![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
কার জন্য এই আন্দোলন- এবং কার জন্য এই নির্বাচন?
একটি নির্বাচন হলেই ৩০০ জন নির্বাচিত হন। এই ৩০০ জনরে কাছে প্রধান বিষয় তার পরিবার- তারপর তার আত্মীয় স্বজন, তারপর তার দল। সাধারণ মানুষের কোনো স্বার্থ সেখানে নেই। পুরো পরিবার তন্ত্র, পুরো আত্মীয়তন্ত্র, পুরো দলতন্ত্র দিয়ে চলছে দেশ। গণতন্ত্রের সংজ্ঞা এখন বিকৃত। নিজের দলের মধ্যে যাদের গণতন্ত্র নেই তারা গণতন্ত্র আনবেন কি কর।ে কেবল কি নিজের দলের মধ্যে- মন যা চায় চক্ষু না চায়- মরি মরি একি লজ্জা- তাদের কাছে গণতন্ত্র মানে কি?
যে কোনো প্রকারে ক্ষমতায় যেতেই হবে- যে কোনো প্রকারে ক্ষমতায় থাকতে হবে এই প্রতিযোগিতাতে জনগন বিধ্বস্ত।
সরকারি দল মনে করে- বিরোধিদলের টানা আন্দোলন- জিনিস পত্রের উর্ধগতি- বাসে আগুন, কৃষকের দাম না পাওয়া, মধ্যবিত্তের যন্ত্রনা ও ভোগান্তির ফলে বিরোধিদলের সমর্থনে ভাটা পড়বে।
বিরোধী দল মনে করে[ টানা আন্দোলনড় ভোগান্তি. দ্রব্যমূল্যের বৃদ্ধি, যন্ত্রণা ও দূর্ভোগের দায় সরকারের উপর বর্তাবে অতএব তাদের প্রতি মানুষের সমর্থন বাড়বে।
আর জনগন- হরতালের আগে পরে যত দূর্ভোগ সব হাসিমুখে বরণ করবে, এ্যাম্বুলেন্স থেকে রোগী নামিয়ে আগুণ দেওয়ার পরও মানুষ তাদেরই ভোট দেবে। তার কারণ আমার কিছু হোক না হোক- মামুরা তো কোটি পতি হলো?
এই ৩০০ জন কোটি পতির চাষ করার করার জন্য মানুষের কি নির্বোধ আন্দোলন- আর টক শো মার্কা অরণ্যে রোদন করে করে বাহবা লুটানো।
এই দুবৃত্তপনা বন্ধ হোক।
গণতন্ত্র ছাড়া কি দেশ নাই নাকি? এত বিকৃতভাবে গণতন্ত্রই থাকতে হবে?
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমার মতো আপনিও কষ্ট পাচ্ছেন বুঝি
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
রেজা সিদ্দিক বলেছেন: কি বলেন এই সব, গণতন্ত্র বলে কথা। এটা না থাকলে চলে নাকি? আবার তৃতীয় শক্তির এজেন্ট হয়ে যাবেন তো।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মানুষ তো মনে মনে কি চায় সেটা কিছুটা হলেও তো বুঝি স্যার। খালি মুখ বলছে না।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
খোমেনী বলেছেন: সংশোধন, পরিবর্ধন ও মার্জিত রুপ দেয়ার চেষ্টা করি এই গণতন্ত্রকে। হিংসাত্মক মনোভাব দুর করি। মানুষের ন্যায় আচরন করি। দায় কিন্তু সবার ঘাড়েই বর্তায়।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মার্জিত মানুষ ছাড়া কি মার্জিত গণতন্ত আসবে?
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
খোমেনী বলেছেন: #রেজাসিদ্দিক ভাইয়ের সাথে একমত।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমিও একমত
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
ইলা বলেছেন: পারলে চলো বদলে দেই।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ঘন্টা বাধার লোক নাই।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
এন ইউ এমিল বলেছেন: আমার মতো হারামীদের জন্য গনতন্ত্রের এই রূপ,
কারণ রাতের আধারে ১০০ টাকার নোট একটার বিনিময়ে আমি ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে যাই,
যে আমাকে পরিবার তন্ত্র থেকে মুক্তি দিবে তার পকেটে কয়টাকা আছে আমাকে কিনে নেয়ার জন্য?
