![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংসার থেকে বিচ্ছিন্ন অসম্ভব আত্ম অহংকারী, আত্মকেন্দ্রিক বাউণ্ডুলে টাইপের একজন মানব সন্তান।
দেশীয় পণ্যের মান উন্নত করতে না পেরে এবং সৎ ব্যবসা নীতিতে পুরোপুরি টিকতে না পেরে, অনেক দেশীয় উদ্যোক্তা এখন অন্য রাস্তা শর্টকাট রাস্তা নিচ্ছেন। তারা জানেন, বাংলাদেশের একটা বড় অংশ ধর্মীয়ভাবে আবেগপ্রবণ ও শিক্ষাগতভাবে দুর্বল। তাই তারা এই দুর্বল জায়গায় আঘাত করেই আবেগকে পুঁজি বানিয়ে ব্যবসা চালাতে চাইছে।
ইসরায়েল বয়কটের অনুভূতি এখন দেশী ব্যবসার হাতিয়ার!
আজকাল আমরা যা দেখি, তা হলো–বাজারে কিছু দেশীয় উদ্যোক্তা নিজেদের পণ্যের মান বা নীতিতে প্রতিযোগিতা না করে, বরং "ইসরায়েলি পণ্য" বলে কিছু বহুজাতিক ব্র্যান্ডকে টার্গেট করছে–যেগুলোর সঙ্গে ইসরায়েলের সরাসরি কোনো সম্পর্কই নেই!
যেমন:
Nestlé – সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি, কিন্তু বাংলাদেশের অনেকে এটাকে ইসরায়েলি বলে চালাচ্ছে।
PepsiCo – আমেরিকান কোম্পানি, যার কোনো অফিস বা কারখানা ইসরায়েলে নেই।
Starbucks – কোনো অফিস ইসরায়েলে নেই, ২০০৩ সালেই তাদের কার্যক্রম বন্ধ করেছে সেখানে।
Coca-Cola – বহু দেশে অপারেশন, কিন্তু সরাসরি ইসরায়েলি না।
McDonald’s & KFC – ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক কোম্পানি। বিভিন্ন দেশের লাইসেন্সধারীরা পরিচালনা করে, তাই প্রত্যেক দেশের ভূমিকা আলাদা।
Bata – অনেকে এটাকে বিদেশি বা ইসরায়েলি ভাবলেও, এর মূল উৎপত্তি চেক প্রজাতন্ত্রে, এবং বাংলাদেশে নিজস্ব কোম্পানি হিসেবে বহু বছর ধরে কার্যক্রম চালাচ্ছে।
এদের পণ্য হয়ত কেউ ব্যবহার না করতেই পারে, কিন্তু ইসরায়েলি বলে মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণের আবেগকে পুঁজি করা এটা কি নৈতিক ব্যবসা?
আর যারা এসব বয়কট আন্দোলনের সুযোগ নিচ্ছে, তাদের দিকে একবার ভালো করে তাকালেই ক্লিয়ার হবে।
তাদের অনেক পণ্যের মান সন্দেহজনক।
অনেকের উপাদান লেবেলই ঠিকভাবে লেখা থাকে না।
কাস্টমার সাপোর্ট নেই বললেই চলে।
অথচ তারা চিৎকার করে বলছে: “এই পণ্য নিলে তুমি মুসলিম, অন্যটা নিলে কাফেরদের সাপোর্ট করছো!”
এই যে ধর্মকে ব্যবসার বিজ্ঞাপন বানিয়ে ফেলা–এটা কি ধর্মের সম্মান? নাকি এর নাম ব্যবসার ধোঁকাবাজি?
আমরা দেশীয় পণ্যের পক্ষে, কিন্তু সেটি হতে হবে:
গুণগত মানে উন্নত,
নীতিতে স্বচ্ছ,
এবং বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার মতো সক্ষম।
আবেগ দিয়ে ব্যবসা চলতে পারে, কিন্তু টিকে থাকতে হলে লাগবে সততা, দক্ষতা আর বিশ্বাস। ধর্ম নয়, মান দিয়ে বিশ্বাস অর্জন করো!
©somewhere in net ltd.