নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টারজান০০০০৭

টারজান০০০০৭ › বিস্তারিত পোস্টঃ

!!! কমিউনিজম !!! OLD WINE IN AN OLD BOTTLE

০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৩:৫০

১.
-পৃথিবীর সবচেয়ে ছোট রসিকতা কী?
-কমিউনিজম।

২.
শিক্ষক বক্তৃতা করতে গিয়ে বলছেন, ‘কমিউনিজম এরই মধ্যে দিগন্তে এসে পৌঁছেছে।’
ছাত্র: দিগন্ত কাকে বলে, স্যার?
শিক্ষক: এটা একটা কল্পিত রেখা, যেখানে আকাশ আর মাটি একাকার হয়ে যায়। আমরা যতই দিগন্তের কাছে আসার চেষ্টা করি, ততই তা দূরে সরে যায়।

৩.
-পুঁটি মাছ কাকে বলে?
-পুঁটি মাছ হলো বহু দূর থেকে কমিউনিজমের দিকে সাঁতরে আসা এক বিশাল রুই মাছ।

৪.
-কবে কমিউনিজম আসবে?
-এ ব্যাপারে পার্টির রুদ্ধদ্বার কক্ষে সিদ্ধান্ত হবে।

৫.
সোভিয়েত ইউনিয়নে থাকতে হলে যে ছয়টি কথা সব সময় মনে রাখতে হবে:
ক. ভাববে না।
খ. ভাবলেও তা বলবে না।
গ. বললেও তা লিখবে না।
ঘ. লিখলেও তা ছাপাবে না।
ঙ. ছাপালেও তাতে নিজের নাম স্বাক্ষর করবে না।
চ. সাক্ষর দিলে সঙ্গে সঙ্গে বলো, এটা তোমার সাক্ষর নয়, কেউ জাল করেছে।

৬.
-দর্শন মানে কী?
-কালো বেড়ালকে কালো ঘরে খুঁজে পাওয়ার নাম দর্শন।
-আর মার্ক্সিস্ট–লেনিনিস্ট দর্শন?
-এটা হলো কালো ঘরটায় বিড়াল নেই, কিন্তু যারা খুঁজতে এসেছে, তারা চিৎকার করে বলছে, ‘ধরেছি ধরেছি, বিড়ালটা ধরেছি!’


(আজকের পত্রিকা হইতে সংগৃহিত !)

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:০৭

মাস্টারদা বলেছেন: রসিক

০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:১০

টারজান০০০০৭ বলেছেন: রস শ্যাষ হইয়া যাইতাছে ! :D

২| ০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:১৮

শেরজা তপন বলেছেন: শেষেরটায় মজা পেলাম! বাকিগুলো অবশ্য আগে থেকেই শোনা কি না।

০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:২২

টারজান০০০০৭ বলেছেন: সবই OLD WINE কিনা! :D ধন্যবাদ !

৩| ০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


মরিচীকা প্রথমে মরুভুমির বালিতে ছিলো,পরে মানুষের হাতে পড়ে কমিউনিজম নাম ধারণ করেছে।

০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:৪২

টারজান০০০০৭ বলেছেন: হা হা হা ! =p~ আসলে কম্যুনিজম হইলো খালি হাতে টাকি মাছ ধরা !

৪| ০৪ ঠা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো লাগলো কৌতুকগুলি। পুঁজিবাদ নিয়েও জোকস আছে। যেমন;

একঃ
দুইজন লোককে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। খাওয়ার জন্য অন্য কোন ব্যবস্থা নাই শুধু রুমে একটা কেক রাখা আছে।

প্রথম জন ভাবছেঃ এখন আমার হাতে দুইটা অপশন আছে।
১। আমি কেকের অর্ধেক খাবো আর বাকিটা দ্বিতীয় জন খাবে।
২। আমি দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করে পুরো কেক খেয়ে ফেলবো।

প্রথম লোকটা দ্বিতীয় অপশন গ্রহণ করে দ্বিতীয় লোকটাকে খুন করে ফেলল এবং কেক খাওয়া শুরু করলো। অর্ধেক কেক খাওয়ার পরে সে খাওয়া বন্ধ করে দিল আর মনে মনে বলল অর্ধেকের বেশী আমার পক্ষে খাওয়া সম্ভব না।

দুইঃ
বাবা ছেলেকে ২০০ টাকা দিয়ে বার্গার কিনতে পাঠালো। ছেলে বহু দূর পথ হেটে ঘেমে নেয়ে খাবারের দোকানে পৌঁছাল। দোকানদারকে ১ টা বার্গার দিতে বলল। বার্গার দেয়ার পরে দোকানদার বলল যে এটার দাম ৩০০ টাকা। ছেলেটা বলল আমার কাছে মাত্র ২০০ টাকা আছে আর আমি অনেক কষ্ট করে হেটে এখানে এসেছি ১ টা বার্গার কেনার জন্য। দোকানদার বার্গারটা ছেলেটার হাত থেকে নিয়ে নিল আর বলল যে সরি ২০০ টাকায় আমরা বার্গার বেচি না। ছেলেটা কাঁদতে কাঁদতে আবার বহুদূর পথ পায়ে হেটে বাবার কাছে আসল। বাবাকে বলল বাবা তুমি আমাকে যথেষ্ট পরিমান টাকা দেও নি।

