![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি প্রিয়তমা।
_______________
তোমায় নিয়ে ইচ্ছেরা উত্তরে হাওয়ায় ভাসে,
মৃদু শীতের উষ্ণ রোদে মনের মাঝে হাসে,।
ইচ্ছে হলে নিও তুমি ভেসে যাওয়া কথা,
একা উড়ে বেড়ায় ওরা পায় ভীষণ ব্যথা।
ভেজা ঘাসের দিঘীর জলের পদ্ম রইল জমা,
তেপান্তরের এ পথে একা হাটছি প্রিয়তমা।
আমার পায়ে ভেজা শিশির আর দিঘী মাঝে জল
দুই চোখেতে লুকিয়ে আছে শ্রাবণ মেঘের ঢল।
কথা বলতে গিয়ে চুপ আমি হাসতে গিয়েও থামি,
মনের ভিতর মন দ্বন্দ্ব লাগে কোন কথাটা দামী।
তাই তো আমি দূর থেকে তাকিয়ে শুধু দেখি,
একা একা আপন মনে ভালবাসার ছবি আকি।
অনুভূতির চাদর গায়ে মেখে ঢেকে রাখি মুখ,
নাইবা পেলাম তবু তোমায় দেখেও অনেক সুখ।
______________
২| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৭
Tas DE Sun বলেছেন: ধন্যবাদ ভাইয়া,চেষ্টা করব
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪
খায়রুল আহসান বলেছেন: আরেকটু চেষ্টা করলে ছন্দটাকে ঠিক করা যেত।