নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
ঘুম না আসাটা স্বাভাবিক ব্যাপার। আমার ক্ষেতে এই স্বাভাবিক জিনিসটা হয় বেশী। ধরেন বিছানায় শুয়ে আছি কিছু একটা চিন্তাভাবনা করতেসি কনশাচ মাইন্ডে। আমার সাবকনশাচ মাইন্ড ঐ ভাবনাটার একটা এন্টিডোট বানাইতেসে!! এইবার দুইজনে গ্যাঞ্জাম লাগায়ে ঘুমের বারোটা!!! ব্যাপারটারে যদি জিওমেট্রিক প্যাটার্নে সাজাই তাহলে ব্যাপারটা হইতেসে "সিম্পল ট্রায়াঙ্গল ইন আ সার্কেল " এই সার্কালের উপ্রে আরো কিছু বিন্দু বিন্দু চিন্তাভাবনা জমতেসে। ব্রেইন সেই ডটগুলারে আবার জয়েনিং দিয়ে নতুন নতুন ট্রায়াঙ্গল বানাইতেসে। হ জ ব র ল টাইপ অবস্থা।
আমার বিয়ের আগের দিন রাতেও আমার ঘুম আসেনাই। বিয়েশাদী শেষ। ভাবলাম কম্যুনিটি সেন্টার থেকে বের হয়ে রিকশা নিয়ে সরাসরি ফার্মেসীতে গিয়ে একটা ডরমিকাম নিয়ে আসি। ঐখানেও ভাবনাচিন্তা শুরু হইল। ধরেন বিয়ের পাঞ্জাবী পইরা গেসি ঘুমের ওষুধ আনতে। দোকানদার মুচকি হাইসা বলতেসে "ভাই বুঝসি লজ্বায় কিছু বলতে পারতেসেন না" এই বলেই স্কয়ার একটা প্যাকেট কাগজে মুড়ে আগায়া দিল। বাকী লোকজন হাসতেসে। বাজে ব্যাপার।
তো, এই না ঘুম আসার ব্যাপারখানা অবশ্য কাজে লাগানো যাইতে পারে। আমি এই সময় উচ্চমার্গ সব চিন্তাভাবনা করি। লোকজন অবশ্য এইটার নাম দিসে এবস্ট্র্যাক্ট আর্ট আর্ট। আমি সময়টা এবস্ট্র্যাক্ট আর্ট আর্ট কইরা কাজে লাগাই। দালির "দ্য মেটামরফোসিস অব নারসিসাস" টাইপ তেলরঙ দিয়ে করা ছবি টাইপ আর্ট না। আমি আমারে চিন্তাভাবনা করি। আমারে আঁকি। আমি নিজেই ডিফ্রেট সব প্লাটফর্মে।
যেইটারে ভাল্লাগে সেই আমিটারে রাইখা দেই কয়েকদিনের জন্য। বাকীগুলা রিসাইকল বিনে। আমার আরো একটা ব্যারাম আছে। আমি নার্সিসিজমে ভুগি। ভালো লাগা আমিরে বারবার উল্টায়ে পাল্টায়ে দেখি। অভিভূত হই!!
আমি অপেক্ষা করতেসি ঐ আমিটারে খুইজা পাইতে যেইটার জন্য আমি পুরোপুরি নার্সিসাস কমপ্লেক্সে পইড়া যাবো। বারবার উল্টায়ে পাল্টায়ে ঐ আমিটাই থাকবো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
তেলাপোকা রোমেন বলেছেন: মানসিক চাপ বাড়ানো উচিৎ (ব্যক্তিগত মতামত)
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ কবি। ভালোবাসা নিবেন
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
শায়মা বলেছেন: আমার অবশ্য ঘুমের কোনো প্রবলেম নাই তবে ঘুমের আগেই আমি সর্বদা স্বপ্নের জগতে বিচরন করি ....
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
তেলাপোকা রোমেন বলেছেন: ইয়ে, তুমি স্বপ্ন দ্যাখা কমাও আপাতত। বুড়া হইতেস
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: বিমূর্ত শিল্প বা এবস্ট্র্যাক্ট আর্ট। এবোস্ট্রপিক বলে ব'লে আমার জানা নাই। ক্ষেতে, টাইপোটা ঠিক ক'রে নিয়েন। বলার এই ক্যাজুয়াল ভঙিটা আমার ভালো লাগে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
তেলাপোকা রোমেন বলেছেন: বলার এই ক্যাজুয়াল ভঙিটা আমার ভালো লাগে
আমারো ভাল্লাগে। এইটা একধরনের রিভেঞ্জ বলা যায়। এবস্ট্র্যাক্ট বানানটা ভুল করসিলাম। ঠিক কইরা দিসি
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯
ঋতো আহমেদ বলেছেন: নজড় কাড়ার মতোই। ভালো। আরো পড়তে চাই। আশা করি হতাশ হবো না।++
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩
তেলাপোকা রোমেন বলেছেন: ধৈর্য্য ধইরা থাকেন। আরো দেয়া হবে :প
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: পড়লাম।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
তেলাপোকা রোমেন বলেছেন: প্রতিমন্তব্য ছুঁড়লাম
৭| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭
ফয়সাল রকি বলেছেন: আমি যখন তখন যেখানে সেখানে ঘুমাতে পারি। লোকাল বাস, ট্রেন, সিএনজিতে ঘুমানোর দুর্দান্ত অভিজ্ঞতা আছে।
শুধুমাত্র ঘড়ির কাঁটায় রাত তিনটা পার হলে পরবর্তী কয়েকঘন্টা ঘুম আসে না! কাজেই সর্বোচ্চ রাত আড়াইটা পর্যন্ত জাগি!
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫
সোনালী ঈগল২৭৪ বলেছেন: মানসিক চাপ কমান , মনকে শান্ত করুন , দেখবেন ঘুমের সমস্যা থাকবেনা