বাবা বলল বাবা এটাকেই পুঁজিবাদ বলে।

তিনঃ ছোট্ট ছেলে জনি বাবাকে জিজ্ঞেস করলো বাবা পুজিবাদ কি জিনিস? বাবা বলল তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আমি হলাম পুঁজিবাদী কারণ আমি সংসারের জন্য আয় করে থাকি। তোমার মা হোল হোল সরকার কারণ সে টাকা ম্যানেজ করে। বাসার কাজের মেয়েটা হোল ওয়ারকিং ক্লাস। তুমি হলে জনগণ আর তোমার ছোট্ট বোনটা হোল ভবিষ্যৎ।

ছোট্ট জনির রাতে ঘুম ভেঙ্গে গেল। দেখে তার ছোট বোনটা কাঁদছে। তাই সে মাকে খুঁজতে গেল। গিয়ে দেখে মা ঘুমাচ্ছে। তখন সে বাবাকে খুঁজতে গিয়ে দেখে বাবা আরেক রুমে কাজের মেয়ের সাথে শুয়ে আছে।

সে তখন তার বিছানায় ফিরে গিয়ে তার ছোট বোনকে বলল আমি এখন বুঝেছি পুঁজিবাদ কি জিনিস। পুঁজিবাদ হোল পুঁজিবাদী ওয়ারকিং ক্লাসকে চো... ন দেয়। সরকার তখন ঘুমিয়ে থাকে। জনগণের কথা কেউ শোনে না আর ভবিষ্যৎ নোংরা আবর্জনায় ডুবে থাকে।

০৪ ঠা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

টারজান০০০০৭ বলেছেন: চমৎকার ! কাঁচামরিচের কেজি ১২০০ টাকা হওয়ায় আমরা কি তাহলে পুঁজিবাদের মূর্ধন্য খাইতাছি ? :(

৫| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৮:৪৪

এইযেদুনিয়া বলেছেন: =p~

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১০:২৯

টারজান০০০০৭ বলেছেন: :D

৬| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৯:৩৮

কামাল১৮ বলেছেন: যখন পৃথিবীর সকল মানুষ (বেশির ভাগ মানুষ) নিজের স্বার্থের কথা না ভেবে সমাজের সার্থের কথা ভাববে তখন আসবে কমিউনিজম।এটা চিন্তায় আনা খুবই কঠিন কাজ।স্বার্থপর মানুষের পক্ষে এটা চিন্তা করা এক অসম্ভব কাজ।তাই তারা উপহাস করে।

মার্ক্স এটা যুক্তি দিয়ে বুঝিয়েছেন।বাস্তবে এর প্রয়োগ হতে হাজার হাজার বছর বাকি।এটার প্রথম স্তর সমাজতন্ত্রী হওয়া।পৃথীবির অনেক মানুষ এখন সমাজতন্ত্রী।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১০:৪৩

টারজান০০০০৭ বলেছেন: যখন পৃথিবীর সকল মানুষ (বেশির ভাগ মানুষ) নিজের স্বার্থের কথা না ভেবে সমাজের সার্থের কথা ভাববে তখন আসবে কমিউনিজম।
কম্যুনিজমের তত্বগুলো লইয়া বহু পরীক্ষা চালানো হইয়াছে। মানব সম্প্রদায়কেই গিনিপিগ বানানো হইয়াছে ! বাস্তবে সবই কাজীর গরু , উহার উপযোগিতা কেতাবেই রহিয়া গিয়াছে ! বরং কমিউনিজমকে কল্পবিজ্ঞানের কোন শাখায় রূপান্তর করিলে মন্দ হয় না !

এটা চিন্তায় আনা খুবই কঠিন কাজ।
যাহা সাধারণের চিন্তায় আনা কঠিন , তাহা সাধারণের কাছে গ্রহণযোগ্য হইবে না ,সহজ হিসাব !

স্বার্থপর মানুষের পক্ষে এটা চিন্তা করা এক অসম্ভব কাজ।তাই তারা উপহাস করে।
জগতের সকলেই স্বার্থপর। একেকজনের স্বার্থ একেক রকম ! কম্যুনিজমের বৈশিষ্টের কারণেই উহা উপহাসের বিষয় হইয়াছে !

মার্ক্স এটা যুক্তি দিয়ে বুঝিয়েছেন।বাস্তবে এর প্রয়োগ হতে হাজার হাজার বছর বাকি।
যাহার উৎপত্তি হইতে হাজার বছর পরে মানুষের কাজে আসিলেও আসিতে পারে তাহা হাজার বছর পরে আসিলেই ভালো হইতো ! কল্পবিজ্ঞানের সাথে কিন্তু খুব সুন্দর মিলিয়ে যায় !

