![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
ফেলানী হত্যা। বিচারের নামে প্রতারণা।
ভারতে ইলিশ রপ্তানী বন্ধ কর।
তিস্তার পানি দেবে না, সীমান্ত চুক্তি করবে না, ওদের ইলিশ খাওয়ানোর দরকার কি?
মমতার মমতাহীন আচরণ বাংলাদেশের মানুষকে বিক্ষুব্দ্ধ করেছে।
বিএসএফ এর গুলিবর্ষণ আমাদের মনোজগতকে আহত করেছে।
গরুচোর, অস্ত্র ব্যবসায়ী হলে একটা কথা ছিল। কিন্তু নির্বোধ কিশোরীকে হত্যা- কাটা তারে ঝুলিয়ে রাখা?
না আমরা ভারতকে ইলিশ দিতে চাই না।
ভারতের চেয়ে ইয়োরোপে বিক্রী করলে আরো বেশি দাম পাওয়া যাবে।
অতএব-- ভারতে ইলিশ রপ্তানী বন্ধের দাবী করছি।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: পিয়াজের জন্য চিন বার্মা যেতে পারি। আসলে বিকল্প তো আমরা খূজি না।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
প্যাপিলন বলেছেন: একেবারে খারাপ ধরনের ইলিশও ৮০০/১০০০ টাকা কেজি। যেই মাছ উচ্চমধ্যবিত্তেরই খাওয়ার জো নাই, দরিদ্রদেরতো বাদই দিলাম, সেই মাছ ইন্ডিয়ানরা খাইলেই কি আর না খাইলেই কি
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
শেখ শিহাব আল মাহমুদ বলেছেন: কপাল কারাপ
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬
শেখ শিহাব আল মাহমুদ বলেছেন: বোনের দেয়া ইলিশ মাছ দাদার ছেলেরা খাইয়া খাইয়া শরীরের ফিটনেস বাড়ায়। আর বর্ড়ারে লাশ উপহার দেয়।
এখন ফেলানির বিচার চাই না। বিজিবির কাছ থেকে ফেলানি হত্যা বদলা চাই।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
এম ই জাভেদ বলেছেন: ইলিশ বন্ধ করে দাদাদের সাথে পাল্লা দিয়ে পারা যাবে না। আমাদের অর্থনীতির ভীতকে যত মজবুত করতে পারব, ততই ন্যায্য দাবিদাওয়া আদায়ে আমরা ভারতকে চাপ দিতে পারব।
নইলে ইলিশ বন্ধের জবাবে ওরা পেঁয়াজ , আদা, গরু সহ অনেক পণ্য বন্ধ করে দেবে। আপনার নিত্য ব্যবহার্য সামগ্রীর দিকে একবার তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন দেশীয় বাজারের কত অংশ জুড়ে আছে ভারতীয় পণ্য। এ সব পণ্যের সাথে যেদিন দেশীয় পণ্য টেক্কা দিতে সক্ষম হবে সেদিনই আমরা বুকের ছাতি বাড়িয়ে ভারতের দাদাগিরির জবাব দিতে পারব।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
হৃদয় রিয়াজ বলেছেন: এম ই জাভেদ বলেছেন: "ইলিশ বন্ধ করে দাদাদের সাথে পাল্লা দিয়ে পারা যাবে না। আমাদের অর্থনীতির ভীতকে যত মজবুত করতে পারব, ততই ন্যায্য দাবিদাওয়া আদায়ে আমরা ভারতকে চাপ দিতে পারব।
নইলে ইলিশ বন্ধের জবাবে ওরা পেঁয়াজ , আদা, গরু সহ অনেক পণ্য বন্ধ করে দেবে। আপনার নিত্য ব্যবহার্য সামগ্রীর দিকে একবার তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন দেশীয় বাজারের কত অংশ জুড়ে আছে ভারতীয় পণ্য। এ সব পণ্যের সাথে যেদিন দেশীয় পণ্য টেক্কা দিতে সক্ষম হবে সেদিনই আমরা বুকের ছাতি বাড়িয়ে ভারতের দাদাগিরির জবাব দিতে পারব।"
(সহমত)
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৬
খাটাস বলেছেন: আমরা কি বাধ্য হয়েই ভারত কে ইলিশ দেই না? ইলিশ বন্ধ করলে তারা পেয়াজ দেয়া বন্ধ করে, তখন আপনার পরামর্শ কি?
আমরা ইলিশ সহ আর ও নানা কাজের বাধ্য হই, কারন আমরাই ভারতীয় পণ্য কিনে তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছি। দোষ কার?