নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেখ রাসেল কবির

Pending...

শেখ রাসেল কবির › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন আনে ফ্রাঙ্ক

১২ ই জুন, ২০১৪ রাত ১১:৪৭

“এই ছবিতে আমাকে যেমন লাগছে, সবসময় আমি তেমনই থাকতে চাই। তাহলে আমি হয়ত হলিউডে যাওয়ার একটা সুযোগ পেয়ে যেতে পারি।”

ওলন্দাজ ভাষায় লেখা লাইন দু’টোর বাংলা অনুবাদ অনেকটা এরকম। লাইন দু’টো পৃথিবীর ইতিহাসের সবথেকে আলোচিত ডায়রি থেকে নেওয়া। কথাগুলো লেখার সময় লেখিকার বয়স ছিলো মোটে ১৩ বছর। মেয়েটির নাম 'আনে ফ্রাঙ্ক'।



জার্মান বংশোদ্ভূত ওলন্দাজ ইহুদি পরিবারের মেয়ে আনে ফ্রাঙ্কের জন্ম জার্মানির ফ্রাঙ্কফুটে ১৯২৯ সালের এই দিনে। পরবর্তীতে জার্মানিতে হিটলারের নাৎসি বাহিনী ক্ষমতায় এলে আনে সপরিবারে ১৯৩৩ সালে নেদারল্যান্ডসের আমস্টার্ডামে এসে বসবাস শুরু করেন। কিন্তু ১৯৪০ সালের মে মাসে জার্মানরা নেদারল্যান্ডস দখল করে নেয় এবং ইহুদিদের ওপর দমনমূলক আইন চাপিয়ে দিতে থাকে। আনে তার ১৩তম জন্মদিনে ১৯৪২ সালের ১২ জুন তার বাবার কাছ থেকে একটি ডায়রি উপহারস্বরূপ পান। জার্মানদের দমন নিপীড়ন বেড়ে গেলে ঐ বছরই আনে ফ্রাঙ্কের পরিবার একটি বাড়ির পেছনের গোপন অংশে লুকিয়ে থাকা শুরু করেন। কিন্তু ১৯৪৪ সালের অগাস্ট মাসে জার্মান পুলিশ তাদের বাড়িতে হামলা করে তাদের আটক করে। ১৯৪৫ সালের ১২ মার্চ জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্পে তিনি মারা যান। তবে তার আগেই ১৯৪২ সালের ১৪ জুন থেকে ১৯৪৪ সালের ১ অগাস্ট পর্যন্ত তার জীবনের নানা খুঁটিনাটিসহ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের নানা রাজনৈতিক ও সামাজিক পটপরিবর্তনের কথা এবং ইহুদিদের ওপর জার্মান নিপীড়নের নানা দিক তিনি তার দিনলিপিতে লিপিবদ্ধ করে যান।



দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ফ্রাঙ্ক পরিবারের একমাত্র জীবিত সদস্য অটো ফ্রাঙ্ক আমস্টার্ডামে প্রত্যাবর্তন করেন এবং আনে'র ডায়রিটি খুঁজে পান যা ১৯৪৭ সালে তার উদ্যোগে প্রকাশিত হয়। ১৯৫২ সালে ডায়রিটির ইংরেজি অনুবাদ ‘দা ডায়রি অফ আ ইয়াং গার্ল’ নামে প্রকাশিত হয়।



* Anne Frank এর ওলন্দাজ উচ্চারণ হলো 'আনে ফ্রাঙ্ক'।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.