নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

একজন পদকপ্রাপ্ত গুণীজনের গল্প। (সত্য ঘটনা অবলম্বনে)

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

বাংলাদেশের ২য় একজন নোবেল প্রাপ্তির পথে আছেন এবং খুব শীঘ্রই ম্যাগসাইসাই পুরস্কার পাবেন। এটি আসলেই খুব আনন্দের সংবাদ। বাংলাদেশের মানুষের যদি এই যোগ্যতার স্বীকৃতি মেলে তাহলে তো আমারা খুশি না হয়ে পারি না।

প্রতিটি মানুষের বেলা অবেলা আছে। ছেলে বেলা বড় বেলা আছে। কারো বেল আছে আবার কারো বা বেল একেবারেই নেই। যে মানুষটির কথা বলা হচ্ছে তিনি এমন একজন মানুষ যাকে বাংলাদেশের প্রায় সব মানুষ চেনেন। ছোট মানুষ, বড় মানুষ সব মানুষ। ৯১ এর আগ পর্যন্ত যখন দেশে গণতন্ত্র ছিল না তখন কিছু কিছু মানুষ বিখ্যাত হয়ে ওঠেন। ৯১ এ গণতান্ত্রিক নির্বাচনের পর এমন একটি দল ক্ষমতায় এলো- যাদের জনপ্রিয়তা ছিল কিন্তু সুশীল সমাজের সমর্থন ছিল খুবই কম। কারণ অধিকাংশ সুশীল ব্যক্তিরা আবার আওয়ামী ঘরানার।

সেই সময় কিছু ব্যক্তি হঠাৎ করেই ক্ষমতাবানদের দৃষ্টিতে চলে আসেন। সুশীলের শূন্যতা পূরণে তারা হয়ে ওঠেন নিয়ামক শক্তি।

মুস্কিল হলো এর মাঝে কিছু ধান্ধাবাজও ছিল। কিন্তু সংখ্যা কম, ঠগ বাছতে কম্বল উজাড় তাই ধান্ধাবাজরাও খেকে গেলেন।

প্রয়োজনে অপ্রয়োজনে মন্ত্রী মিনিস্টার এর সাক্ষাতকার, তাদের সাথে করে নিয়ে ছবি তোলা- সেই ছবি ছাপিয়ে দিয়ে বাণিজ্য- এমনটা চলতে থাকলো।

এরই মাঝে একজন হঠাৎ করে পেয়ে গেলো- একুশে পুরস্কার। পুরস্কার পাওয়ার পর তার প্রতিক্রিয়া-

উল্লেখ্য তার কয়দিন আগেই তিনি দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেন। পুরস্কারের প্রতি্ক্রিয়ায়- তিনি বলছেন---

একটা আছে না- মুখ দিলে আল্লাহ আহার দেয়। এই যে কয় দিন আগে আমার ২য় সন্তান হলো- আর আমি ২১ পদক পেয়ে গেলাম।

অন্যরা বলে উঠলো- ২১শে পদকের সাথে আহারের কি সম্পর্ক?

আছে আছে- বিজ্ঞর মতো তিনি বললেন্-

জাতীয় পদকপ্রাপ্তরা রেডিও টেলিভিশন থেকে ২৫% বেশি সম্মানী পায়। টেলিফোনের বিলে ২৫% কম লাগে- সরকারি পরিবহনে ভাড়ার ডিসকাউন্ট আছে---- ইত্যাদি ইত্যাদি।

অন্যরা হতবাক। বলেন কি এত সুবিধা?

হা হা সুবিধা তো থাকবেই। জাতীয় পদক বলে কথা।



মন্তব্য: জাতীয় পদক যারা পেয়েছেন তারা কখনো এ রকম হিসাব করেছেন কিনা তা আমার জানা নেই। তবে উনি করেছেন- আর কয়েকদিনের মধ্যেই আবেদন করে ভাতা টাতা বাড়িয়ে নিয়েছেন।

এর পরে তিনি আরো পদক পেয়েছেন।

রোটারী ক্লাব ঢাকা যখন তাকে সম্মান দেয় তখন মন খারাপ করেছিলেন- কারণ খামের মাঝে মাত্র ১০০০ টাকা ছিল।

যে কোনো পদকের সাথে অর্থের সম্পর্ক থাকলে পদকের মান কই যায় সেটা বিবেচ্য।

পাদটীকা

বরীন্দ্র জয়ন্তীতে এক মাড়োয়ারি বলছেন--

ববীন্দ্র নাথ এক বড় বেওসাদার থা-

এক পয়সার কলম- দু পয়সার কাগজ দিয়ে-

লাখ টাকার নোবেল পাইয়া থি।

অতএব:

মন্তব্য নিস্প্রয়োজন

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

দুরদেশী বালক বলেছেন: ব্যাপক বিনোদন

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জি ব্যাপক বিনোদন

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

কলাবাগান১ বলেছেন: কিন্তু কৃষির উন্নতিতে, উনার অনেক অবদান আছে

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: উনি মানে কে? আপনি তো তাহলে সবই জানেন। ধন্যবাদ

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮

সাহেদুর রহমান বলেছেন: মজা পাইলাম

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মজার কোনো শেষ নাই

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
বিনোদনের অভাব নাই আমাগো দেশে :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কিছুরই অভাব নাই। অনেক জোকার আছে তো??

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪২

বটের ফল বলেছেন: ;) ;) ;)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মজার কোনো শেষ নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.