![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
আমাদের কুটনৈতিক শিষ্টাচার খুবই খারাপ প্রকৃতির। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে বৈঠক বাতিল করেছিলেন বিরোধী নেত্রী। বাংলাদেশের মানুষের মাঝে সস্তা ভারত বিরোধিতা আছে। হয়তো ওটাকে একটি ক্ষেপনাস্ত্র বানানোর পরিকল্পনা ছিল। কারণ সামেনের নির্বাচনে ভারত বিরোধীতার অস্ত্রটি ব্যবহৃত হবে।
এবার মার্কিন আন্ডার সেক্রেটারির সফরের সময় হরতাল দেওয়ায় মার্কিনীরা হতাশ হয়েছে -- এবার তারাই বিরোধী নেত্রীর সাথে সৌজন্য সাক্ষাত বাতিল করেছে।
বাংলাদেশ যখন গার্মেন্ট সেক্টরে ইমেজ সংকটে রয়েছে, জিএসপি সুবিধা নিয়ে দেন দরবার চলছে মার্কিন কর্তৃপক্ষের সাথে, গার্মেন্টস সেক্টরকে শুল্কমুক্ত করার জন্য প্রচেষ্টা চলছে তখন মার্কিনীরা বাংলাদেশের সবার কাছ থেকে বেশি গুরুত্ব পাবে এাই স্বাভাবিক। সেই সময়টাতে হরতাল দেওয়াটা সঠিক হয়েছে কিনা সেটা সাধারণ মানুষই বিবেচনা করবেন। তবে এটি যে তাদের কাছে একটি িতিবাচক বার্তা হিসেবে গেছে তাতে কোনো সন্দেহ নেই। আর এর ফলাফলটাও পাওয়া গেল নগদে।
বাংলাদেশের অভ্যন্তরীন রাজনৈতিক ইস্যুতে ভারত বা আমেরিকাকে খুব বেশি দাম দিতে হবে এটাতে আমিও বিশ্বাস করি না। কিন্তু শিষ্টাচার বলে তো একটি কথা আছে?
কয়েকদিন আগে হেফাজত ইসলাম যখন ঢাকা সমাবেশ করলো- তখন তারা মুসাফির- অতিথি বলে তাদের পাশে দাড়ালো বিরোধী দল। আথিতিয়েতার নমুনা দেকানো নিশ্ছয়ই খারাপ কিছু না। কিন্তু বাইরের অতিথির প্রতি সম্মান না দেখিয়ে ঞেফাজতকে হেফাজত করতে গিয়ে বিএনপি ইমেজ সংকটে পড়ছে সেটা কি বিএনপি বোঝে না?
যুদ্ধাপরাধীদের বিচারের আন্তর্জাতিক মান নিয়ে মাকিনী সার্টিফিকেট বাংলাদেশ পেয়ে গেছে। মধ্যপ্রাচ্যেও নতুন করে লোক নিয়োগ শুরু হয়েছে- তার মানে কোনো কূটনৈতিক সমর্থন আদায় করতে পারেনি এ বিষয়ে। সেখানে বিরোধী রাজনৈতিক জোট আন্তর্জাতিক সমর্থন আদায় করত না পারলে তো বিচ্ছিন্ন হয়ে পড়বে? এটা কিন্তু রাজনীতির জন্য অশনি সংকেত। একটি রাজনৈতিক দলের দেওয়ালিয়াত্বের সুযোগ নিয়ে অপর দল আরো বেপরোয়া হয়ে উঠবে। আর এর ফলে ভোগান্তি কেবলই আমাদের।
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ্আপনাকেও ধন্যবাদ
২| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট ।ভাল লিখেছেন।এদেশে পারস্পরিক শ্রদ্ধা ইই রাজণীতিবিদদের নেই কূটনীতিক শিষ্টাচারও ।তারাএকটা নীতি বুঝে আর তা হলো তালগাছেটা আমার ।
২৭ শে মে, ২০১৩ রাত ৮:৩১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সেলিম আনোয়ার ভাই। আপনি বরাবরই আমাকে কৃতজ্ঞ করেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:০৭
গ্যাম্বলার বলেছেন:
একটি রাজনৈতিক দলের দেওয়ালিয়াত্বের সুযোগ নিয়ে অপর দল আরো বেপরোয়া হয়ে উঠবে।
ঠিক।
২৮ শে মে, ২০১৩ ভোর ৬:১৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকে ধনবাদ
৪| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০৪
বোকামন বলেছেন:
সহমত !
২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
টুনা বলেছেন: স হমত।
ধন্যবাদ শেয়ার করার জন্য।