নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর আহমেদ

মিডিয়া

থার্ডআই

স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

থার্ডআই › বিস্তারিত পোস্টঃ

ট্রাবল মেকার

২৮ শে মার্চ, ২০০৭ সকাল ১০:৫৪

অঙ্ফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ লেকচার দিতে ডঃইউনুস এখন অঙ্ফোর্ডে অবস্থান করছেন। আজ তার নরওয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা। আজিজ পারদেশিয়া নামে বাংঙালী মালিকানাধীন বিখ্যাত রেস্টুরেন্টে মধ্যান্য ভোজে মিলিত হয়েছিলেন ডঃ ইউনুস, তার মেয়ে মনিকা ইউনুস এবং ছোট ইউনুস মুহাম্মদ জাহাঙ্গীর। গতকাল লণ্ডন থেকে দুই ঘন্টা পথ পাড়ি দিয়ে ছুটে গেলাম অঙ্ফোর্ডে। আমাকে দেখেই ফিক করে হেসে ফেললেন ডঃ ইউনুস," তুমি এখানেও! "রিয়েল ট্রাবল ম্যকার'। তিনদিন ধরে তো তুমি আমার পিছু ছাড়ছোনা, ঘটনা কি? বড় ব্যস্ত সাংবাদিক তুমি, কাছে টেনে নিলেন ,জড়িয়ে ধরলেন আবেগ থামাতে পারলামনা। বললাম আমার কর্ম চঞ্চলতা আপনার নজর কেড়েছে এটাই তো আমার সবচে' বড়সার্থকতা। তবে আজ আর কোন স্বাক্ষাতকার নয়,আজ শুধুই ফটো সেশন। 'তোমাকে আজ প্রকাশ্যে একটা নাম দিয়ে গেলাম "ট্রাব্রল মেকার" ভুলে যেওনা যেন এই বলে মনিকা কে ডেকে জড়িয়ে ধরলেন ডান হাতে আর আমাকে বাম হাতে বুকে জড়িয়ে ধরে সেই চির চেনা হাসি দিয়ে ক্যামেরায় পোজ দিলেন নোবেল বিজয়ী সুর্য সন্তান। পুনশ্চ ঃ ফরিদ ভাই আমার আগের পোস্টের ছবিতে সুন্দরী মেয়ের নাম টা আমার জানা নেই। তবে আপনার জন্য মনিকা ইউনুসের একখানা ছবি লাগিয়ে দিলাম, আমার ছবি আপনি দেখতে চেয়েছিলেন , জানতে চেয়েছিলেন আমি কোথায়। আমি আসলে মনিকার পাশে, মাঝে শুধু ডঃ ইউনুস।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০০৭ বিকাল ৫:২৪

মাহবুব সুমন বলেছেন: ডঃ ইউনুসের সাথে প্রথম পরিচয় ও কথা হয় ব্যাংককে।

২| ২৮ শে মার্চ, ২০০৭ বিকাল ৫:২৫

অতিথি বলেছেন: বানানটা ঠিক করেন। ট্রাভেল না হয়ে ট্রাবল হবে...আমার মনে হয় তাই আপনি বুঝাতে চেয়েছিলেন।

৩| ২৮ শে মার্চ, ২০০৭ বিকাল ৫:৩৫

নজমুল আলবাব বলেছেন: দারুন বলছেনতো। আমি আসলে মনিকার পাশে, মাঝে শুধু ড. ইউনুস... এই লাইনটার নোবেল পাওয়া উচিত।

৪| ২৮ শে মার্চ, ২০০৭ বিকাল ৫:৩৬

অতিথি বলেছেন: ভাই আপনি ভাগ্যবান। আপনি তো মনে হয় মহা খূশিতে টগবগ করছেন।
আর হা পারলে ড: সাহেবকে বলবেন যে আর কত দিন এভাবে নোবেল পাওয়ার ফুর্তি করবে।
একটু বিশ্রাম নিতে বলেন। একদেশ থেকে আরেক দেশে ছুটাছুটি, ওনার তো মনে হয় ঘুমও হারাম হয়ে গেছে।

@ সুমন সাহেব, সরাসরি কথা /দেখা হয়েছে। আমি ওনার পাশে অফিসে থাকা সত্ত্বেও আজও ওনাকে দেখতে পারলামনা কথা তো বলার দূরের কথা।

৫| ২৮ শে মার্চ, ২০০৭ বিকাল ৫:৪০

ফরিদ বলেছেন: ছবি তো চমৎকার এসেছে, মাগার ফটোশপে একটূ লাইট বাড়ায়ে নিলে ভালো ফুটতো। মনিকাটা কে? মিস ইউনুস নাকি?

