![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাগরণে বা স্বপ্নে,আনমনে কিংবা শিহরণে,
হৃদয়ের খুব গভীরে সেখানে প্রানে,
বসে আছো সব সময় তাই ভাসে দুই নয়নে।
আমি আমাতে নাই,যেখানেই যত দূর বহুদূরে যাই,
যত হয় চেনা যেনো তোমাতেই জানা
আর ঘুরে ঘুরে অবশেষে তোমাকেই পাই,,।
লাগে না ভাল যেনো আমি একা একা,,
দেখিলে তোমার মুখ যেনো হই আরো ফাকা,
ইচ্ছে জাগে কিছু বলি অনুরাগে,
যেনো আমিই প্রথম হতে সবার আগে।
তবুও থেমে যাই,বয়ে নিয়ে যাই,
আকাশ সমান এই অব্যক্ত কথা,
কোন দিন আমি যেনো„„
হই না তোমার দুঃখ কোন,
আমি একা নিতে চাই সকল ব্যথা।
২| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৯
Tas DE Sun বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০২
খায়রুল আহসান বলেছেন: "তবুও থেমে যাই,বয়ে নিয়ে যাই,
আকাশ সমান এই অব্যক্ত কথা" - এই কথাগুলো ভালো লাগলো।