![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
কোটা বিরোধী আন্দোলন চলছে শাহবাগে। বিসিএস পরীক্ষায় মেধাবীরা জায়গা পাবে না কোটার আওতায় তুলনামূলক কম মেধাবীরা জায়গা পাবে এটা একটা বড় প্রশ্ন। মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা, আদিবাসীদের কোটা, নারীদের কোটা এটা রাখা দরকার তবে এর সংখ্যা হওয়া উচিত যুক্তিসঙ্গত। মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। যে মুক্তিযোদ্ধার সন্তান কোটার আওতায় একবার সুবিধা পেয়েছে যেমন- ভর্তি- আবাসন, বৃত্তি- তারা কতবার সুবিধা পাবে তার কি কোনো নীতিমালা আছে? আবার কোটা পদ্ধতিকে সমালোচনা করতে গিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করার মত ধৃষ্টতাও দেখছি। আসলে বিচিত্র এ দেশ। এক দল মানুষ আছে তারা মুক্তিযুদ্ধ বিরোধী, নারী বিদ্বেষী, আদিবাসীদের অধিকারের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে কথা বলে, সেই দেশে এদের জন্য কোটা রাখা আসলেই খুব কঠিন।
খুব কম মেধাবী হয়েও রাজনিতিকদের সন্তানা দলের বড় নেতায় পরিণত হন। এটাও এক ধরনের কোটা। এর বিরুদ্ধেও কিন্তু কেউ কোনো কথা বলে না। বঙ্গবন্ধু এবং জিয়া পরিবারের হাতে দুই প্রধান দলের দায়িত্ব থাকাটা কোটারই নামান্তর।
কোটার অবসান চাইলে - সব ক্ষেত্রেই চাইতে হবে। আর এটা ঠিক- কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অধি মেধাবীরা মুক্তিযুদ্ধের বিপক্ষে শ্লোগান দেবেন, নারীদের লাঞ্ছিত করবেন তাহলে তো মেধার মান নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আর এটাও ঠিক কতজন মেধাবী বাদ পড়েছেন এবং কতজন মেধাবী আন্দোলন করছেন- ???? সবটার মধ্যে কিছু দৃ্শ্যমান এবং কি অদৃশ্য ধান্দা আছে। আর কেউ না বুঝছে যারা আন্দোলনে আছে তারা নিজেরাই জানেন।
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি ও ব এর সাথে একমত। ্ই কোটা বিরোধী আন্দোলনে -- কারা কারা জড়িত থাকতে পারে সেটাও ভাবা দরকার। মেধাবীদের মেধাকে অস্বীকার নয়- বরং সরকারের অপরিণত আচরণের সুযোগে যা হতে পারে সেটার কথাই বলছি।
২| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
সোজা আঙ্গুল বলেছেন: নিজের কোন যোগ্যতা না থাকলো। বাপ-দাদার যোগ্যতায় একখান চাকরী বাগাইলাম আর সেইটাই আপনাদের নজরে আগে পড়লো ???
বাপ-দাদার কর্মগুণে চাকরীখান পাইয়া ধরারে সরা জ্ঞান করি। বুক ফুলাইয়া চিৎ হয়ে হাঁটি। একবার দিলোতো বদলী করে। বদলী করলে কী হবে, বাবা'র সার্টিফিকেটটার মওকায় বদলী ঠেকাইয়া বহাল তবিয়তে আছি। এতে আপনার কোন সমস্যা আছে ?
অহন পূর্বেরচে' আরোও বেশি "ডোন্ট কেয়ার" ভাব নিয়া চলি। অফিস প্রধান সহ সবাই বুঝে গেছে আমার বাবার সার্টিফিকেটখান কী জিনিস !!!
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনি বড়ই উত্তেজিত। আপনার উত্তেজনার মূল কারণ কোটা নয়। অণ্য কিছু। পৈত্রিক সূত্রে রাজনৈতিক নেতৃত্ব, উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা নিয়ে কিছু বলুন। রিভার্স খেলবেন না। আপনার প্রোফাইল পিক কি বলে তা আমরা বুঝে গেছি।
৩| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আমি কোটা প্রথা বাতিলে পক্ষে। মুক্তিযোদ্ধারা কারো দয়া দাক্ষিণ্য নেয়ার জন্য যুদ্ধ করেন নি। তাছাড়া ভেজাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ করেছে।কোটাকে কেন্দ্র করে দুর্ণীতি মাথাচারা দিয়ে ওঠেছে।৫% কোটা থাকতে পারে সর্বোচ্চ
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বিষয়টি কিভাবে সম্ভব তা আমি জানিনা তবে এই বিতর্কের অবসান দরকার।
৪| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
রোমেন রুমি বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: আমি কোটা প্রথা বাতিলে পক্ষে। মুক্তিযোদ্ধারা কারো দয়া দাক্ষিণ্য নেয়ার জন্য যুদ্ধ করেন নি। তাছাড়া ভেজাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ করেছে।কোটাকে কেন্দ্র করে দুর্ণীতি মাথাচারা দিয়ে ওঠেছে।৫% কোটা থাকতে পারে সর্বোচ্চ
সহমত ।
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ
৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪২
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভাই, আমি এতো কিছু বুঝি না
আমার কথা কোটা বাতিল করতেই হবে.।
নইলে আমার মতো মেধাবিরা কি করবে?
মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সম্মান অবশ্যই করতে হবে, তাই বলে আমাদের অবহেলা করে?
মুক্তিযোদ্ধাদের ঢাকায় একটা করে ফ্লাট দিক, মাস মাস ৫০০০ টাকা দিক, আমার আপত্তি নাই, কিন্তু তাই বলে দেশের মেধাবিদের মেধার অবমূল্যায়ন করে কেন তাদের এই সম্মান?????????????????????????????????????????