৬| ২৮ শে মার্চ, ২০০৭ বিকাল ৫:৪৫

অতিথি বলেছেন: সাকো বানান টাও আমি ভুল করেছি । একটা চন্দ্র িবন্দু লাগাতে ভুলে গেছি। তবে ট্রাভেল মেকার লেখার আগে আমি অনেক সর্তক ছিলাম। আর প্রহরীকে বলছি,খুশিতে টগবগ করছি অন্য কারনে ,মনিকাও হাসছিল ওনাকে দেখে আমিও হাসছি, এই আরকি।

৭| ২৮ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:১৮

অতিথি বলেছেন: গত ঈদে ইংল্যান্ড থেকে প্রচারিত কোন একটা চ্যানেলে আপনার অভিনীত নাটক দেখেছিলাম। নামটা মনে নেই। সম্পুর্নটা ও দেখা হয়নি। তবে বেশ ভালো অভিনয় করেছে সবাই।

৮| ২৮ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৪১

অতিথি বলেছেন: নাটকের নাম স্বপ্ন জীবন। নাটকের পরিচালক অলৌকিক হাসান। ওনিও এই ব্লগের মেম্বার। নাটকটি প্রচারিত হয়েছিলো ইংল্যান্ডের চ্যানেল এস টেলিভিশনে।

৯| ২৮ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮

অতিথি বলেছেন: চমৎকার ছবি। আপনার একটা অটোগ্রাফ আমাকে দিবেন। ধন্যবাদ।

১০| ২৮ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:২৩

অতিথি বলেছেন: আড্ডা বাজ কেন লজ্জা দিচ্ছেন? আমি এখনও অটোগ্রাফ নিয়ে বেড়াই। আপনি বরং আমাকে ব্লগের আদি পিতা হিসাবে একখানা অটোগ্রাফ দিয়ে দেন।

১১| ২৮ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭

অতিথি বলেছেন: পোস্টের লাস্ট লাইনটা জোশ হইছে। মনিকা ও আমি, মাঝে ড. ইউনুস।

বানানের ব্যাপারে সতর্ক থাকবেন। গগগরররররর

১২| ২৮ শে মার্চ, ২০০৭ রাত ৮:০১

অতিথি বলেছেন: বানান নিয়ে আমার সাথে রসিকতা করে কি লাভ? আমি বাংলা বানান হিকরাম( (সিলেটি ভাষা)। অলৌকিক হাসান আপনারনা আজ ডে অফ, ছুটির দিনে ব্লগে কি? যান মুভি দেখে আসেন।

১৩| ২৯ শে মার্চ, ২০০৭ রাত ৯:০১

অতিথি বলেছেন: নাটকে ও কিন্তু আপনি ছ্যাকা খেয়েছেন। একই সাথে দুইজন ছিলেন কিন্তু মেয়ে অন্যের হাত ধরেছিল। এখনো একই অবসহা। ইউনুস মিয়ারে মধ্যখানে না রেখে সাইটে রাখেন

১৪| ৩১ শে মার্চ, ২০০৭ রাত ৩:২০

অতিথি বলেছেন: জোক! লাস্ট লাইন। আই লাইক দ্যাট

১৫| ৩১ শে মার্চ, ২০০৭ দুপুর ২:০৯

অতিথি বলেছেন: ফ্রুলিংক্স ভালো বলেছেন। ছ্যাকা খাওয়ার অভিনয় করার জন্য পরিচালকের নির্দেশ ছিলো, আমি সেটা অনুসরণ করেছি মাত্র। আর ইউনুস সাহেবকে কিভাবে বলি যে আপনে সাইটে থাকেন, শত হলেও ওনি নোবেল উইনার,তাছাড়া আমার বুঝি লজ্জা লাগে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.