সো আমরাই গনতন্ত্রকে বলাদকার করছি
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আর জনগন- হরতালের আগে পরে যত দূর্ভোগ সব হাসিমুখে বরণ করবে, এ্যাম্বুলেন্স থেকে রোগী নামিয়ে আগুণ দেওয়ার পরও মানুষ তাদেরই ভোট দেবে।
বছরের পর বছর এটাই চলে আসছে।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।সুষ্ঠু গণতন্ত্র চাই। এর জন্য মন মানসিকতার পরিবর্তন দরকার।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আনোয়ার ভাই। কার মানসিকতার পরিবর্তন করবেন। ওদের আগে পাগলা গারদে পাঠান তারপর আসেন আমরাই দুই ভাই শুরু করি।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১০
শাহ আজিজ বলেছেন: আরে ভাই, তৃতীয় শক্তি কেন চতুর্থ ও পঞ্চম শক্তিও ওয়েলকাম !!
সহমত লেখক , এই দুই মাজার জিয়ারতের গনতন্ত্র আর দরকার নাই ।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: প্রকৃত গণতস্ত্রই প্রত্যাশা করি
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৯
বিলাসী বলেছেন: এই গণতন্ত্রে আমার নিঃশ্বাস যে বন্ধ হয়ে আসে, কিন্তু দম বন্ধ হয়ে মরে যাই না এটাই কষ্ট। সহমত।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৪
খোমেনী বলেছেন: মার্জিত লোকগুলো যখন পিছ টান দেয় তখন অসভ্য লোকগুলো শুণ্যস্থান পুরন করে। তাই মার্জিত যারা নিজেকে মনে করেন তারা এগিয়ে আসুন। ভবিষ্যত প্রজন্মের জন্য কিছু করতে চাইলে যে নিজেকে মনে করেন যোগ্য এগিয়ে আসুন, গণতন্ত্রের ঝান্ডা ধরুন। ডায়ালগবাজী আর কত?
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: অর্থনীতির সূত্র অনুযায়ী মন্দ টাকা ভাল টাকাকে তাড়িয়ে দেয়, এখনো মার্জিত লোকগুলোকে তাড়িয়ে বেড়াচ্ছে অসুস্থ মানুষেরা-।
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
এন ইউ এমিল বলেছেন: শাহ আজিজ বলেছেন: এই দুই মাজার জিয়ারতের গনতন্ত্র আর দরকার নাই ।
শতবার সহমত
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: শত শত বার
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
উড়োজাহাজ বলেছেন: তারপর ও কেন গণতন্ত্র? আবাল টকশো আর মিডিয়ার কথায় কেন তবু্ও গণতন্ত্রের কথা বলা হয়? পশ্চিমা প্রভুদের স্বার্থে? তাদের মুখে প্রস্রাব করলাম।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: শত শতবার
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
খোমেনী বলেছেন: মহিলা মানুষদের মসজিদে গিয়ে ইমামতি করা মানা, কিন্তু মাজার জিয়ারতের বিষয়ে তাদের সামান্য অনুমতি আছে। তাই তারা নিরুপায় হয়ে মাজার জিয়ারত করে। ইমামতি করবে তো পুরুষ।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: দেশের ইমামতির দায়িত্ব পেয়েছেন- মসজিদে গেলেই কি না গেলেই কি? আর বিষয়টা তো পুরুষ মহিলা নয়, বিষয়টা শিষ্ট ও দুষ্ট।
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
জহির উদদীন বলেছেন: ১ম বাণীটার ১,৭ ও ৮ লক্ষ্য করুন.....
২য় বাণীটা সম্পূর্ন ভাবে প্রয্যোজ.....
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কাকে বিশ্বাস করবেন। এই আল্লাহ রাসুলের নামেই তো অনাচার বেশি করছে, ধর্মের কোন ব্যাখ্যায় সাথিয়াকে সমর্থন করবেন, ধর্মের কোন ব্যাখ্যায় রামুকে সমর্থন করবেন । নইলে কি মূর্খরা দাপটে বেড়ায়?
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
সোহেল রনি বলেছেন:
চাই এই গণতন্ত্রের পরিবর্তন, এখনই।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ঠিক
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
বাংলার হাসান বলেছেন: এটা হলো গণতন্ত্রের নামে পাঁচ বছর করে বৈধ স্বৈরতন্ত্র।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বাংলাদেশের গণতন্ত্র তোনো সংজ্ঞার মাঝে পড়ে না।
১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
খোমেনী বলেছেন: আমরা একটা অভিশাপের ফল হয়ে আছি।
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: চারিদিকে নাগিনীরা ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস।
১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭
রন৬৬৬ বলেছেন: There was no time in history of India,Pakistan and Bangladesh, when government was corruption free. We are stupid because we blame each other but never take blame for offering bribe to others or receive bribe from others. We do not understand this simple truth that corrupted society is built neither in a day nor by few people. Without patriotic mind and fear of punishment for breaking laws we won’t obey laws. When we find that by money we can buy law, permit, we won’t follow laws. We would buy laws as long it is profitable.
