নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে দারিদ্র্য, তুমি মোরে কর না মহান!!!

ভাতের মজা কিছুতেই পাই না।

আমি ভাল আছি

ব্লগ তো আমি এমনি এমনি পড়ি আর মাঝে মধ্যে লিখিও;) অন্যদের লেখায় মন্তব্য করার মজাটাই আলাদা। Tareq_chtg@ইয়াহু.কম

আমি ভাল আছি › বিস্তারিত পোস্টঃ

বাংলা রচনা কোন ওয়েবসাইটে পাওয়া যাবে বলুন তো??

১৬ ই জুলাই, ২০১০ রাত ৯:৪৭

আমাদের পাশের বাসার ইংলিশ মিডিয়ামের ভাল ছাত্র প্রিয়ম এসে আমাদের কাছে একটা বাংলা রচনার বই চাইল যার মধ্যে মাতৃভূমি রচনাটা পাওয়া যায়। কিন্তু অনেক খোজাখূজি করেও কিছুই পেলাম না। তাই আপনাদের কাছে সাহায্য চাইতে এলাম। যদি আপনাদের জানা মতে বাংলা রচনার কোন ভাল ওয়বসাইট থাকে তাহলে আমাকে জানিয়ে বাধিত করবেন।



ধন্যবাদ। ভাল থাকবেন।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১০ রাত ৯:৪৯

বিডি আইডল বলেছেন: নীলক্ষেত.কম

১৬ ই জুলাই, ২০১০ রাত ৯:৫৪

আমি ভাল আছি বলেছেন: খুব ভাল একটা ওয়েবসাইটের ঠিকান দিলেন ভাই:P:P:P:D

২| ১৬ ই জুলাই, ২০১০ রাত ৯:৫২

হমপগ্র বলেছেন: মাতৃভূমি নিয়ে লিখতেও যদি বই লাগে!

আমাদের শিক্ষা ব্যবস্থা। এক কাজ করুন, প্রিয়মকে বলুন, একটা দুঃসাহসিক কাজ করতে। বলেন, যে তুমি নিজে লেখ, লিখে আমাদের দেখাও, আমরা ঠিক করে দেব। আসুন, এভাবে বদলে দেই প্রত্যেকটা ছাত্রকে। তাদের শিখাই কিভাবে স্বকীয়তা অর্জন করা যায়।

১৬ ই জুলাই, ২০১০ রাত ৯:৫৬

আমি ভাল আছি বলেছেন: খুব কঠিন কথা বলে ফেললেন ভাই। প্রিয়ম কিন্তু আপনের এই মন্তব্যটা পড়েছে। দেখি কোন পরিবর্তন আসে কিনা!

৩| ১৬ ই জুলাই, ২০১০ রাত ৯:৫৪

ডঃ জেকিল বলেছেন: সহমত@হমপগ্র

১৬ ই জুলাই, ২০১০ রাত ৯:৫৮

আমি ভাল আছি বলেছেন: প্রিয়ম তো মন্তব্যটা পড়েছে! দেখা যাক ওর কি পরিবর্তন আসে। পরিবর্তনটা কিন্তু স্কুল থেকেই করার কথা!

৪| ১৬ ই জুলাই, ২০১০ রাত ৯:৫৮

বিপ্লব৯৮৪২ বলেছেন:





কাজটা ডাবল হবে ।
তবুও বলছি ।
তাকে Motherland নিয়ে ইংরেজিতে রচনা লিখতে বলুন ।
তারপর বসে বসে বাংলায় তর্জমা করতে বলুন ।
যে মিডিয়ামের ছাত্রই হোক না কেন রচনা লেখার গুন তো তার নিশ্চয়ই আছে ।

১৬ ই জুলাই, ২০১০ রাত ৯:৫৯

আমি ভাল আছি বলেছেন: আপনের মন্তব্যটা ওকে সরাসরি পড়ালাম।

ধন্যবাদ।

৫| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১০:০৪

আমি ভাল আছি বলেছেন: উপরের মন্তব্যগুলো পড়ে প্রিয়ম বলছে আচ্ছা তাহলে ট্রাই করে দেখি লিখতে পারি কিনা। ওর জন্য শুভ কামনা রইল।

৬| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১০:০৭

বিপ্লব৯৮৪২ বলেছেন: শুভ কামনা

১৬ ই জুলাই, ২০১০ রাত ১০:২২

আমি ভাল আছি বলেছেন: ধন্যবাদ।

৭| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১০:২০

সুখী বাঙ্গালী বলেছেন: প্রিয়ম, তোমার মত করে লিখে ফেল। আর সেটাই হবে সত্যিকারের শিক্ষা।

১৬ ই জুলাই, ২০১০ রাত ১০:২৬

আমি ভাল আছি বলেছেন: okay.thankz for ur encouragement.-priom

৮| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: ছিছি সারাদিন ভাত খেলে চলবে?


নিজে একটু ওকে ধারণা দাও। কিভাবে লিখতে হবে। বই থেকে পড়ে লিখতে হবে সে বললো আর তুমিও তাই নিয়ে ধেই ধেই করলে ভাত ভাই?


