নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“নিতান্ত শায়িত আমি / কোথা আছি / কেউ তা জানে না শুধু / মাছেদের / রাষ্ট্রযন্ত্র তটস্থ / সমাজ / তারা জানে আমার / স্ট্যাটাস” -(ব্রাত্য রাইসু)

তাওহিদ হিমু

.

তাওহিদ হিমু › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাসের দায় কি রাজনৈতিক দলের না?

১২ ই জুলাই, ২০২৫ রাত ১২:০৭

একবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আজ ভাইরাল হওয়া পুরান ঢাকার নৃশংস ঘটনাটির মত একটি ঘটনার দৃশ্য আমি দেখেছিলাম, যদিও সেবার কেউ খুন হয়নি। দৃশ্যটা মনে পড়লে আজও ট্রমাটাইজ হই।

দলীয় কর্মী ব্যক্তিগত স্বার্থে খুন-খারাবি জুলুম-নিপীড়নে জড়ালে তাঁর দলকেও দায় নিতে হবে। কারণ দোষী ব্যক্তি নিপাট সজ্জন থেকে হঠাৎ খারাপ হয়ে যায়নি, বরং খারাপ থাকা অবস্থায় দলের আশ্রয়-প্রশ্রয়-পদ পেয়েছিল। এমন লোকদের দলে যুক্ত করা অবশ্যই দোষের। তাও কেন যুক্ত করে? ক্ষমতায় যেতে? না। হাসিনার পতন তো বিএনপি-জামাতের গুণ্ডা-সন্ত্রাসী কর্মীরা ঘটায়নি, সাধারণ ছাত্র-জনতা ঘটিয়েছে। ভোটের অধিকার ফেরত পেয়ে সামনে ভোটও দেবে তাঁরা। বড় দলের শেল্টার ছাড়া কোনো সন্ত্রাসীর পক্ষে টিকে থাকা সম্ভব না।

রাজনৈতিক দলগুলো গুণ্ডা-সন্ত্রাসী পোষে মূলত চাঁদাবাজি-দখলবাজির নিয়ন্ত্রণ করতে। বড় নেতারা ছোট নেতাদের মাধ্যমে গুণ্ডাদের খাটিয়ে চাঁদা ও দখলবানিজ্য চালায় (পুলিশ ও রাষ্ট্রীয় সংস্থাগুলোকেও তাঁরা ব্যবহার করে) এবং লাভের সিংহভাগ লুফে নেয়। গুণ্ডাদের কেউ আকাম করে ভাইরাল হলে তাকে বলি দেয় নিজেদের ইমেজ ভাল রাখতে। দরিদ্র পরিবার ও খারাপ পরিবেশ থেকে উঠে এসে রাগি অপরিণামদর্শী কাবোদাচো সন্ত্রাসীটা মরার আগে জানেই না যে, কার চালে সে মরে গেল। দেশ নষ্টের মূলে আছে বড় নেতাদের চাঁদা, দখল, লুট। টেম্পু স্ট্যান্ডের ১০টাকা চাঁদা থেকে ব্যাংক/কারখানা দখল, কিছুই তাঁরা ছাড়ে না। জনগণের রক্তের টাকায় দেশে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ে।

এর সমাধান কি? কেউ বলে আইনের শাসন প্রতিষ্ঠা, কেউ বলে নাগরিক সচেতনতা, কেউ বলে শিক্ষা, কেউ বলে জাতির নৈতিক উন্নতি, কেউ বলে অর্থনৈতিক উন্নতি, কেউ বলে ধর্ম, কেউ বলে ক্রসফায়ার, কেউ বলে অমুক দল হটাও, কেউ বলে ইত্যাদি ইত্যাদি। আমি জানি না সমাধান কি। গবেষণা হওয়া দরকার। বোধ হয়, প্রথম দুটো কাজে দেবে- আইনের শাসন ও নাগরিক সচেতনতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.