এটার প্রথম স্তর সমাজতন্ত্রী হওয়া।পৃথীবির অনেক মানুষ এখন সমাজতন্ত্রী।
দুয়েকজন আঁতেল ব্যাতিত কেহই সমাজতন্ত্রী নহে ! সামাজিক সহানুভূতি সমাজতন্ত্র নহে !

ধন্যবাদ !

৭| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:১১

কামাল১৮ বলেছেন: পৃথিবীর দুটি বৃহত জনবসতির রাষ্ট্রে সমাজতন্ত্র ছিলো বহু বছর।ইউরোপের অনেক দেশ এখন মিশ্র অর্থনীতি।এটা যে কাল্পনিক কোন তত্ত্ব না এটা প্রমানিত।

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১১:৩৬

টারজান০০০০৭ বলেছেন: পৃথিবীর দুটি বৃহত জনবসতির রাষ্ট্রে সমাজতন্ত্র ছিলো বহু বছর।

জী , ওই দুই রাষ্ট্রে ব্যর্থ প্রমাণিত হওয়ায় সমাজতন্ত্র দুনিয়া হইতেই বিদায় লইয়াছে ! উহা ইতিহাস হইয়া গিয়াছে। ভবিষ্যতেও একাডেমিয়াতে পড়ানো হইবে সন্দেহ নাই ! তবে বাস্তব প্রয়োগ আর হইবে না !

ইউরোপের অনেক দেশ এখন মিশ্র অর্থনীতি।এটা যে কাল্পনিক কোন তত্ত্ব না এটা প্রমানিত।
মিশ্র অর্থনীতিতো কম্যুনিজম নহে ! তত্ব কিভাবে প্রমাণিত হইলো? সামাজিক নিরাপত্তা সমাজতান্ত্রিক অর্থনীতির ফল হওয়ার কথা ছিল , কিন্তু হয় নাই ! বরং পুঁজিবাদ নিজেদের স্বার্থেই সামাজিক নিরাপত্তা নিশ্চিতে আগাইয়া আসিতেছে ! তাই অর্থনীতি মিশ্র হইয়াছে ! উহাতে কম্যুনিজমের কোন কৃতিত্ব আছে বলিয়া মনে হয় না !

৮| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: বেশ।

০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৩

টারজান০০০০৭ বলেছেন: B:-)

৯| ০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৩

অপু তানভীর বলেছেন: কৌতুক পড়ে আমার কামাল সাহেব মনে হচ্ছে বহুত অফেন্ডেড হুয়ে গেছে । তবে শেষ কৌতুকটা আগে লিখলে ভাল হত । আমাদের কামাল সাহেবের আবার পোস্টের প্রথম লাইণ পড়েই মন্তব্য করার স্বভাব । শেষটা সম্ভবত তিনি পড়েন নি । :D

০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৬

টারজান০০০০৭ বলেছেন: নাহঃ ! উনিতো সুন্দরভাবেই মন্তব্য করিয়াছেন ! সিনিয়র ব্লগার , ইতিহাসের অনেক কিছু দেখিয়াছেন। তবে গাজী কাহুর মতনই সমাজতন্ত্রের আশেক ! তাই কৌতুক পড়িয়া কষ্ট পাইয়াছেন ! উনাদের ধারণা সমাজতন্ত্র মানুষে বোঝে না ! বুঝিলে সমাদর করিত ! কিন্তু যাহা সাধারণ বোঝে না , তাহা যে সাধারণ গ্রহণ করে না এই সহজ সত্য উনাদের অনুধাবন হয় না ! যাহারা যৌবনে বামপন্থী ছিলেন , ব্যাপক পড়াশোনা ও যোগ্যতা থাকা সত্বেও এই গোলকধাঁধা হইতে বাহির হইতে পারেন না ! ইহাদের দেখিয়া আমি মোটিভেশনের লেভেল পরিমাপের চেষ্টা করি আর আশ্চর্য হই ! B:-)

১০| ০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কমিউনিজমের ভাত নেই। তবে পুঁজিবাদও কিন্তু রসগোল্লা না।

০৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:১৬

টারজান০০০০৭ বলেছেন: কম্যুনিজম কবরে চলিয়া গিয়াছে, ইতিহাস হইয়া গিয়াছে ! পুঁজিবাদ বৃদ্ধ হইয়া গিয়াছে, কবরে যাওয়ার পথে ! সামনের বিশ্ব মিশ্র অর্থনীতির হইবে ! উৎপাদনের সুবিদার্থে পুঁজিবাদ নিজেই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করিবে ! টেকনোলজি , আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা স্বত্বেও দক্ষ জনশক্তির চাহিদা থাকিবে, যাহাদের উৎপাদনশীলতা রক্ষা করার জন্যই পুঁজিবাদী শক্তি নিজেই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করিবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.