সরকার যা খুশি করুক, কিন্তু আমাদের মতো সাধারন ছাত্রদের মেধার উপরে কেন এই হস্তক্ষেপ?
তাদের যদি জজ্ঞতা থাকে তবে তারা কম্পিটিশন করুক না কেন আমাদের সাথে???????????????????????????????
এমনিতেও ভার্সিটি তে যখন ভর্তি হই তখনও কিন্তু এই কোটা এর জন্য তাদের কিছু সিট ছেড়ে দিছিলাম।
তাদের তো একবার করে চান্স দিছিলাম, তবে এখন আবার কেন???????????????????
সো, আমার কথা, কোটা বন্ধ করতেই হবে।
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মেধাবিদের জায়গা করে দিতে হবে, আপনার সাথে একমত। তবে এ নিয়ে দ্বন্দ্ব নয় একটি উইন উইন সূত্র বের করতে হবে। হিংসা দিয়ে নয়, সৃজনশীলতা দিয়ে বিষয়টি ফেস করতে হবে।
৬| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “খুব কম মেধাবী হয়েও রাজনিতিকদের সন্তানা দলের বড় নেতায় পরিণত হন। এটাও এক ধরনের কোটা।”
-একদম খাঁটি কথা। দশে দশ এখানেই
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
৭| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৭
ধানের চাষী বলেছেন: অযোগ্য সন্তানের চাকরীর জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেন নি।
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: একেবারে খাটি। মেধাবীরা যেভাবে মুক্তিযোদ্দাদের গালি দিচ্ছে তাতে কাকে ছেড়ে কাকে রাখি বলা মুস্কিল
৮| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭
বিভ্রান্ত মানুষ বলেছেন: কুমার সাহা নামে একজন অনলাইনে লিখেছেন, ‘অতি দুঃখ ভারাক্রান্ত হূদয়ে লিখছি। আমি সুনীতি কুমার সাহা। আমি ৩১তম বিসিএস পরীক্ষায় লিখিত (সাধারণ ও কারিগরি) ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার রেজি: নম্বর ০২২৫২৭। আমার প্রথম পছন্দ ছিল কৃষি ক্যাডার। কিন্তু পদ স্বল্পতার কারণে আমাকে পিএসসি কর্তৃক কোনো পদে সুপারিশ করা হয়নি (উল্লেখ্য, কোটা প্রার্থী না থাকায় পিএসসি ৭০টি পদ খালি রাখে)। গত ২৭ ডিসেম্বর, ২০১২ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী কৃষি ক্যাডারে ২২০টি পদের বিপরীতে ১৩৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, পিএসসি কর্তৃক ১৫০ জনকে সুপারিশ করা হয়েছিল। যে ১৪ জন বাদ পড়েছেন, হয়তো তাঁদের কেউ কেউ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হননি বা পুলিশ প্রত্যয়ন পাননি বা ৩১তম বিসিএসের আগে অন্য কোনো ভালো পদে কর্মরত আছেন। আমার দুঃখ, এই জায়গায় ৮৪ পদ খালি থাকা সত্ত্বেও আমার চাকরি পাইনি। আমার সমস্ত পরিশ্রমের ফলাফল কোটা সংরক্ষণজনিত নিয়মের কারণে শূন্য। যাঁরা এসব নিয়ম তৈরি করেন, তাঁরা কি একবারও ভেবে দেখেছেন আগামী ১০-২০ বছর পর আমাদের দেশের প্রসাশনের কী অবস্থা হবে?’
পার্থ নামে আরেকজন লিখেছেন: ‘আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গতকাল প্রকাশিত বিসিএস ৩৪তম প্রিলিমিনারির ফল বের হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ৭৫+ পেয়েও সাধারণ পরীক্ষার্থী চান্স পায়নি অথচ কোটার কারণে ৫৯+ পেয়েও অনেকে চান্স পেয়েছে। মেধার বিচারে ৫৯=৭৫ হতে পারে না। ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়ে চরম হতাশ ও বিপথগামী হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ একসময় মেধাশূন্য হয়ে যেতে পারে।
সদ্য প্রকাশিত বিসিএস রেজাল্ট, ৩২তম স্পেশাল বিসিএস এবং সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে (সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, আইসিবি ইত্যাদি) শুধু মুক্তিযোদ্ধা কোটাধারীদের আবেদন করার যোগ্যতা কি সাধারণ প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক নয়? কোটা কি শিক্ষিত বেকার বৃদ্ধির জন্য দায়ী নয়?’
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যারা চাকরি পাবে তারা শিক্ষিত। আর কোটার কারণে চাকরি যারা পাবে না তারাও শিক্ষিত। অতএব কোটার কারণে শিক্ষিত বেকারের সংখ্যা হ্রাস বৃদ্ধির কোনো ব্যাপার নয়। ব্যাপার টা আসলে মেধার। আর আবেগের। মেধা ও আবেগ দুএর মধ্যে সমন্বয় প্রয়োজন। ওকে না হারালে আমরা জিতবো না- বিষয়টি তা নয়- বকরং উভয় পক্ষ কিভাবে সম্মানজনক পন্থা খুজে পায় সেটাই দেখতে হবে।
৯| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬
গ্যাম্বলার বলেছেন: কোটাপ্রথা থাকতে হবে যৌক্তিক পর্যায়ে, সুনির্দিস্ট নীতিমালায়।
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২
রেজা সিদ্দিক বলেছেন: মানুষের মনে যদি বিশেষ শ্রেনী বা গোষ্ঠীর জন্য কমিটমেন্ট তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে কোটা প্রথা সফল করা কঠিন। এখন তো এই কমিটমেন্ট কমে গেছে_ কোটা রাখাটাই কঠিন।