নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

ইকোনোমিস্ট এবং টয়লেট পেপার

২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:২২

অপরাধীদের বিচার নিয়ে ইকনোমিস্ট পত্রিকার মাথাব্যাথার কারণ কি?

বাংলাদেশের স্বাদীনতা যুদ্ধের সময় ইকনোমিস্ট কি ভূমিকা রেখেছে তা জানিনা তবে যুদ্ধটা তো হয়েছে বাংলাদেশে। যারা নির্যাতিত হয়েছেন তারাও বাংলাদেশের। অপরাধীরাও এখন বাংলাদেশে রাজনীতি করেন। পরের বিষয় নিয়ে নাক গলানো পশ্চিমাদের একটি অপ স্বভাব।

আকাশে সূর্য নাই এটা যেমন মিথ্যা নয়, জামাতীরা অপরাধ করে নাই সেটাও তেমন মিথ্যা নয়। এটা মনে রাখা দরকার জার্মান নাজীদের অপরাধ এখনো ঢেকে যায় নি। কিন্তু বাংলাদেশের যুদ্ধপরাধীরা অনেক প্রমাণ নষ্ট করে, নিজের নাম এফিডেফিট, পশ্চিমা সার্টিফিকেট জোগাড় করে নিজেদের নিরপরাধী প্রমাণের চেষ্টা করছে।

ইকনোমিস্ট পত্রিকা মধ্যপ্রাচ্যে পশ্চিমা আগ্রাসন নিয়ে কি করেছে? আমেরিকার মৃত্যুদন্ডকে মানবাধিকার লঙ্ঘণ বলছে না কেন? ইরাক যুদ্ধের মিথ্যে অজুহাত নিয়ে কতটা সক্রিয় ছিল?

ইকনোমিস্ট অর্থনীতি মানে টাকা পয়সার হিসাব ভালই বোঝে এবং অচিরেই ইকনোমিস্ট পত্রিকা টয়লেট পেপারে রূপান্তরিত হবে।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

নীল_সুপ্ত বলেছেন: লল... বিশ্বের সব পত্রিকা ই টয়লেট পেপার দেখা যাচ্ছে !!

২| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৬

tumpa roy বলেছেন: জামাতের কুত্তাগুলো লবিং করার জন্য কোটি কোটি ডলার খরচ করেছে, যারা টাকা খেয়েছে তারা তাদের সাপোর্টে কিছু তো বলবেই .............

৩| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০২

গ্যাম্বলার বলেছেন:
কিছু মালপানি ছাড়ুন, ওরা বিপরীত নিউজও দেবে। আর ওদের নিউজকে মুল্যায়ন করার দরকারটা বা কি?

না, ওরা টয়লেট পেপার হচ্ছে না যতক্ষন পর্যন্ত বাঙালীদের মত আবাল রাজনিতিক আর সমর্থক আছে।

৪| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সহমত..তবে বাংলাদেশের পত্রিকা গুলো ঠয়লেট পেপার হিসেবেও ব্যবহারের অযোগ্য প্রথম আলো তেকে শুরু করে শেষ আলোর পরের আলো পর্যন্ত..তারপর আমাদেশ তাহার দেশ এমনকি সবার দেশ সব পত্রিকাই এখন ভরসা একটাই নাগরিক সাইবার পত্রিকা..কয়েকজন কট্টর ব্লগার সাইজ দিলেই দারুণ নিরপেক্ষ খবর।

৫| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: Click This Link


=p~ =p~ =p~ =p~ =p~

৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৬

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ইকোনোমিষ্ট একটি ১০০% ইহুদী মালিকানাধীন ও নিয়ন্ত্রিত পত্রিকা। এদের রিসার্স সেল খুবই উন্নতমানের। এক নম্বর।

......... তবে তা' ইহুদী স্বার্থ রক্ষা করে। বিশ্বব্যাপী ইহুদী পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করেই এক নম্বর।

খুব অদ্ভূত এক পৃথিবীতে বসবাস করছি আমরা।

আমি সংখ্যালঘু আসল ইহুদিদের কথা বলছি না। আমি বলছি ধর্মান্তরিত জায়নবাদী ইহুদীদের কথা। এরাই প্রায় সমস্ত মিডিয়া, এন্টারটেইমেন্ট ইন্ডাষ্ট্রী, ব্যাংকসমূহের মালিক। এরা সংখ্যায় প্রায় ৯৫%। এদের উৎপত্তি মধ্য এশিয়ার খাজার গোত্র থেকে। এরাই ইয়াজুজ মাজুজ। গগ এন্ড মেগগ।

জামাত খুব শক্ত বেকিং পাচ্ছে ধরতে হবে।

দেখা যাক, সময় কী বলে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.