শুনো প্রথমে তাকে বলো রচনার কয়টা ভাগ থাকে। মানে সূচনা, মিডলপার্ট আর উপসংহার এই তিন পার্টের মাঝেরটাকে আবার সে বিভিন্নভাবে ভাগ করতে পারে।

এখন একটু ধারনা দাও কিভাবে মাতৃভুমি নিয়ে সূচনাটা সূচনা করবে। কোনো মাতৃভুমি সম্পর্কীয় কবিতার লাইন দিয়ে শুরু করতে পারে বা মাতৃভুমি কাকে বলে হেনে তেন তুমি যা খুব ভালোই জানো কিভাবে মাতৃভুমি রচনা শুরু করে সেটা ওকে বুঝিয়ে লিখে আনতে বলো। সেটাকে কারেকশন করো।

এর পর মিডলপার্ট সেটাকে ভাগ করতে পারো দুতিন ভাগে । তুলনা করতে পারো নানা দেশের সাথে নিজের দেশের , মাইকেল মধুসূধন দত্তের

উদাহরন দিতে পারে।


সবশেষে মাতৃভুমির মত এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের সেরা সে যে আমার মাতৃভূমি নানা জন্মভূমি সেটা দিয়ে উপসংহার টানো।:)

১৭ ই জুলাই, ২০১০ সকাল ৯:১৭

আমি ভাল আছি বলেছেন: কালকে রাতে কিচ্ছু খাইনি গো মাস্টারনি আপা:(

ধারনা দিয়েছিলাম। কিন্তু ওর কাছে বই হল বেশি Reliable!

আপনের মন্তব্যটা আমার অধিকাংশ পোস্টের চেয়ে বড়:P:P

উদাহরণ সহ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৯| ১৭ ই জুলাই, ২০১০ রাত ১২:০৩

ক্ষতিগ্রস্থ বলেছেন: ছাগু-ভাদা আর আস্তিক-নাস্তিকের বাইরে আমি ভাল আছি-এর পোস্টে সবাই যেভাবে পজেটিভ রেসপন্স করলেন তাতে খুবই প্রীত বোধ করছি... ব্লগটাকে হোমলি মনে হচ্ছে...

পোস্টদাতা ও মন্তব্যকারী সবাইকে ধন্যবাদ.

১৭ ই জুলাই, ২০১০ সকাল ৯:২৩

আমি ভাল আছি বলেছেন: আমরা আসলে সবাই ভাল থাকতে চাই কিন্তু কেন জানি হঠাত হঠাত ব্লগের পরিবেশটা অশান্ত হয়ে যায় যদিও এটা বেশিদিন স্থায়ী হয় না। ব্লগটাকে ভালবাসি বলেই এখনো পড়ে আছি। অনেকেই দেখলাম রাগে, দুঃখে আর অভিমানে ব্লগ ছেড়ে চলে গেছেন:(

তবে আমি বিশ্বাস করি- সুখের পরে দু;খ আর দুঃখের পর সুখ আসবেই। তাই সুদিনের অপেক্ষায় আছি।

পোস্টে সবাই যেভাবে পজেটিভ রেসপন্স করলেন তাতে খুবই প্রীত বোধ করছি... ব্লগটাকে হোমলি মনে হচ্ছে...


আমারও ব্লগটাকে হোমলি মনে হয়।


আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১০| ১৭ ই জুলাই, ২০১০ রাত ২:১৭

রানা চৌধুরী বলেছেন: ভাই আমিও খুজতেছি,আপনি জানলে আমাকে জানায়েন।

১৭ ই জুলাই, ২০১০ সকাল ৯:২৪

আমি ভাল আছি বলেছেন: এখনো পাইনি। পেলে অবশ্যই জানাব।

১১| ১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৪৫

শায়মা বলেছেন: লেখক বলেছেন: কালকে রাতে কিচ্ছু খাইনি গো মাস্টারনি আপা

ধারনা দিয়েছিলাম। কিন্তু ওর কাছে বই হল বেশি Reliable!

আপনের মন্তব্যটা আমার অধিকাংশ পোস্টের চেয়ে বড়

উদাহরণ সহ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।





ওর কাছে তো বই Reliable মনে হবেই। আজকাল বাচ্চাগুলো নিজে মাথা খাটানোর চাইতে অন্যের খাঁটানো মাথা থেকেই ধার করতে বেশী ভালোবাসে। ব্রেইন স্ট্রমিং ছাড়া কখনও কিছু উদ্ভাবন করা যায়না সেটা তাকে ভালো করে বুঝিয়ে দাও ভাত ভাইয়া।


আর প্লিজ তাকে স্পুন ফিড না করিয়ে নিজে থেকে ভাবতে দাও। সেটার উপর কাজ করো। দেখো তার আজীবন সেটাই কাজে লাগবে। কিছু গিলিয়ে দিলে ব্রেইনের সাস্থ্য ভালো হয়না কখনও। মাতবরী করার জন্য রাগ করোনা ওকে?

১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১:২২

আমি ভাল আছি বলেছেন: আর প্লিজ তাকে স্পুন ফিড না করিয়ে নিজে থেকে ভাবতে দাও। সেটার উপর কাজ করো। দেখো তার আজীবন সেটাই কাজে লাগবে। কিছু গিলিয়ে দিলে ব্রেইনের সাস্থ্য ভালো হয়না কখনও। মাতবরী করার জন্য রাগ করোনা ওকে?

মাস্টারনিদের মাতবরিতে আমি কোনদিনও রাগ করিনা;):P

ও চেষ্টা করছে। সন্ধ্যার পর আমাকে দেখাবে। :)

১২| ১৭ ই জুলাই, ২০১০ দুপুর ২:০০

শায়মা বলেছেন: গুড বয় এ্যান্ড গুড বয়ের টিচার ভাত ভাই।:P

১৭ ই জুলাই, ২০১০ দুপুর ২:১৭

আমি ভাল আছি বলেছেন: জয় ভাতের জয়!! :D:D:D:D:D:D:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.