নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সর্বদায় জীবনের অর্থ খুঁজে বেড়াই

তারেক ফাহিম

অজানাকে জানতে গিয়ে অস্থিরতার বোঝা নিয়ে স্পষ্টতাকে পুড়ে দিয়ে অন্ধকারে বুক পুলাই

তারেক ফাহিম › বিস্তারিত পোস্টঃ

জমরাজ ও আমি

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

আগ থেকেই বলে রাখি ব্লগে আমি নতুন, আর ব্লগে আসি শুধুমাত্র আপনাদের মুল্যবান ব্লগগুলো পড়তে, লিখতেও পারিনা তবুও একটি ছোট গল্প লেখার চেষ্টা করছি মৃত্যু... শব্দটি সবার কাছে পরিচিত, আর শব্দটি শুনলেই নিজের কাছে অন্যরকমের অনুভুতি হয়। আর সৃষ্টিকর্তার যার মাধ্যমে আমাদের ঐ মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে পরলক গমন করান আমরা তাকে আজরাইল বলে চিনি, কেউবা আবার বলে যমরাজ, যাই হোক একদিন ঐ আজরাইলের সাথে দেখা হল, বললাম.।
হে যমরাজ ভাই, নিয়েতো যাবেনেই তবে নেওয়ার আগে অন্তত দু-একটি সিগন্যাল দিয়ে যাবেন..। আজরাইল বলল ঠিক আছে.......।
কয়েক বছর পর তার সাথে আবার দেখা হয়ে গেল।
বলল...... দে এবার তোর জান কবজ করার সময় হল ..
অামি : সে কী আপনাকে না বললাম সিগন্যাল দিতে.
আজরাইল : হুম বলেছিস, আর সিগন্যালও দিলাম কিন্তু তুই টের পাসনি.. দে এবার জান দিয়ে দে... সময় কম.।
আমি : ভাই নিয়েতো যাবেনিই, তবে অনুরোধ হল সিগন্যালটি কখন, আর কী করে দিলেন অামি তো টের পাইনি বুঝিয়ে দেন না ভাই. প্লিজ
আজরাইল : তুই যে দিন তোর মায়ের পেট থেকে ভুমিষ্ট হইলি সে দিন থেকেই তোর সাথে আমার দেখা হবে নিশ্চিত হইলি, যখন তোর বয়স ০-১০ মাসের ভেতর সৃষ্টিকর্তার ইচ্ছায় তোর মুখের, ভু্লি দিয়েই তোকে প্রথম সিগন্যাল দিলাম।
আমি : আচ্ছা ভাই, তখনতো ছোট ছিলাম অবুঝও ছিলাম মনে হয়, অত কী মনে আছে, তার পরের সিগন্যাল গুলো বলেন..
আজরাইল : হুম বলছি, শিশু থেকে কিশোরে পা রাখতেই তোর ঐ সুন্দর মুখটাতে একটু একটু দাড়ি গজিয়ে আরেকটি সিগ্যনাল দিলাম, দাড়ী গুলো একটু একটু করে বড় ও কালো হতে থাকল তাও তুই বুঝতে পারলি না যে, তোর সিগন্যাল চলতেছে।
আমি : তার পর,
আজরাইল : এমন এক সময় হল তোর ঐ কালো দাড়িতে অামি সাদা রঙ মেখে আরেকটি সিগন্যাল দিলাম, তাও বুঝলিনারে বাচা.
অামি : হুম বুঝতেতো পারি নি.। তারপরওতো বেঁচে ছিলাম,, পরের সিগন্যাল গুলো বলেন না প্লিজ.।
অাজরাইল : তারপর তোকে দাঁড়ানো থেকে গুজো করে দিলাম আর গুজো অবস্থায় হাঠতে সমস্যা হয় সে জন্য দুই পায়ের সাথে লাঠি নামক আরও একটি পা তোর হাতে ধরিয়ে তোকে ৩ পায়ে পাটালাম কিন্তু তুই তাও বুঝলিনা..
আমি : বুড়ো হয়ে গেলাম জ্ঞান শক্তিতো কমে যাচ্ছিল কী করে বুঝবো. তবে হ্যা অামার সমবয়সী সবাইতো সে ৩ পায়ে হাটতে দেখে আমিও হাটলাম তাদের মধ্যে অবশ্য কয়েকজনের সাথে তোমার দেখা হয়ে গেল, এবং কাউকেতো তুমি ছাড়নি, আমায়ও ছাড়বে না. বুঝলাম, তো কী আর করার .. তবে খুব আফসো করতেছি যাদের নিয়ে ব্যস্ত থেকে তোমার এই সিগন্যালগুলোকে খেয়াল করিনি, তারা আজ কেউ আমার সাথে যাচ্ছে না যাচ্ছি শুধুই আমি একাই......।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭

বিলিয়ার রহমান বলেছেন: তারেক ফাহিম

ব্লগে আপনায় স্বাগতম!! :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০

তারেক ফাহিম বলেছেন: বলেছেন: ধন্যবাদ ভাই অামি কিন্তু অাপনার কবিতার একজন ভক্ত। ব্লগে আমাকে ২য় বারেরে মত অাপনিই মন্তব্য করছেন।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

রাইসা আন্তা বলেছেন: ভালো লিখছেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

তারেক ফাহিম বলেছেন: বলেছেন: ধন্যবাদ, আমি কিন্তু ব্লগে লিখার জন্য আসি না শুধু আপনাদের মত ভাল ভাল ব্লগারের ভাল ব্লগ গুলো পড়ার জন্য পড়তে পড়তে লিখার চেষ্টা করি, শত ভুলের মাঝেও যে ভাল লেখছেন কমেন্টসটি পাব আশা করিনি, পড়ার জন্য ধন্যবাদ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

শামীম সরদার নিশু বলেছেন: অজানাকে জানতে এসছি আপনাদের মাঝে।
আপনার ব্লগ বিচরণ শুভ হোক, হ্যাপি ব্লগিং :P

আর হ্যা আমিও ব্লগে নতুন, পাশে থাকবেন।
প্রোফাইল ঘুড়ে আসবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

তারেক ফাহিম বলেছেন: বলেছেন: ধন্যবাদ ভাবালাম শুধুই আমিই বুঝি নতুন দেখিতো আপনিও আছেন, তবে আমার মত অদম মনে হয় কেউ নাই

৪| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: গল্পের ছলে গুরুত্বপূরণ কথা স্মরণ করিয়ে দিয়েছেন, ধন্যবাদ। + +

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৬

তারেক ফাহিম বলেছেন: আরে শ্রদ্ধেয় যে,
কি দিয়ে আপ্যায়ন করবো।

কেমন আছেন? আপানর প্লাসগুলো অনেক অনেক প্রেরনা আসলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.