![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংসার থেকে বিচ্ছিন্ন অসম্ভব আত্ম অহংকারী, আত্মকেন্দ্রিক বাউণ্ডুলে টাইপের একজন মানব সন্তান।
ফিলিস্তিনের ভূমিতে বিকট বিস্ফোরণের শব্দ
চারদিকে মৃত্যু দূতের কম্পন গুমগুম ধ্বনি।
নিমিষেই শূন্যে উড়ছে, গাছের ডাল,
ইট-পাথরের টুকরো এবং মানুষের খণ্ড-বিচ্ছিন্ন দেহ।
বারুদের গন্ধ, পোড়া কাঠ, পোড়া মাংসের গন্ধ
অনাহারী আহত শিশু মর্গে ছিন্নভিন্ন লাশের ভীড়!
কেউ দেখার নাই, এই ধ্বংসলীলা থামানোর কেউ নাই
ফিলিস্তিনিদের বেলায় পশ্চিমাদের মানবতা,
বরফ দেওয়া মাছের মত নিষ্প্রাণ ভাষাহীন।
গুটিয়ে নেওয়া ধর্মীয় কিতাব তাওরাত-যাবর-ইঞ্জিল
এক লাইনে বাবুদের প্রতিবাদ শেষ ব্যস.....
ভূমিদস্যু অত্যাচারী বেপরোয়া খুনী ইসরায়েল।
©somewhere in net ltd.