নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বাউণ্ডুলে টাইপের মানুষ!

ইথার রহমান

সংসার থেকে বিচ্ছিন্ন অসম্ভব আত্ম অহংকারী, আত্মকেন্দ্রিক বাউণ্ডুলে টাইপের একজন মানব সন্তান।

ইথার রহমান › বিস্তারিত পোস্টঃ

তুমি ফুলের মতই

২৮ শে মার্চ, ২০২৫ রাত ৯:১৫


ফুলের ভেতর থাকে এক মিষ্টি গোপন রহস্য,
যে রহস্য কখনো উঠে আসে রোদ্দুরের নীচে,
কখনো ঝরে পড়ে বৃষ্টির আঁচলে।
ফুল, তুমিই তো সেই কথা বলো,
যেটা কেউ শুনতে চায় না,
তুমিই তো সেই ভাষা, যা পৃথিবী বোঝে না।

তোমার পাপড়ির কোণে কোণে চাঁদের আলো,
তোমার সুবাসে মিশে থাকে না বলা কোনো গল্প।
যতবার তুমি খুলে যায়,
ততবার আমি হারিয়ে যাই,
তোমার মধ্যে সন্ধান করি নিঃশব্দ আনন্দ।

এভাবে ক্ষণিকের জন্য,
তুমি হয়ে ওঠো এক চিরন্তন স্মৃতি,
যা কখনো শুকায় না,
যা কখনো মরে না।
তুমি ফুল, আমার জীবনের একমাত্র সৌন্দর্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.