নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাডেশ এগিয়ে যাবে ....... সামনের দিকে

শেখ সাদি শুভ

শেখ সাদি শুভ › বিস্তারিত পোস্টঃ

হাসপাতালের ডাক্তারদের সেবার মান এবং তাদের চারিত্রিক গুনাবলী

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ৮:১৪

আজকাল কসাইরা বুঝি গরু- মহিষ কাটা বাদ দিয়ে হাসপাতালে অবস্থান শুরু করেছে,

ডাক্তার হেয়েছেন কিংবা হতে চায় তাদেরকে যদি প্রশ্ন করা হয় ,আপনি ডাক্তার হলেন কেন কিংবা হতে চাঙ?



মানুষের সেবা করতে চাই,জনগণের সেবাই নিজেকে বিলিয়ে দিতে চাই, অনেক সুন্দর ও ভাল কথা তবে এর চেয়ে ভন্ডামি কথা মনে হয় রাজনীতিবিদরাও খুব একটা বলেনা...।।



কিন্তু আসল কথা হল......কসাইরা যেমন গরু কম দামে পাবার লোভে চোরদের সাথে সম্পর্ক রাখে তেমনি ডাক্তাররাও বিভিন্ন,মেডিসিন কোম্পানি ল্যাব ,ডায়াগন্সটিক সেন্টার ইত্যাদি এর সাথে সম্পর্ক রাখে কমিশন এর লোভে ...।। আরো ও আছে মরা রোগী কে সার্ভিস দেয়ার চার্জ , সরকারি চাকরি করবেন অফিস করবেন না, রোগী আসলে কমিশন এজেন্টদের কাছে ট্রান্সফার ,গ্রামে থাকবেন না , জীবনেও সময় মত হাসপাতালে আসবেন না, একই অপারেশন দুই -তিন বার করার চার্জ কেননা রোগির পেটে যে আপনি কাচি ফেলেই সেলাই করে ফেলেছেন...



কসাই যেমন গরুকে জবাই করার সাথে সাথে গরু থেকে মাংস কাটা শুরু করে দেয় যদিও গরু নড়াচড়ি করতেছে...... তেমনি ডাক্তাররাও ,আপনার কাছ থেকে টাকা খোয়ানোর ধান্দায় থাকে, তোমার যতটুকো সার্ভিস চার্জ প্রয়োজন তুমি নাও রোগীর কাছ থেকে কিন্তু এর পরও কমিশন খাবার কি দরকার,



বলা হয়ে থাকে ডাক্তারী পেশা সবচেয়ে পবিত্র পেশা ...।। আজ যদি তুলনা করা হয় কোন পেশা সবচেয়ে জগণ্য তাহলে সবার আগে না হলেও কাছেই থাকবে ...... টাকা দিয়ে বাজার করতে পারি কিংবা যেকোন জিনিশ কেনাকাটা করা সম্ভব । তেমনি ডাক্তারি সেবাও ...... সুতরাং ডাক্তারি পেশাকে পবিত্র,মানব সেবার পেশা বলার কোন দরকার আছে কিনা জানিনা ,আমার কাছে ডাক্তারি পেশাটাকে এখন অতি সাধারণ কিন্তু অতিরিক্ত সার্ভিস চার্জ আদায়কারী পেশা মনে হয় '





যাই হোক, ডাক্তার দের গাফিলাতির একটা উদারন দেই...।। আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছি...। আমি ভুল করলে সামান্য ক্ষতি হবে কিন্তু একজন ডাক্তার ভুল করলে একজন এর জীবন যাবে ...। ঠিক তেমনিই আমার এক মামা তার মাকে নিয়ে গেছেন একজন বড় ডাক্তার এর কাছে ...মানে ডাক্তার এর নামের শেষে বহুত টাইটেল দেয়া আছে সুতরাং তিনি বড় ডাক্তারই হবেন, গ্রামের মানুষ তাই একটু কমই বোঝেন ...। আমিত জানি ডাক্তাররা ছয় মাসের কোর্স করেও নামের পিছনে টাইটেল লাগায় ... এমন টাইটেল নামের পিছনে যোগ করলে আমার বাবার নাম বেশ কয়েকজন ডাক্তার এর নামের চেয়ে বড় হবে

যাই হোক, রোগীর নাকে পেইন ডাক্তার সাহেব বললেন ওনার দাতে প্রবলেম তাই তিনি ডেন্টিস্ট এর কাছে ট্রান্সফার করে দিলেন ফোন করে আর ডেন্টিস্ট ওনার তিনটা ভাল দাঁত ফেলে দিলেন... রোগীর অবস্থা খারাপ তাই জেলা সদর থেকে ঢাকা্‌,, এবং এবার ডাক্তাররা বলে ওনার নাকে প্রবলেম এবং আগের ডাক্তার ভুল ট্রিটমেন্ট করেছিল ...



ভুল ট্রিটমেন্ট হবেনা কেন, যেদেশের নিম্নমানের প্রাইভেট মেডিকেল কলেজ এর অভাব নেই ,কতটা নিম্নমানের হতে পারে তা এই প্রস্তাবটা শুনলেই বুঝা যায়,'এইবার মেডিকেল কলেজ গুলোর মালিকরা একজোট হয়ে সরকারের কাছে সুপারিশ করেছে ভর্তি পরিক্ষয় পাশ মার্ক যেন মাত্র ১১০ করা হয় ২০০ নাম্বার থেকেযেখানে ১০০ মার্ক ই হল SSC ,HSC স্কোর ... যেই মার্ক নিয়ে জাতীয় কলেজয়ে ভর্তি হওয়া যায় না সেখানে তার চেয়ে কম মার্ক পাওয়া দের নিয়ে ডাক্তার বানাবে



আগে শুনতাম সবচেয়ে ভাল ছাএ রা মেডিকেল এ পড়ে, তাদের মানব সেবার অবস্থা দেখলেই মাথা খারাপ হ ওয়ার জোগাড় আর এই নব্য ডাক্তার যারা হওয়ার পথে কিংবা হতে চান তাদের সেবার মান কেমন হবে তা আল্লাহ মালুম ......

পৃথিবী এগিয়ে যাচ্ছে আর আমাদের দেশের ডাক্তারদের মান এবং সেবা পড়ে যাচ্ছে



গত কিছুদিন হাসপাতালের সাথে আমার নিবিড় সম্পর্ক ছিল যেহেতু আমার দাদুর স্ট্রোক ,মার অপওপারেশন এবং আমার ছোট বোনের প্রব্লেম ছিল নিজের চোখে দেখা নয় আমার নিজ অভিজ্ঞতার আলোকে কথা গুলো লিখলাম



ডাক্তারা কি কসাইদের সম্পর্কে জ্ঞাতি কিংবা জাতি ভাই তা আল্লাহ এবং সাধারণ জনগনই জানে — feeling guilty.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.