This system of corruption was in all government, BNP, AL, Ershad. All parties are responsible. If all people of Bangladesh really want corruption free, we need to work together and make transparent policy, keeping no loop hole for escaping corrupted people. Spot check up and instant punishment is a must. Rana Plaza, building inspector and engineer must be punished to their death. Otherwise blood of these current and past victims would not forgive our beloved Bangladesh. Our Mullahs should emphasize on love and moral values in their teaching rather than hatred on disagreements.
Disagreement is healthy in democracy, but language we used against opponent parties speaks our hatred, which is stupidity.
Corrupt people of Bangladesh are worried for their children, their wife and their old age. so they are making black money for their future.
There is no country in the world with 100% corruption free but countries like Finland, Singapore, Norway, Australia, Canada people are less corrupt than us. I think if we keep everybody's belly full with food and everybody have a job to do
then there will be less corruption in Bangladesh.
০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কথা সত্য। যারা রাজনীতি করেন দায়িত্বটা তাদেরই। সাধারণ জনতা কখনো রাজনীতির শুদ্ধতা তৈরি করে না। বরং শুদ্ধতা থাকলে সে প্রাণিত হয়।
এই দেশটা তো এটি দেশ- স্বর্গ বা নরক কোনোটিই নয়। আমরা কেউ কেউ স্বর্গ বানানোর স্বপ্ন দেখি কিন্তু আদতে তা নরকে রূপান্তরিত হয়।
সাধরাণের অন্ন বস্ত্রের সংস্থান হলে দেশটার দুর্নতি চলে যাবে। বা কমে যাবে- কিন্তু সেটার সংস্থান করে কে?
এত শর্ত দিয়ে হবে না- শর্ত একটাই- শর্তহীনভাবে দেশটাকে ভালবাসা- সেটা কয়জন যে বাসে সোই বলা কঠিন।
১৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১
শিকদার ওয়ালিউজ্জামান বলেছেন: গনতন্ত্র!------------পরিবারতন্ত্র?------------ধনতন্ত্র-----------। স্বৈরতন্ত্র------------স্বৈরাচার----------------অনাচার----------।
আসলে নষ্ট জন্মের কাছে আমরা নতজানু সবাই।
০৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জন্মটা নষ্ট নয়, কর্মটা নষ্ট।
২০| ০৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পঞ্চবার্ষিকী গণতন্ত্র, যা শুধু নির্বাচন দিয়েই প্রমাণ করতে হয়। নির্বাচন ছাড়া এদেশে গণতন্ত্রের আর কোন দায়িত্ব নেই। পাঁচ বছর পর পর আমরা পাই একেক জন্য ‘নির্বাচিত অটোক্র্যাট’!
২১| ০৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: =একেক জন ‘নির্বাচিত অটোক্র্যাট’!
০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তা ঠিক। আর এর সাথে পাই ৩০০টি শুল্কমুক্ত গাড়ী, ৩০০টি বিশেষ বিবেচনায় প্লট, ৩০০জন অপ্রদর্শিত আয়ের কোটিপতি এবং-- রেকর্ডবিহীন আরো কিছু।
২২| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
মতামত চাই বলেছেন: সহমত লেখক , এই দুই মাজার জিয়ারতের গনতন্ত্র আর দরকার নাই ।
০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
২৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
রিফাত উকিল বলেছেন: মতামত চাই বলেছেন: সহমত লেখক , এই দুই মাজার জিয়ারতের গনতন্ত্র আর দরকার নাই ।
০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বিকৃত গণতন্ত্র চাই না
২৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
হৃদয় রিয়াজ বলেছেন: আপনার কথাগুলোই আজ আমার মত হাজারো অসহায় নাগরিকদের মাথায় ঘুরপাক খাচ্ছে। জানি এগুলো শোনার কেউ নেই। ওপাশ থেকে কোন প্রত্যুত্তর আসবে না। তবুও আমি আপনি গাছের আগায় পানি ঢেলে যাবই আর ওরা সেটার গুড়িতে কুড়াল চালাবেই। দোষটা বোধ হয় আমাদেরই।
০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হয়তো তাই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫
দুরদেশী বালক বলেছেন: কোনো দরকার নাই।