নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Tas DE Sun

Tas DE Sun › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার সুখ চাই।

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলে একটা মেসেজ পেলাম তাতে লেখা "প্রিয় গ্রাহক আজ থেকে আপনার আর প্রতি কলে ভ্যাট দিতে হবে না,ভ্যাট সীম কোম্পানি বহন করবে"।মেসেজ টা পড়ে মনে হলো সকাল টা আজ মন্দ না,,,।
মা সকালের নামাজ পড়েই নাস্তা তৈরি করেন,ব্রাশ করে এসে মার সাথে হেলান দিয়ে বসে খাওয়া শুরু করলাম। নাস্তা করে কলেজে যাবার জন্য বের হয়ে রিক্সায় উঠে বাজারে নামার পর ভাড়া বিশ টাকা দিলাম কিন্তুু উনি ১৫টাকা নিলেন,,! কিছুটা বিস্মিত চোখে তাকিয়ে CNG তে উঠে পিছনে বসে বাহিরে তাকিয়ে দেখে রাজনৈতিক দলের বিশাল বড় বড় সাইনবোর্ড গুলি নাই!! ২জন লোক আসতেই CNG ছেরে দিলো অথচ অন্য দিন সামনে ও ২জন লোক নেয়!! বাসে উঠে ভাড়া দিলাম ১০টাকা অথত কনট্রাকদ্বার আমারে ২টাকা ফেরত দিলো!! গত বছর প্রতি কি,মি তে ভাড়া বেড়ে ছিলো ৫০ পয়সা তাই ৭টাকা হবার কথা অথচ এতদিন নিয়েছে ১০টাকা।কলেজে গেলেই কলেজের গেইটে দারোয়ান চা খাবার টাকা চাওয়া প্রতিদিনের রুটিন,,।আজ তিনি উল্টো ছাত্র সংসদে চা খাওয়াচ্ছেন সবাইকে!!!! অফিস রুমে সফি স্যার সারা জীবন ফাপরের উপ্রে রাখলো তিনি ভাল মন্দ জিগ্যেস করেই অনার্স পাশের সার্টিফিকেটা ধরিয়ে দিলেন।চা কিংবা মিস্টি উল্টো খেয়ে যেতে বলছেন! ৩য় বারের মত বিস্মিত হয়ে প্রিন্সিপাল এর রুমের দিকে তাকিয়ে মুখ হা হইয়ে গেলো!!! ওখানে বন্ধুরা বসে আছে আড্ডা দিচ্ছে!!।সালাম দিয়ে ঢুকতেই বসার জায়গা পেয়ে বসে গেলাম,,।তিনি আমাদের চাকরী করার জন্য ব্রিফিং দিচ্ছেন এবং কয়েকটা কোম্পানির অফিসার ও এখানে বসা!পরিবেশ দেখে তাল গোল পাকিয়ে গেলো!!! ঠিকানা এবং সার্টিফিকেট এর কপি রেখে দিলো এবং এক সপ্তাহের ভিতরে জানাবে বলল।
কলেজের ছাত্র সংসদের সভাপতি মাসুদ নেতার সাথে দেখা যে কিনা আমার উপর বিরক্ত কারন ওর সাথে আমি সময় দেইনি সে আজ কোলাকুলি করে খুব মন খারাপ করছে যে আমরা কলেজ থেকে একবারে ছারপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি,,। অনেক বন্ধুদের সাথে দেখা সবাই খুব ভালো আছে,,মাহিন ব্যবসা করতে চেয়েছে ছোটবেলা থেকে তাকে তার বাবা ব্যবসার জন্য সহযোগিতা করবে বলেছে,,রোমানার বিয়ে হবে হবে নিয়ে অনেক ঝামেলা চলছিল ,সে বিয়ে করবে না প্রতিষ্ঠিত না হয়ে,অবশেষে ওর বাবা মা ও সম্মতি দিয়েছে আরো পড়াবে,,।মইন কলেজে সারাজীবন টাংকি আর রেগিং করে সময় কাটালো সে আজ ভাল ছেলের ভূমিকায়,,,।সব কিছুই যেনো পেইন মনে হচ্ছে,,,।বাসায় চলে এলাম,মা বাবা চাকরীর কথা শুনে খুশি,সপ্তাহের ভিতরে জয়েন করে দিলাম,,। সর্বপ্রথম মাসের টাকা দিয়ে বাজারে গিয়ে দেখলাম পেয়াজ ১৫ টাকা আলু এখনো আগের ১০ টাকায় রয়ে গেছে।যারা অনাগ্রহ করতো তারা আজ বন্ধুত্বের চেয়ে বেশি সম্পর্ক বজার রাখতে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে,,।সপ্তাহেও এখন ব্রেকিং নিউজ হয় না,,,।এক শুক্রবার দেখি ব্রেকিং নিউজ হলো জয় সাহেব এবং তারেক জিয়া সাহেব বাইতুল মোকারমে এক কাতারেই নামাজ পড়ছেন, ,। মা কে ডেকে জিগ্যেস করলাম মা দুনিয়া এত তারাতারি কিভাবে বদলায়!! মা বলল মানুষ চাইলে সব পারে।
শীতকালে মার হাত পা ফেটে যায়, টিভি দেখার সময় পাই না তবুও যতখন দেখি তখন বিজ্ঞাপন একদমই থাকে না অথচ আগে বিজ্ঞাপনের ফাকে ফাকে অনুষ্ঠান দেখাতো।অনেক খন বসে থেকে বিজ্ঞপনের দেখা পেলাম এবং একটা কোম্পানির বিজ্ঞাপন পছন্দ হলো এবং কেনার জন্য ভাবলাম।
ছোট বোন বাড়ি আসলো,এসেই জিগ্যেস অতীতের মতই জেড়া শুরু করে দিলো,মোবাইল, ডায়রি এবং আমার ড্রয়ার ও ম্যানিব্যাগ খুজেও কোন মেয়ের সাথে সম্পর্কে কিছু পেলো না,হতাস হয়ে ধমক দিয়ে বললো তোমার জীবনে কি একটা প্রেম করতে পারোনি, এখন বিয়া করাবো তোমারে,এ যুগে কি কেউ এমন আহাম্মক আছে!!!

হঠাং করে ঘুম টা ভেঙ্গে গেলো!! মোবাইল টা হাতে নিয়ে দেখি মেসেজ এসেছে সীমের অফিসিয়াল নাম্বার থেকে,সরকার কল রেটের উপর ভ্যাট বাড়িয়ে ২৫% করেছে,,এবং স্বপ্ন থেকে বাস্তবে চলে এলাম।প্রতিদিনের মতই আবারো হতাস নিয়ে দাত ব্রাশ করছি, বাহিরে যেতে হবে পকেটে টাকা নাই আর বড় হয়ে বাবা মার কাছে বেকার ছেলেদের টাকা চাইতে কি পরিমান লজ্জা কাজ করে তা শুধু তারাই জানে।

তবুও সুখি জীবনযাপনের চেষ্টা চলছে অবিরত।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: :):):)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

Tas DE Sun বলেছেন: :D :P

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: "মা বললো, মানুষ চাইলে সব পারে" - মা ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.