্মিনাল থেকে বাস ছাড়ে পূরবী পূর্বানী এগুলো। ডাইরেকট বললেও পথে পথে মানুষ তুলছিল এবং লোকাল বাসের মত দাড়িয়েও মানুষ নিল। আপনারা বাস এসিস্ট্যান্টের সাথে আগে কথা বলে নিবেন ডাইরেক্ট নাকি লোকাল বাস।

বান্দরবানে ছিলাম হোটেল হিলভিউতে, টার্মিনাল ফেলে একটু সামনে।



এপ্রিলের সময় সিজন ছিল তখন ডিলাক্স কাপল রুম নন এসি এর ভাড়া ১২০০টাকা নিয়েছিল। রুম বড় এবং পরিষ্কার, হোটেলের মানুষজনও হেল্পফুল। হোটেলের ফোন নং ০১৮২৮-৮৬৬০০০। হোটেলের রিসিপশন থেকে আপনাকে সিএনজি / জিপ ঠিক করে দিবে, বাইরে গিয়ে আপনি নিজেও খুজতে পারেন। আমাদের সিএনজি ২০০০ টাকা দিয়ে নীলগিরি, চিম্বুক আর শৈলপপ্রাত নিয়ে গিয়েছিল। চিম্বুক আর শৈলপ্রপাত নীলগীরি যাওয়ার পথেই পড়ে।

আমরা যেদিন নীলগিরি গিয়েছিলাম ঐদিন প্রখর সুর্য ছিল তাই ভাল উপভোগ করতে পারিনি। কিছুক্ষণ পরেই ব্যাক করেছিলাম। ওখানে সুর্যের তেজ অনেক বেশি।


২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:০১

রােশদ সুলতান তপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু ঢাকা থেকে বান্দরবনের কি কোন এসি বাস আছে? আর জীপ নিয়ে গেলে কত ভাড়া নিতে পারে?

৩| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:২৬

টাক্কা বলেছেন: ঢাকা থেকে এসি বাস আছে কিনা বলতে পারব না। আর জীপ ভাড়া নির্ভর করবে কত বড় জীপ সেটার উপর। আমি মিনি জিপ দেখেছিলাম ৩৫০০-৩৮০০ এরকম পড়বে। আর বড় জীপ হলে হয়ত ভাড়া আরো বেশি পড়বে।

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৪

রােশদ সুলতান তপু বলেছেন: ধন্যবাদ টাক্কা ভাই (নাকি আপা)। আমার প্রয়োজনটা মিনি জীপেই মিটে যাবে আশাকরি। ভাল থাকবেন।

৪| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৫

ভুং ভাং বলেছেন: ঢাকা থেকে বান্দরবানের এসি বাস আছে। সেন্টমাটিন সার্ভিস ,হানিফ ঢাকা থেকে বান্দরবান যায়। ভাড়া ৮৫০ টাকা (+-)

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৩

রােশদ সুলতান তপু বলেছেন: ধন্যবাদ ভুং ভাং ভাই- আপনার তথ্য অনেক কাজে লাগবে।

৫| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৫

অপলক বলেছেন: কি ভাবে যাবেন:
ঢাকা থেকে বান্দরবান যেতে আপিন ২/৩ টি রুট ব্যবহার করতে পারেন। ঢাকা থেকে ট্রেনে বা বাসে প্রথমে চট্টগ্রাম তারপর চট্টগ্রাম থেকে সোজা বান্দরবান।
ঢাকা থেকে চট্টগ্রামেঃ
ট্রেনে: এসি- ৩৬৫-৪৮০ টাকা। নন এসি-১৫০-১৬৫ টাকা।
বাসে: এসি- ৫৮০-৭৯০ টাকা। নন এসি-২০০-২৫০ টাকা।
চট্টগ্রাম থেকে বান্দরবানঃ বহদ্দারহাট টার্মিনাল থেকে পূরবী এবং পূর্বাণী নামক দুটি ডাইরেক্ট নন এসি বাস আছে ৩০ মিঃ পর পর বান্দরবানের উদ্দ্যেশে ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি-৭০ টাকা।
অথবা ঢাকা থেকে বান্দরবান সরাসরি বাসেঃ
ঢাকা থেকে বান্দরবান পযর্ন্ত ডাইরেক্ট একটি গাড়ী চলে এস.আলম (নন এসি)। ভাড়া জনপ্রতি-৩৫০ টাকা। ছাড়ে এস.আলমের কমলাপুর রেল ষ্টেশনের বিপরীত কাউন্টার থেকে।
কোথায় থাকবেন:
পর্যটন কর্পোরেশনঃ
বান্দরবনে পর্যটন কর্পোরেশনের একটি হোটেল আছে মেঘলাতে। যার ভাড়া রুম প্রতি ৭৫০ হইতে ২০০০টাকা পর্যন্ত।
বুকিং ফোন:- ০৩৬১-৬২৭৪১ , ০৩৬১-৬২৭৪২
হোটেল ফোর স্টার :
এটি বান্দরবান বাজারে অবস্থিত। রুম ভাড়া সিঙ্গেল-৩০০ টাকা, ডাবল- ৬০০, এসি-১২০০ টাকা। বুকিং ফোন:-০৩৬১-৬৩৫৬৬, ০১৮১৩২৭৮৭৩১,০১৫৫৩৪২১০৮৯।
হোটেল থ্রী স্টার :
এটি বান্দরবান বাস স্টপের পাশে অবস্থিত। নীলগিরির গাড়ী এই হোটেলের সামনে থেকে ছাড়া হয়। এটি ৮/১০ জন থাকতে পারে ৪ বেডের এমন একটি ফ্ল্যাট। প্রতি নন এসি ফ্ল্যাট-২৫০০ টাকা, এসি-৩০০০ টাকা। বুকিং ফোন:-থ্রী স্টার এবং ফোর ষ্টার হোটেল মালিক একজন মানিক চৌধুরী-০১৫৫৩৪২১০৮৯।
হোটেল প্লাজা বান্দরবান:
এটি বাজারের কাছে অবস্থিত। রুম ভাড়া সিঙ্গেল-৪০০ টাকা, ডাবল- ৮৫০, এসি-১২০০ টাকা। বুকিং ফোন:- ০৩৬১-৬৩২৫২।
হিল সাইড রিসোর্টঃ
ছাড়াও বান্দরবান জেলা থেকে ৪.২ কিঃমিঃ দূরে চিম্বুক সড়কের মিলনছড়িতে রয়েছে দি গাইড টু্রস লিঃ এর মনোরম হিল সাইড রিসোর্ট। এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি মনোরম কটেজ ঘর ও ডরমিটরি। কটেজগুলোর একক ভাড়া ৭৫০ টাকা দুজন ১০০০ টাকা। পুরো কটেজ ভাড়া নেওয়া যায়। বোম ঘরের ভাড়া একক ৪৫০ টাকা, দুজন ৭০০ টাকা, মারমা ঘরের ভাড়া জনপ্রতি ২০০ টাকা, দুজনের ৪০০ টাকা, ডরমিটরির ভাড়া প্রতি বেড ১৫০ টাকা । বেশি বেড নিলে ভাড়া কম।
ফোনঃ- ০১১৯৯২৭৫৬৯১

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.